Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Nabaneeta Dev Sen.
Showing 1-4 of 4
“মনে মনে সারাদিন দেখা, মনে মনে নিত্য সহবাস
সারাক্ষণ কাছে কাছে থাকি, সারাদিন কথা বলি
"বইখানা কোথায় ফেললে?"
বেরুচ্ছো কি? ফিরবে কখন?'
মনে মনে লাগিয়ে দি'জামার বোতাম
ভুরু থেকে সরিয়ে দি' ঝুঁকে-পড়া কেশ
মনে মনে এগিয়ে দি' কলম, রুমাল।
মনে মনে অহর্নিশি,মনে মনে সারা দিনরাত
খুব ঝগড়া, খুব যত্ন, মনে মনে আদরটাদর
সারাদিন সারারাত, আজীবন নিখিল বিস্তার-
মনে মনে মনের মানুষ।”
―
সারাক্ষণ কাছে কাছে থাকি, সারাদিন কথা বলি
"বইখানা কোথায় ফেললে?"
বেরুচ্ছো কি? ফিরবে কখন?'
মনে মনে লাগিয়ে দি'জামার বোতাম
ভুরু থেকে সরিয়ে দি' ঝুঁকে-পড়া কেশ
মনে মনে এগিয়ে দি' কলম, রুমাল।
মনে মনে অহর্নিশি,মনে মনে সারা দিনরাত
খুব ঝগড়া, খুব যত্ন, মনে মনে আদরটাদর
সারাদিন সারারাত, আজীবন নিখিল বিস্তার-
মনে মনে মনের মানুষ।”
―
“কবিতা, তোমাকে ছেড়ে কতকাল বেঁচে-বর্তে আছি!
তা-ব'লে আমাকে কিন্তু তুমি ছেড়ে থেকো না, আমাকে
তোমার বুকের মধ্যে হেলায়-ফেলায় পুষে রেখো।
তুমি ঘর ছেড়ে গেলে আমি কোন্ বানপ্রস্থে যাবো?”
― শ্রেষ্ঠ কবিতা
তা-ব'লে আমাকে কিন্তু তুমি ছেড়ে থেকো না, আমাকে
তোমার বুকের মধ্যে হেলায়-ফেলায় পুষে রেখো।
তুমি ঘর ছেড়ে গেলে আমি কোন্ বানপ্রস্থে যাবো?”
― শ্রেষ্ঠ কবিতা
“পশুপাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না
ওরা সব জেনে গেছে, মানুষের বেশি দেরি নেই।”
― শ্রেষ্ঠ কবিতা
ওরা সব জেনে গেছে, মানুষের বেশি দেরি নেই।”
― শ্রেষ্ঠ কবিতা
“এত বড়ো একটা গাছ যার চোখের সামনে আছে,তার দিনের একটা মুহূর্তও একলা কাটে না,নীরস কাটে না। ওই গাছ টার দিকে নজর রাখতে রাখতেই সারাদিন ব্যস্ত থাকতে পারতুম আমি। নাই বা থাকলো ঘরে ভাই-বোন, সঙ্গী-সাথী।
ওই গাছ ও যে কোনদিন ওই জায়গায় থাকবে না,এ ছিল আমার কল্পনার বাইরে। এত জরুরী, এত মহান, এত বিরাট একটি অস্তিত্ব ও যে নিজের জন্মগত অধিকারে নিজে বেঁচে থাকতে পারে না মানুষের পৃথিবীতে, সেটা সেদিন আমার জানা হলো, সেদিনই আমার শৈশবের জগতে একটা মোটা চিড় ধরলো। আকাশে যেমন চন্দ্র-সূর্য, রাস্তায় যেমন ট্রাম বাস,ঘরে যেমন বাবা-মা,ওখানে তেমনি ঐ বট গাছটার থাকার কথা। অত পাখি, অত ফল, অত ছায়া, এর কোনটাই যে না থাকলে চলবে না।”
― নটী নবনীতা
ওই গাছ ও যে কোনদিন ওই জায়গায় থাকবে না,এ ছিল আমার কল্পনার বাইরে। এত জরুরী, এত মহান, এত বিরাট একটি অস্তিত্ব ও যে নিজের জন্মগত অধিকারে নিজে বেঁচে থাকতে পারে না মানুষের পৃথিবীতে, সেটা সেদিন আমার জানা হলো, সেদিনই আমার শৈশবের জগতে একটা মোটা চিড় ধরলো। আকাশে যেমন চন্দ্র-সূর্য, রাস্তায় যেমন ট্রাম বাস,ঘরে যেমন বাবা-মা,ওখানে তেমনি ঐ বট গাছটার থাকার কথা। অত পাখি, অত ফল, অত ছায়া, এর কোনটাই যে না থাকলে চলবে না।”
― নটী নবনীতা