Purnendu Pattrea
Born
in Howrah District , India
February 02, 1932
Died
March 19, 1997
Genre
![]() |
কথোপকথন এক
3 editions
—
published
1981
—
|
|
![]() |
কথোপকথন
5 editions
—
published
2013
—
|
|
![]() |
কথোপকথন দুই
2 editions
—
published
1987
—
|
|
![]() |
কলকাতার রাজকাহিনী
2 editions
—
published
1979
—
|
|
![]() |
কথোপকথন তিন
—
published
1989
|
|
![]() |
কী করে কলকাতা হলো
—
published
1972
|
|
![]() |
কথোপকথন চার
—
published
1992
|
|
![]() |
কথোপকথন পাঁচ
2 editions
—
published
1995
—
|
|
![]() |
পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা
2 editions
—
published
1986
—
|
|
![]() |
ছড়ায় মোড়া কলকাতা
|
|
“এক একদিন ঘুম ভাঙার পর
মাথায় বেঠোফেনের অগ্নিজটাময় চুল,
আর মুখের দুপাশে মায়াকভস্কির হাঁড়িকাঠের মতো চোয়াল,
চোখের ভিতরে বোদলেয়ারের প্রতিহিংসাপরায়ণ চোখ,
মনের ভিতরে জীবনানন্দের প্রেমিক চিলপুরুষের মন,
আর হাসির ভিতরে রেমব্রান্টের হিসেব-না-মেলানো হাসির চুরমার!”
― পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা
মাথায় বেঠোফেনের অগ্নিজটাময় চুল,
আর মুখের দুপাশে মায়াকভস্কির হাঁড়িকাঠের মতো চোয়াল,
চোখের ভিতরে বোদলেয়ারের প্রতিহিংসাপরায়ণ চোখ,
মনের ভিতরে জীবনানন্দের প্রেমিক চিলপুরুষের মন,
আর হাসির ভিতরে রেমব্রান্টের হিসেব-না-মেলানো হাসির চুরমার!”
― পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা
“সবচেয়ে দুর্ধর্ষতম বীরত্বেরও ঘাড়ে একদিন মৃত্যুর থাপ্পড় পড়ে
সবচেয়ে রক্তপায়ী তলোয়ারও ভাঙে মরচে লেগে
এই সত্যকথাটুকু কোনো মেঘ, কোনো বৃষ্টি, কোনো নীল নক্ষত্রের আলো
তোমাকে বলেনি বুঝি?”
― পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা
সবচেয়ে রক্তপায়ী তলোয়ারও ভাঙে মরচে লেগে
এই সত্যকথাটুকু কোনো মেঘ, কোনো বৃষ্টি, কোনো নীল নক্ষত্রের আলো
তোমাকে বলেনি বুঝি?”
― পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা
“স্বপ্নেই শুধু দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় শৈশব।
সব ধুলোবালি খোলামকুচি, সব উড়ে-যাওয়া আঁচল
রঙিন পরকলা জুড়ে জুড়ে আঁকা সব মুখচ্ছবি
বৃষ্টি বাদলের ভিজে গন্ধের ভিতরে লুকিয়ে কাঁদার সুখ।
স্বপ্নেই শুধু আরেকবার অগাধ জলের ভিতর থেকে
মুখ তুলে তাকায় ছেলেবেলার লাল শালুক।”
― পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা
সব ধুলোবালি খোলামকুচি, সব উড়ে-যাওয়া আঁচল
রঙিন পরকলা জুড়ে জুড়ে আঁকা সব মুখচ্ছবি
বৃষ্টি বাদলের ভিজে গন্ধের ভিতরে লুকিয়ে কাঁদার সুখ।
স্বপ্নেই শুধু আরেকবার অগাধ জলের ভিতর থেকে
মুখ তুলে তাকায় ছেলেবেলার লাল শালুক।”
― পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা