Anjan Dutta
More books by Anjan Dutta…
“একদিন বৃষ্টিতে বিকেলে,
হয়ে যাবে দেখা মাঝ রাস্তায়।
থাকবে না সাথে কোনো ছাতা,
ভিজে যাবে চটি, জামা,মাথা।
দোকান-পাট সব বন্ধ,
শুধু তোমার আমার হৃদয়ে ভিজে মাটির সোঁদা গন্ধ।
একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যাথা।
ভাঙ্গা দেয়ালের গায়ে
সাতপাকে বাঁধা কবে কার নুনশোতে কোথাও
আর বৃষ্টির ছাটে যাবেনা দেখা
দু'জনের চোখের জল
ঝমঝম ঝমঝম, চোখের জল।
একদিন বৃষ্টিতে বিকেলে
আমরা ধরা পড়ে যাব দেখ ঠিক
ধুয়ে যাবে যত আছে অভিমান
ধুয়ে যাবে সিঁদুরের টিপ,
আর চটিটাও ছিড়ে যাবে তক্ষনি
তাই পালানো যাবেনা যে কোথাও
রাস্তা যেমন তেমনই
শুধু লোকজন সব উদাও ।”
―
হয়ে যাবে দেখা মাঝ রাস্তায়।
থাকবে না সাথে কোনো ছাতা,
ভিজে যাবে চটি, জামা,মাথা।
দোকান-পাট সব বন্ধ,
শুধু তোমার আমার হৃদয়ে ভিজে মাটির সোঁদা গন্ধ।
একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যাথা।
ভাঙ্গা দেয়ালের গায়ে
সাতপাকে বাঁধা কবে কার নুনশোতে কোথাও
আর বৃষ্টির ছাটে যাবেনা দেখা
দু'জনের চোখের জল
ঝমঝম ঝমঝম, চোখের জল।
একদিন বৃষ্টিতে বিকেলে
আমরা ধরা পড়ে যাব দেখ ঠিক
ধুয়ে যাবে যত আছে অভিমান
ধুয়ে যাবে সিঁদুরের টিপ,
আর চটিটাও ছিড়ে যাবে তক্ষনি
তাই পালানো যাবেনা যে কোথাও
রাস্তা যেমন তেমনই
শুধু লোকজন সব উদাও ।”
―
Is this you? Let us know. If not, help out and invite Anjan to Goodreads.