Tarapada Roy
Born
in Tangail, Bangladesh
November 17, 1936
Died
August 25, 2007
Genre
![]() |
কান্ডজ্ঞান
—
published
1984
|
|
![]() |
মাতাল সমগ্র
—
published
2002
|
|
![]() |
একটি কুকুরের উপাখ্যান
|
|
![]() |
সরস গল্প সমগ্র
—
published
2004
|
|
![]() |
রম্যরচনা ৩৬৫
—
published
2005
|
|
![]() |
বিদ্যাবুদ্ধি
|
|
![]() |
তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা
|
|
![]() |
নিঝুমপুর
—
published
1998
|
|
![]() |
দুই মাতালের গল্প এবং অন্যান্য
|
|
![]() |
দিন আনি দিন খাই
|
|
“অনেকদিন দেখা হবেনা,
তারপর একদিন হঠাৎ দেখা হবে,
দু'জনেই দু'জনকে বলবো.. অনেকদিন দেখা হয়নি!
এভাবেই কেটে যাবে দিনের পর দিন আর বছরের পর বছর,
তারপর একদিন হয়ত জানা যাবে কিংবা জানা যাবে না যে..
তোমার সাথে আমার অথবা আমার সাথে তোমার,
আর কখনোই দেখা হবেনা !!”
―
তারপর একদিন হঠাৎ দেখা হবে,
দু'জনেই দু'জনকে বলবো.. অনেকদিন দেখা হয়নি!
এভাবেই কেটে যাবে দিনের পর দিন আর বছরের পর বছর,
তারপর একদিন হয়ত জানা যাবে কিংবা জানা যাবে না যে..
তোমার সাথে আমার অথবা আমার সাথে তোমার,
আর কখনোই দেখা হবেনা !!”
―
“মনে নেই,
আমি নিজে ফিরে গিয়েছিলাম, অথবা
তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম,
এখন
আর কিছু মনে নেই, তবু দুঃখ হয়
এখন, যখন একেকদিন খুব বৃষ্টি নেমে আসে
এখন, যখন একেকদিন খুব শীতের বাতাস
শুধু পাতা উড়িয়ে উড়িয়ে
আমার চারদিকে বৃষ্টি ও ঠান্ডা বাতাস ঘুরে ঘুরে;
এমন কি যখন সেই পুরনো কালের সাদা রোদ
হঠাত্ ভোরবেলা ঘর ভাসিয়ে ছাপিয়ে,
'কি ব্যাপার এবার কোথাও যাবে না?'
এখন আর কোনোখানে যাওয়া নেই,
এখন কেবল ঠান্ডা বাতাস, এখন বৃষ্টি, জল
আমার চারপাশ ঘিরে পাতা ওড়ে আর জল পড়ে ।
এখন তোমার জন্য দুঃখ হয়,
এখন আমার জন্য দুঃখ হয়,
আমি নিজে ফিরে গিয়েছিলাম অথবা
তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, এখন দুঃখ হয়”
―
আমি নিজে ফিরে গিয়েছিলাম, অথবা
তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম,
এখন
আর কিছু মনে নেই, তবু দুঃখ হয়
এখন, যখন একেকদিন খুব বৃষ্টি নেমে আসে
এখন, যখন একেকদিন খুব শীতের বাতাস
শুধু পাতা উড়িয়ে উড়িয়ে
আমার চারদিকে বৃষ্টি ও ঠান্ডা বাতাস ঘুরে ঘুরে;
এমন কি যখন সেই পুরনো কালের সাদা রোদ
হঠাত্ ভোরবেলা ঘর ভাসিয়ে ছাপিয়ে,
'কি ব্যাপার এবার কোথাও যাবে না?'
এখন আর কোনোখানে যাওয়া নেই,
এখন কেবল ঠান্ডা বাতাস, এখন বৃষ্টি, জল
আমার চারপাশ ঘিরে পাতা ওড়ে আর জল পড়ে ।
এখন তোমার জন্য দুঃখ হয়,
এখন আমার জন্য দুঃখ হয়,
আমি নিজে ফিরে গিয়েছিলাম অথবা
তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, এখন দুঃখ হয়”
―