Hasan Azizul Huq
Born
in West Bengal, India
February 02, 1939
Died
November 15, 2021
Website
Genre
![]() |
আগুনপাখি
|
|
![]() |
আত্মজা ও একটি করবী গাছ
—
published
1967
|
|
![]() |
সক্রেটিস
3 editions
—
published
1985
—
|
|
![]() |
লাল ঘোড়া আমি
3 editions
—
published
1984
—
|
|
![]() |
সাবিত্রী উপাখ্যান
—
published
2013
|
|
![]() |
গল্পসমগ্র ১
—
published
2011
|
|
![]() |
শামুক
—
published
2015
|
|
![]() |
নামহীন গোত্রহীন
—
published
1986
|
|
![]() |
তরলাবালা
—
published
2022
|
|
![]() |
সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য
|
|
“আমাকে কেউ বোঝাইতে পারলে না যি সেই দ্যাশটো আমি মোসলমান বলেই আমার দ্যাশ আর এই দ্যাশটি আমার লয় । আমাকে আরো বোঝাইতে পারলে না যি ছেলেমেয়ে আর জায়গায় গেয়েছে বলে আমাকেও সিখানে যেতে হবে । আমার সোয়ামি গেলে আর আমি কি করব ? আমি আর আমার সোয়ামী তো একটি মানুষ লয় , আলেদা মানুষ। খুবই আপন মানুষ, জানের মানুষ , কিন্তুক আলেদা মানুষ ।”
― আগুনপাখি
― আগুনপাখি
“বুড়ো গল্প করছে, ভীষণ শীত করছে ওর, চাদরটা আগাগোড়া জড়িয়েও লাভ নেই। শীত তবু মানে, শ্লেষ্মা কিছুতেই কথা বলতে দেবে না তাকে। আমি যখন এখানে এলাম, আমি যখন এখানে এলাম, হাঁপাতে হাঁপাতে, কাঁপতে কাঁপতে সে বলছে, বুঝলে যখন এখানে এলাম ... তার এখানে আসার কথা আর কিছুতেই ফুরোচ্ছে না - সারারাত ধরে সে বলছে, এখানে যখন এলাম - আমি প্রথম একটা করবী গাছ লাগাই ...”
― আত্মজা ও একটি করবী গাছ
― আত্মজা ও একটি করবী গাছ
“অনেকদিন ধরে জীবন কাটিয়ে গেছে এভাবে রহিম বখশ। কেমন ছিল এই জীবন? বড়ই কঠিন কি? তা জানে না সে। খুব কি কাজের জীবন? তাতেও আপত্তি রয়েছে তার। যে তরুণ বলদটিকে শিং-এ তেল মাখিয়ে চকচকে করে তোলা হলো, লাঙ্গলে তোলা হলো, গোজন্মের শেষে এসে যখন সে ভাগাড়ে নিক্ষিপ্ত হয়, ছুরি শানাতে শানাতে চলে আসে মুচি - সেই বলদটির জীবন কি খুবই কর্মবহুল? বুড়ো তার বাঁকাচোরা গাঁটউঠা আঙ্গুলগুলোর দিকে তাকায়। কি সাংঘাতিক খাটুনি গেছে সারা জীবন অথচ বছরের পর বছরের সারিবদ্ধ মিছিল কি নোংরাভাবেই না একঘেয়ে! এই একই জীবন ঈশ্বর অনুগ্রহ করে আবার তাকে গোড়া থেকে ফিরিয়ে দিলে সে ঈশ্বরকে নিজেই উক্ত অনুগ্রহ উপভোগ করার অনুরোধ জানাবে।”
― দেশভাগের গল্প
― দেশভাগের গল্প