Nirendranath Chakraborty
Born
in Kolkata, India
October 19, 1924
Died
December 25, 2018
Genre
![]() |
কবিতার ক্লাস
2 editions
—
published
2010
—
|
|
![]() |
বাংলার রূপকথা
by
—
published
1995
|
|
![]() |
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
2 editions
—
published
1970
—
|
|
![]() |
কবিতার কী ও কেন
|
|
![]() |
উলঙ্গ রাজা
—
published
1971
|
|
![]() |
নীরবিন্দু
|
|
![]() |
ভাদুড়ি-সমগ্র ১
—
published
2006
|
|
![]() |
বাংলা কী লিখবেন কেন লিখবেন
|
|
![]() |
ভাদুড়ি-সমগ্র ২
—
published
2006
|
|
![]() |
মুকুন্দপুরের মনসা
|
|
“বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়।
বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।
বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো।
অন্তত আর যাই করো, সমস্ত কথায়
অনায়াসে সম্মতি দিও না।
কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়,
তারা আর কিছুই করে না,
তারা আত্মবিনাশের পথ
পরিষ্কার করে।”
―
বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।
বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো।
অন্তত আর যাই করো, সমস্ত কথায়
অনায়াসে সম্মতি দিও না।
কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়,
তারা আর কিছুই করে না,
তারা আত্মবিনাশের পথ
পরিষ্কার করে।”
―
“অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সেই অমলকান্তি–রোদ্দুরের
কথা ভাবতে-ভাবতে
ভাবতে-ভাবতে যে একদিন রোদ্দুর
হতে চেয়েছিল।”
―
সেই অমলকান্তি–রোদ্দুরের
কথা ভাবতে-ভাবতে
ভাবতে-ভাবতে যে একদিন রোদ্দুর
হতে চেয়েছিল।”
―
“যে জানালা আজও বন্ধ আমার,
এবারে তা যেন খুলতে পারি।
যে রয়েছে শুয়ে ধূলিশয্যায়
যেন হাতে ধরে তুলতে পারি।
পিছনে যা আছে পিছনেই থাক্,
যেন পিছুডাক ভুলতে পারি।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
এবারে তা যেন খুলতে পারি।
যে রয়েছে শুয়ে ধূলিশয্যায়
যেন হাতে ধরে তুলতে পারি।
পিছনে যা আছে পিছনেই থাক্,
যেন পিছুডাক ভুলতে পারি।”
― নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা