Nrisingha Prasad Bhaduri
Born
in Bangladesh
November 23, 1950
Genre
![]() |
মহাভারতের ছয় প্রবীণ
—
published
2002
|
|
![]() |
মহাভারতের অষ্টাদশী
|
|
![]() |
কৃষ্ণা কুন্তী এবং কৌন্তেয়
|
|
![]() |
মহাভারতের ভারত যুদ্ধ এবং কৃষ্ণ
—
published
1991
|
|
![]() |
বাল্মীকির রাম ও রামায়ণ
|
|
![]() |
মহাভারতের প্রতিনায়ক
—
published
2009
|
|
![]() |
কথা অমৃতসমান (কথা অমৃতসমান, #1)
—
published
2014
|
|
![]() |
কলিযুগ
|
|
![]() |
চৈতন্যদেব
|
|
![]() |
দেবতার মানবায়ন
—
published
1995
|
|
“মহাভারতে বিদুর মূর্খ সম্বন্ধে যত কথা বলেছেন, তাতে এ কথা পরিষ্কার বোঝা যায় যে, লেখাপড়া না-জানা নিরক্ষর মানুষ মূর্খের সংজ্ঞার মধ্যেই আসেন না। বরঞ্চ মহাভারত তাঁদেরই মূর্খ বলতে চায় - যাঁরা লেখাপড়া করেছেন এবং স্বল্পবিদ্যাতেই যাঁদের মধ্যে ভয়ংকরী শক্তি জন্মেছে।”
― কলিযুগ
― কলিযুগ
“...নিজের স্বধর্ম পালন করেও যাঁরা সন্ধ্যার অবসরে তানপুরা নিয়ে বসেন, অথবা বসেন রং তুলি আর প্যালেট নিয়ে, তাঁরা বুঝবেন - প্রধান বৃত্তি ক্ষুধার অন্ন যোগায় বটে, কিন্তু সন্ধ্যার সেই অবকাশ বিনোদন শুধু বিনোদনমাত্র নয়, ওইটিই তাঁদের প্রাণের আরাম, আত্মার আনন্দ। দৈনন্দিনতার গ্লানি-ক্ষুব্ধ অন্তরে ওই আপাত গৌণ ব্যবহারটুকু যে কেমন করে জ্বলতে থাকে, কেমন করে যে সকলের অজান্তেই তা ভীষণ রকমের মুখ্য হয়ে ওঠে, তা বুঝবেন শুধু তাঁরাই, যাঁরা মনের তাগিদে ওই মুক্তিটুকু খোঁজেন।”
― মহাভারতের ছয় প্রবীণ
― মহাভারতের ছয় প্রবীণ
“কিছু মানুষ আছেন, যাঁরা একটু অন্যরকম হোলেই ইতিহাস বদলে যেত। পারিবারিক ইতিহাস তো বটেই, সামাজিক এবং রাজনৈতিক ইতিহাসও বদলে যেত। এমন মানুষ এ সংসারেই দেখেছি , যাঁর জ্যেষ্ঠ হওয়া উচিত ছিল, তিনি কনিষ্ঠ হয়ে জন্মেছেন। যাঁর রাজা হওয়া উচিত ছিল, তিনি কপালজোরে বড় এক অফিসার হয়েছেন মাত্র, আবার এমনও দেখেছি - যাঁর চাকর হওয়া উচিত ছিল, তিনি মনিব হয়েছেন, যাঁর করণিক হওয়া উচিত ছিল, তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছেন, যাঁর চোর হওয়া উচিত ছিল, তিনি নেতা হয়েছেন।”
― মহাভারতের ছয় প্রবীণ
― মহাভারতের ছয় প্রবীণ
Is this you? Let us know. If not, help out and invite Nrisingha to Goodreads.