Jump to ratings and reviews
Rate this book

Muhammad How He Can Make You Extraordinary

Rate this book
This book tells the story of the Prophet Muhammad as an inspirational role model for anyone who wants to be extraordinary. You will learn how Muhammad shaped his personality as a child, dealt with the universal challenges of adolescence while a teenager, and then emerged as a leader in his community as a young adult. The book deliberately avoids the language of historical narration used in typical biographies of the Prophet in favor of a more informal, down-to-earth approach. In this book, the reader will get a completely different view of Muhammad and hopefully will see how Muhammad addressed our own daily challenges, inspiring us to excel in confronting these challenges. "I enjoyed reading this book and recommend it to everyone who wants to be inspired by Muhammad, the greatest of mankind." Mirza Yawar Baig, author of Presenting Islam Today.

Paperback

First published July 3, 2016

240 people are currently reading
821 people want to read

About the author

Hesham Al-Awadi

11 books51 followers
He was born in Kuwait and educated in the United Kingdom.

He completed his BA, MA, MPhil and PhD in the fields History, Politics, International Relations and Communication in various British universities including the University of Cambridge and Exeter.

He taught history for graduates and undergraduates at George Washington University in the States, and at Exeter University in the UK.

He is currently a professor of history at the American University of Kuwait.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
201 (42%)
4 stars
166 (35%)
3 stars
80 (17%)
2 stars
12 (2%)
1 star
11 (2%)
Displaying 1 - 30 of 72 reviews
Profile Image for sawaaiiq .
167 reviews24 followers
February 28, 2022
I'm going to begin with why this is 4 stars instead of 5, it became extremely irritating to read Muhammad ﷺ being referred to without salutations. It felt so wrong. Not going to rant because I get why they do this but I expect Muslims to be better and give Muhammad ﷺ the respect he deserves.

This was a good book in taking from the life of Muhammad ﷺ and giving advice based on it. Much of it extracted benefits to truly give you advice that would probably change your family life and how you deal with people, it was, after all, based on the approach of the greatest man to ever live to his blessed family. It broke down the relationships of Muhammad ﷺ and reasoned to show us the best example and way. For that reason, it was a good book to read and learn from.
Profile Image for Md Shariful Islam.
258 reviews83 followers
April 16, 2021
‘ আল্লাহর রাসুল (স.) এর মধ্যে তোমাদের জন্য অবশ্যই চমৎকার উদাহরণ আছে।‘ – আয যুখরুফ : ৭৩

মহানবী হযরত মুহাম্মদ (স.) তো আল্লাহর নবী। তো তিনি আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত। তাই তাঁর কোনো ভুল হয় নি বা যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আল্লাহ তাঁকে সাহায্য করেছেন। আমরা কি আর তাঁর মতো হতে পারব? – আমার মনে হয় এমন চিন্তা মাথায় আসে নি এমন মুসলিম পাওয়া ভার। কিন্তু কুরআনে আল্লাহ তো স্পষ্টভাবে বলেছেন যে নবীর জীবন থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে উপায়? উপায় হলো নবী (স.) এর জীবনকে ভালোভাবে জানা, তাঁর অভ্যাস, চিন্তাধারা, আদর্শকে বোঝা এবং তা বর্তমানের আলোকে নিজেদের জীবনে প্রয়োগ করা। সেই কাজটা সহজ করতেই লেখক আল-আওয়াদি লিখেছেন এই বইটা।

লেখক বইটাতে যে কাজটা করেছেন তা হলো তিনি মহানবী (স.) এর জীবনের বিভিন্ন ধাপের তথা শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধ এবং বার্ধক্যের প্রধান প্রধান ঘটনাগুলো উল্লেখ করেছেন। এর পাশাপাশি তিনি প্রতিটা ঘটনা থেকে এক বা একাধিক শিক্ষণীয় দিক যেমন সন্তান প্রতিপালন, পরিবারের গুরুত্ব, বন্ধু নির্বাচন, কায়িক পরিশ্রমের প্রয়োজনীয়তা, নিজ আদর্শে অনড় থাকা, বিশ্বস্ত হওয়া, নেতৃত্বের গুণাবলী ইত্যাদি তুলে এনেছেন। আর সর্বশেষে তিনি তালিকার মাধ্যমে দেখিয়েছেন কিভাবে আমরা নবী (স.) এর জীবনের এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি।

বইটার সবচেয়ে ভালো যে দিকটা তাহলো বইটা বারবার আমাকে মনে করিয়ে দিয়েছে মহানবী (স.) শুধু ভক্তি আর সম্মানের পাত্র নন, তাঁকে অনুসরণ করাই আসল কথা। নবী বলে তাঁকে শুধু ভক্তি করে দূরে রাখা যে কোনো কাজের কথা নয় বরং একজন আদর্শ মানুষ হিসেবে তাঁর চরিত্রের কাছাকাছি যাওয়ার চেষ্টা করাই যে আমাদের কর্তব্য লেখক বারবার এই কথাটাই বলতে চেয়েছেন।

বইটা একাধারে সীরাত আর মোটিভেশনাল বই। একদিকে বইটা যেমন নবী (স.) এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে ( যদিও বেশিরভাগই আগে থেকেই জানা ছিল) অন্যদিকে সেসব থেকে শিক্ষা নিয়ে নিজের চরিত্রকে দৃঢ় করতে উদ্বুদ্ধ করেছে। বইটার নামকরণটা দারুণ হয়েছে। বিশ্বাসগত দিক থেকে আমরা যে নবী (স.) কে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে আদর্শ চরিত্র বা সবচেয়ে স্মার্ট চরিত্র হিসেবে বিশ্বাস করি, সেই স্মার্টনেস নিজেদের চরিত্রে আনার তরিকা সমূহ-ই যেন বইটা নামের মাধ্যমে বলতে চেয়েছে। অনুবাদক মশাইও বেশ ভালো একটা কাজ করেছেন। মোটের উপর, দারুণ একটা বই।
Profile Image for Nahid Hasan.
131 reviews23 followers
January 25, 2019
এই বইটা একটা অবশ্যপাঠ্য বই৷ শুধু মুসলিমদের জন্য না, অন্য জীবন বিধান যারা অনুসরণ করে থাকে তাদেরকেও আমি সাজেস্ট করবো এই বইটা পড়ার জন্য।
বইটার শিক্ষামূলক ঘটনাগুলো স্বাভাবিক বা অনেকদিন পর্যবেক্ষণের পরে লেখা কোনো গ্রন্থ বা তথ্যের সংবলিত কোনো পুঁথি নয়, এক মহামানবের বাস্তব জীবনের অভিজ্ঞতা, তাঁর সমস্যায় পতিত হওয়া এবং সেই সমস্যা থেকে উত্তরণ এসবই মূখ্য।
Profile Image for Khadijah Hayley.
102 reviews
January 29, 2018
This was an easy book to get through and didn't take too long. It promises to be a self-development book whilst drawing inspiration from the Seerah, and mashaAllah, it doesn't disappoint. Using little gems from books such as the famous '7 Habits' by Stephen Covey, Hesham Al-Awadi explores the different stages of Muhammad's life and unpacks the lessons we can learn. Some knowledge of Muhammad s.a.w. and his life is helpful but not essential. Great book!
Profile Image for Nur Afifah.
16 reviews
July 16, 2019
Buku ini menuturkan tentang kisah Nabi Muhammad SAW melalui cara yang unik dan tidak berupa narasi datar khas kisah sejarah yang umumnya saya temui.

Mengutip dari kalimat yang tercantum di kalimat pengantar:
Kebanyakan Muslim, sayangnya, tidak merasakan koneksi personal dengan Muhammad seperti yang seharusnya. Nabi Muhammad terkesan seperti sosok yang begitu sempurna sampai-sampai menerimanya sebagai panutan rasanya sungguh tidak nyata. Bahkan mungkin tidak pernah terpikir di benak seorang amak bahwa Muhammad pernah menjadi anak-anak seperti dirinya senang berlarian dan bermain-main.

Suka sekali buku ini, terlebih karena selalu dihubungkan dengan segi psikologi saya jadi bisa lebih membayangkan bahwa Nabi Muhammad sungguh memiliki kecerdasan mumpuni di segala hal, termasuk kecerdasan emosional dan sosial.

Bintangnya sengaja 4, kurang 1 karena kurang panjaaang. Masih nagih :D
Profile Image for Hanif.
154 reviews5 followers
March 30, 2023
বইয়ের নামকরণটি যথেষ্ট বইটিকে রিভিউ করার জন্য।
ইসলামকে আমরা বিভিন্ন নিয়মাবলির মধ্যে নিয়ে এসে, ধর্ম পালনকে কঠিন করে তুলেছি!
সহজভাবে ধর্ম পালনে সচেতন করার জন্য লেখক, হযরত মুহাম্মদ(সা:) এর বিভিন্ন বয়সে ঘটে যাওয়া ঘটনাবলীকে উপস্থাপন করে, এ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি, সে দিকটি ভালোভাবেই তুলে ধরেছে।
8 reviews1 follower
May 12, 2020
A nice concept of giving a light history of the Prophet's (PBUH) life story and taking lessons of self development from it. However in trying to provide a balancing act, it instead gives the reader a patchy historical recollection and finds vague correlations between themes.

It also tries to keep a gender balance by bunny hopping between "his" and "her," sometimes within the same paragraph, which breaks the flow and thwarts the reader's attention.
Profile Image for Faysal Shahi.
41 reviews44 followers
June 14, 2020
I've read many self-help books but this is definitely one of the best I ever read.
Profile Image for HR Habibur Rahman.
283 reviews55 followers
December 21, 2022
‘আমি যদি কারও পেছনে আঘাত করি, তাহলে সেটা আমার নিজের পেছনেই করেছি। কারও সম্পত্তি নিয়ে থাকলে সেটা নিজের সম্পদই অন্যায়ভাবে গ্রাস করেছি। কারও সম্মান নষ্ট করলে আমারই করেছি।'


এটা ছিলো আমাদের নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মসজিদে দেওয়া শেষ ভাষণ। যারা জীবনকে দেখে ফেলেছে, যারা বৃদ্ধ তারা জানে জীবনের কোন কাজটার মুল্য নেই। আজকে যেটাকে পেতেই হবে বলে জীবন নষ্ট করি হয়তো সেটার কোনো দামই থাকবেনা কয়েক বছর পর। আসলে লাভ, ক্ষতি বলে যদি কিছু থেকে থাকে তাহলে দুটোরই ভাগীদার আমি নিজেই। আজকে যেটাকে নিজের লাভ আর অন্যের ক্ষতি বলে মনে মনে শান্তি পাচ্ছি সেটা আদতেই কী তাই?

আল্লাহ তায়া’লা মুহাম্মদ (সাঃ) কে সৃষ্টি করেছেন, নবুয়ত দান করেছেন মানুষকে সঠিক পথে নেওয়ার জন্য। মানুষের কাছে সত্য তুলে ধরার জন্য। কারণ নির্দ্দিষ্ট একটা সময় পর প্রাচীন কত কিছু বদলে যায়, কত কিছু মিথ হয়ে যায়, কিন্তু যিনি পুরো পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তো জানেন কী ছিলো, কেমন ছিলো। সেই বদল হয়ে যাওয়া সভ্যতাগুলোকে সত্য জানাতে, সঠিক পথ দেখাতে যুগে যুগে অনেক নবী রাসূল এসেছেন পৃথিবীতে। আল্লাহ তায়া’লা শেষ নবীকে এমন ভাবে লালন পালন করিয়েছেন যাতে তার জীবনের সবটুকু অংশ থেকে মানুষ শিক্ষা নিতে পারে। ক��উ যেন বলতে না পারে যে তিনি সবকিছুতেই আল্লাহর জন্য পার পেয়ে গেছেন। তিনি কষ্ট করেছেন, দুঃখ পেয়েছেন, এতিম হয়েছেন, মানুষের বাড়িতে থেকেছেন, রাখাল হয়েছেন, ব্যবসায় করেছেন, বিয়ে করেছেন, সন্তান লালনপালন করেছেন। এবং এতো কিছুর মধ্যেও কিভাবে সৎ থাকা যায়, কিভাবে মানুষকে ভালোবাসা যায়, কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করা যায় সেসব দেখিয়েছেন নিজের জীবনের দর্শনে। যেমন আল্লাহ কোরানে বলেছেনঃ

"আল্লাহর রাসূল (সাঃ) এর মধ্যে তোমাদের জন্য অবশ্যই চমৎকার উদাহরণ আছে।"


এই উদাহরণ যে বিগত বয়ে যাওয়া শতাব্দী গুলোতেই চলত, এখন আর চলবেনা এমন ধারণা করা বোকামি। যেমন এই বই এর লেখক বলেছেনঃ

"প্রত্যেক যুগ সেই যুগের চাহিদা অনুযায়ী রাসূলের জীবনী লিখবে।"



কারন রাসূলের জীবনটাকেই এমন ভাবে সাজানো হয়েছে যেটা থেকে পৃথিবীর সমস্ত মানুষ শিক্ষা নিতে পারে।


বইটিতে মুলত রাসূলের (সাঃ) জীবনের আলোকে কিভাবে নিজেকে স্মার্ট করা যায়, বা জীবন পরিচালিত করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে রাসূলের শিশুকাল, কৈশোর, বিয়ে, ৪০ বছরের জীবন, ৫০ বছরের জীবন ও মদিনার জীবন বিশ্লেষণ করে তা থেকে আমরা কিভাবে আদর্শ গুলো গ্রহন করে নিজেদেরকে ভালো পথে পরিচালিত করতে পারি তা দেখানো হয়েছে। বইটা অসাধারণ না হলেও খুবই ভালো। আরও ভালো হতো যদি আরেকটু ভালো ভাবে বিশ্লেষন করা হতো। বিশ্লেষন করার জায়গা গুলোতে কেমন যেন খাপ ছাড়া হয়ে গেছে। তাছাড়া পুরো বই উপভোগ্য এবং শিক্ষনীয়। পড়ার সময় দাগায়ে রাখবেন সিউর। কারন কত কিছু আছে যেসব আমরা অন্য ভাবে করি। কিন্তু চাইলেই ইসলামসম্মত নিয়মে করতে পারি। এবং আরও ভালো ভাবে করতে পারি। আর সেটা যদি হয় আসমান ও জমিনের শ্রেষ্ঠ মানুষের অনুকরণে তাহলে তো কথায় নেই।

রাসূল (সাঃ) এর আচরন, তার কথা বলার ধরণ, তার জিবন পরিচালনা করার ধরণ, তার নীতি, তার আদর্শ, তার সদ্যবহার, তার আরও যাবতীয় কাজ গুলো ছোট্ট এবং সুন্দর করে বর্ণনা করা আছে এই বইয়ে। আর সাথে সাথে আমরা কিভাবে সেগুলোকে কাজে লাগাতে পারি সেসবও বর্ণনা করা আছে। তাই খুব উপভোগ আর জানার ক্ষুধা নিয়ে সহজেই শেষ করে ফেলা যাবে এই বই।

বইঃ বি স্মার্ট উইথ মুহাম্মদ
লেখকঃ ড. হিশাম আল-আওয়াদি
Profile Image for Khadija  Afrin Kanta.
21 reviews
July 3, 2021
কেমন হয় যদি আমরা আমাদের জীবনের অনুপ্রেরণার মডেল হিসেবে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.) কে বেছে নেই.? অবশ্যই অনেক ভালো হয়। "বি স্মার্ট উইথ মুহাম্মাদ ﷺ" বইটিতে লেখক প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.) এর পুরো ইহকালের জীবনের পর্যায়গুলো অধ্যায় আকারে খুব সুন্দর করে তুলে ধরেছেন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা সবাই এখন হিমশিম খাচ্ছি। কিন্তু আমাদের মহানবী (স.)ও তো একটা সময় আমাদের বয়সেই এই জায়গাতেই ছিলেন। তখন তিনি কিভাবে তার জীবনের সব চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছিলেন.? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে পড়তে হবে "বি স্মার্ট উইথ মুহাম্মাদ ﷺ" বইটি। "বি স্মার্ট উইথ মুহাম্মাদ ﷺ" বইটি চাইলে সকলেই পড়তে পারেন। ব্যক্তিগতভাবে বইটি অনেক ভালো লেগেছে।
Profile Image for Raihan Atahar.
120 reviews24 followers
December 25, 2020
#পাঠশালা_সীরাত_রিভিউ

স্মার্ট হতে কে না চায়? সব বয়সের মানুষ চায় স্মার্ট হতে? স্মার্ট হবার জন্য আইডল খুঁজতে থাকে। এমন পরিস্থিতিতে তাদের জন্য পাথেয় হতে পারে মহাগ্রন্থ আল-কোরআনের নিচের পঙক্তিটি-
"তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।"

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী (সাঃ) হলেন আমাদের জন্যে সর্বোত্তম আদর্শ। তাঁর (সাঃ) সমগ্র জীবনই আমাদের জন্যে অনুকরণীয় ও অনুসরণীয়। লেখক ড. হিশাম আল-আওয়াদি রচিত 'বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ)' বইটিতে লেখক সূক্ষ্ম পর্যালোচনার মাধ্যমে দেখিয়েছেন রাসূল (সাঃ)-এর জীবন অনুসরণের মাধ্যমে আমরা কীভাবে স্মার্ট হতে পারি।

বইটিকে নিম্নোক্ত সাতটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে-
১. মুহাম্মাদ (সাঃ)- এর শিশুকাল
২. মুহাম্মাদ (সাঃ)- এর পরিবার
৩. মুহাম্মাদ (সাঃ)- এর চারপাশ
৪. মুহাম্মাদ (সাঃ)- এর কৈশোর
৫. তরুণ মুহাম্মাদ (সাঃ)
৬. চল্লিশের কোঠায় মুহাম্মাদ (সাঃ)
৭. পঞ্চাশের কোঠায় মুহাম্মাদ (সাঃ)

প্রথম অধ্যায়ে মুহাম্মাদ (সাঃ)-এর শিশুকাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শুধুমাত্র সেই আলোচনাই নয়; বরং প্রত্যেক অভিভাবক প্যারেন্টিং-এর ক্ষেত্রে এ থেকে কী শিক্ষা নিতে পারে তাও আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে রাসূল (সাঃ)-এর পরিবারের সদস্যদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাঁর পরিবারের অনেক সদস্যদের সম্পর্কে জানা যাবে এই অধ্যায়ে। রাসূল (সাঃ)-এর জীবনে তাঁদের প্রভাব কেমন ছিল তাও জানা যাবে এই অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে রাসূল (সাঃ)-এর চারপাশের পরিবেশ তাঁর উপর কীরূপ প্রভাব বিস্তার করেছিলো তা জানা যাবে। চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে যথাক্রমে কিশোর ও তরুণ বয়সে মুহাম্মাদ (সাঃ)-এর জীবন কেমন ছিলো তা জানা যাবে৷ ষষ্ঠ অধ্যায়ে চল্লিশের কোঠায় অর্থাৎ নবুওয়াত প্রাপ্তির সময়ে রাসূল (সাঃ) যেসব পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছেন, তা নিয়ে আলোচনা করা হয়েছে। সপ্তম তথা এই বইয়ের শেষ অধ্যায়ে পঞ্চাশের কোঠায় মুহাম্মাদ (সাঃ)-এর নেতৃত্ব গুণ ও মক্কাজয়ের ঘটনার ওপর আলোকপাত করা হয়েছে।

বইটি সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় 'বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ)' একটি গোছালো বই। পয়েন্ট ধরে ধরে লেখক যেভাবে রাসূল (সাঃ)-এর জীবন ও তা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলোকে বুঝিয়েছেন তা খুব সহজবোধ্য লেগেছে। প্রতিটি আলোচনা শেষে ছকের মাধ্যমে শিক্ষণীয় বিষয়গুলোকে সারমর্ম আকারে উপস্থাপন করা হয়েছে, যা পড়ে যে কোন পাঠক প্রতিটি আলোচনার মূল বক্তব্য বুঝতে পারবে।

বইটিকে শুধু প্রচলিত সীরাত গ্রন্থের মধ্যে ফেলবো না আমি। একই সাথে বইটি একটি আত্মোন্নয়নমূলক বই। পাশাপাশি প্যারেন্টিং নিয়েও বইটি থেকে চমৎকার ধারণা পাওয়া যাবে। অন্যান্য সীরাত গ্রন্থগুলোতে আমি মুহাম্মাদ (সাঃ) এর পরিবার, শৈশব, কৈশোর সম্পর্কে তেমন ধারণা পাইনি। এই বইটিতে সেই বিষয়গুলোর তুলনামূলক বিস্তারিত আলোচনা রয়েছে।

অন্যান্য সীরাত গ্রন্থগুলোর সাথে এই বইটির আরেকটি পার্থক্য হলো- অন্যান্য সীরাত গ্রন্থগুলোতে রাসূল (সাঃ)-এর জীবনীর ওপর আলোকপাত করা হয়েছে, কিন্তু 'বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ)' বইটিতে রাসূল (সাঃ)-এর জীবন থেকে প্রাপ্ত শিক্ষাগুলোকে কীভাবে কাজে লাগাতে পারি তা দেখানো হয়েছে। বইটি পড়ে পাঠকদের মনে নিজেকে রাসূল (সাঃ)-এর আদর্শে নিজেকে গড়ে তোলার তীব্র আকাঙ্ক্ষা কাজ করবে বলে আমার বিশ্বাস।

সব মিলিয়ে, বইটিকে আমার কাছে খুব গোছানো মনে হয়েছে৷ বইটিতে এমন কিছু দুর্লভ তথ্য পেয়েছি, যা আমার অনেক দিন ধরে জানার ইচ্ছা ছিল। বইটির এমবুশ করা প্রচ্ছদটি বেশ আকর্ষণীয় লেগেছে। আর বইটির অনুবাদ এমন সাবলীল ছিল যে বইটি পড়তে যেয়ে কখনোই মনে হয়নি অনুবাদ পড়ছি। চমৎকার একটি বই পাঠকদের উপহার দেয়ার জন্য লেখক ও অনুবাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল (সাঃ)-এর মত স্মার্ট হবার তৌফিক দান করুন। আমীন।
37 reviews27 followers
February 17, 2019
I'm cheating because I've not actually finished this, but close enough!

I've not read many books about the life of prophet Muhammad (pbuh) but I can tell this is definitely unique. I absolutely love how it's written in a way that you can actually incorporate into your life and really relate his life to our lives. This is particularly great for parents as it has a lot of parenting tips.

When I was younger I wondered what people thought they would get out of studying the seerah, I didn't really get the importance of the life of the prophet in our lives, I just thought the Quran was the only thing we needed to focus on, but as I've gotten older, I really understand the benefits of it. This book has made me excited to read more seerah books.
Profile Image for Salma Awal.
27 reviews
April 20, 2021
বি স্মার্ট উইথ মোহাম্মদ(সা:)
লেখক: ড. হিশাম আল-আওয়াদি
অনুবাদক: মাসুদ শরীফ


আমি তথাকথিত বুক রিভিউ বা তেমন কিছু দিতে যাচ্ছি না। এই বইটা পড়ে আমার যা মনে হয়েছে আমি তা-ই লিখতে বসেছি।

প্রথমে বলি এই বইয়ের নাম নিয়ে। "বি স্মার্ট উইথ মোহাম্মদ (সাঃ)" অর্থাৎ প্রিয় নবী মোহাম্মদ (সাঃ) যেরকম চলা ফেরা ও জীবন যাপন করতেন, যেমন আচার-ব্যবহার ছিলো তা নিজের মধ্যে ধারণ করা এবং তাঁর মতো স্মার্ট হওয়া। বিলক্ষণ এই বইয়ের নামটা সুন্দরই।

লেখক এবং অনুবাদক উভয়ের উদ্দেশ্য ছিলো কোনো তথাকথিত ধর্মীয় বই বা সিরাহ্ গ্ৰন্থ না বানিয়ে এই বইকে এমন এক আঙ্গিকে সাজানো যা মোটের উপর রূপ দিলে দাঁড়ায় একটি আত্মোন্নয়নমূলক বই; এবং আমার পড়ে মনে যা হয়েছে তা হলো এটি অনুপ্রেরণা ও গঠনমূলক এবং একটি ভালো প্যারেন্টিং বই।

যাইহোক মূলত এই বই সৃষ্টির অভিসন্ধান অবশ্যই ভালো । অনুবাদকের ভাষ্যমতে, এই ধরনের বই আমাদের দেশে হাতে গোনা যায় এমন সংখ্যায়। কারণ রাসূল (সাঃ) কে সাধারণ মানুষ মূলত জানে নবুয়্যত প্রাপ্তির পরের ঘটনা থেকে। অর্থাৎ ৪০ বছর হতে ৬৩ বছরের নবুয়্যত প্রাপ্ত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কেই যেন বেশি জানে মানুষ।

কিন্তু তিনিও এক সময় শিশু ছিলেন, তিনিও কৈশোরের আবেগের উত্থান-পতন দেখেছেন, যৌবন পার করেছেন — এই সবের বিস্তারিত বেশিরভাগের কাছেই অজানা। তাই অনুবাদক ও লেখক আমাদের প্রিয় নবীকে আমাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করেছেন, যেখানে রাসুলুল্লাহ (সা) এর ৪০ বছরের আগের সময়কে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

আর এখানে প্রতি অধ্যায়ের শেষে একটি করে তালিকা দেখিয়েছেন তারা। যেখানে ছিলো নবী (সা) এর ঘটনার উজ্জ্বলতম স্থানগুলো এবং আমাদের ক্ষেত্রে আমরাও কি করতে পারি বা করণীয় তা এক অথবা দুই বাক্যে উল্লেখ। এই তালিকা বা ডায়াগ্রামের উপস্থাপনটি আমার ভালো লেগেছে। কিন্তু আমার বক্তব্য একটাই যে লেখাটি আরো প্রাঞ্জল হতে পারতো।

তবে এই বইটি পড়ে আমি নতুন কিছু তথ্যের আভাস যেমন পেয়েছি তেমনি ভুলও পেয়েছি। যা হয়তো না ধরলেও চলে।

যেমন আবদুল্লাহ ইবনে মাসউদ (রা), মহানবী (সা) এর সন্নিধ্যে এসে জীবনকে যিনি পুরোপুরি পরিবর্তন করে ফেলেছেন, তাঁর এক ঘটনা বর্ণনা ছিলো হুবহু এইরূপ: "শৈশব থেকেই তিনি (আবদুল্লাহ) মক্কায় মেষ চরাতেন। একবার তিনি যখন মেষ চরাচ্ছিলেন, তখন রাসূল (সাঃ) তাঁর পাশ দিয়ে গেলেন। ভেড়ার দুধ খেতে চাইলেন। আবদুল্লাহ দুঃখ প্রকাশ করে বললেন, তিনি পারবেন না, কারণ ভেড়াগুলো তাঁর না। রাসুল (সাঃ) তখন তাকে বললেন কমবয়সী একটি ছাগল নিয়ে আসতে। তিনি কুরআনের একটা আয়াত পড়লেন, ছাগলের ওলান দুধে ভরে উঠল। রাসূল (সাঃ) ও আবদুল্লাহ পিয়াস মিটিয়ে খেলেন।"


লেখাটাই গোলমেলে লাগলো। তারপর নির্ভরযোগ্য কিছু জায়গায় খুঁজে পেলাম এখানে মেষ-ভেড়া-ছাগল সব হবে না। শুধু ছাগল হবে। তাও এমন ছাগল যেটি পাঠার সংস্পর্শে আসেনি এবং মুহাম্মদ (সাঃ) এর সাথে আরো একজন ছিলেন। তিনি হলে আবু বকর (রা)।

আরো গোলমেলের জায়গা ছিলো কয়েকটা সাল নিয়ে । যদিও আমরা জেনে এসেছি মুহাম্মদ (সা) এর জন্ম ৫৭০ খ্রিস্টাব্দের ২৯ আগষ্ট বা ১২ই রবিউল আওয়াল। তবে তাঁর প্রকৃত জন্মতারিখ এখনো উদঘাটন সম্ভব হয় নি। তাছাড়া মুহাম্মদ (সাঃ) নিজে কোনো মন্তব্য করেছেন বলে নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা তথ্যসূত্র পাওয়া যায়নি। এজন্যই এ নিয়ে ব্যাপক মতবিরোধ বিদ্যমান। এমনকি জন্মমাস নিয়েও কিছু মত পার্থক্য আছে। যেমন, সাইয়েদ সোলাইমান নদভী, সালমান মনসুরপুরী এবং মোহাম্মদ পাশা ফালাকির গবেষণার একটি বর্ণনায় আছে যে উনার জন্ম ৫৭১ সালের ৯ই রবিউল আওয়াল এবং ২৬শে এপ্রিল।

এখন লেখক জন্মসাল কি ৫৭০ ধরে লেখাটি লিখেছে নাকি ৫৭১ ধরে তা পরিষ্কার ভাবে এখানে উল্লেখ না করে অন্যান্য জায়গায় বিভ্রান্তিতে ফেলেছেন প্রচুর। যেমন, মুহাম্মদ (সাঃ) এর পিতা আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব মৃত্যু বরণ করেন মহানবী (সা) এর জন্মের ৬ মাস আগে; সাল উল্লেখ করেছেন ৫৭১ খ্রিস্টাব্দ। ধরে নিলাম তাহলে উনি মহানবী (সা) এর জন্মসাল ৫৭১ ধরে এগিয়েছে। তাহলে বইয়ের ৮৭ নম্বর পৃষ্ঠায় বন্যায় কাবাঘরের কাঠামো নষ্টের যে ঘটনার আবাস দিয়েছে সেখানে উনি উল্লেখ করেছেন সাল ৬০৫ খ্রিস্টাব্দ, যখন মহানবী (সা) এর বয়স ৩৫ বছর। কীভাবে?

তাছাড়া লেখক অনেক ঘটনা এবং ইতিহাস এই বইয়ে তুলে ধরেছেন। যদিও এই দুয়ের কোনোটার গভীরে লেখক যান নি। কারণ তার উদ্দেশ্য ছিলো কিছু ঘটনার সাথে পরিচয় করিয়ে দেয়া এবং সেসব থেকে কেমন শিক্ষা নেয়া যায় তার বর্ণনা করা।কিন্তু পাঠক হিসেবে আমি বলবো, লেখক এটি করতে কিছুটা ব্যর্থ হয়েছেন।

এবং লেখক অথবা অনুবাদকের লেখা ভালো ছিলো না। লেখা বলতে, এনারা তথ্য দিয়েছে কিন্তু সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি। অপ্রয়োজনীয় কথা বলেছেন অনেক যা মাঝে মাঝে আমার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আমার মনে হয়েছে লেখক অথবা অনুবাদক লিখতে লিখতে খেই হারিয়ে ফেলেছেন কিছু জায়গায়।

এছাড়াও নাম উপস্থাপনের ক্ষেত্রে দুয়েকটা ত্রুটি রয়েছে।

এ গেলো ছোটোখাটো ভুলভ্রান্তির দিক। এখন আবার ফিরে আসি ভালো কিছু দিকে। লেখক এই বইতে বেশ কিছু কার্যকরী কথা বলেছেন। যেমন:

★ নিজেকে নতুন রোমাঞ্চের সামনে উন্মোচন করুন। যা দেখেন তা দিয়ে নিজের অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করুন।

★ শিশুদের বেড়ে উঠায় পরিবারের অন্যান্য সদস্যরাও ভালো ভূমিকা রাখতে পারে। বাবা-মায়ের ওপর থেকে চাপ কিছুটা কমাতে পারে।

★ ঘরে পরিবারের ভেতরেও নিজের উপস্থিতি খেয়াল রাখুন।

★ আপনার চাকরি যত চাপেরই হোক না কেন, সন্তানদের সময় দিন। তাদের দেখভালের দায়িত্ব শুধু স্ত্রীর ওপর ছেড়ে দেবেন না।

★ আপনার স্বামীর প্রয়োজন বুঝুন। তাকে আরো ভালো হতে সাহায্য করুন। স্বামীরও এমন করা উচিত।

★ আপনার সঙ্গীর প্রয়োজন ও অনুভূতির কথা বিবেচনা করে বিয়ের জন্য এগোন। শুধু অপরের অধিকার ও কর্তব্য ভেবে না।

★ স্মার্টফোন কিংবা ব্যস্ত জীবনের মাঝে একাকী নিজের জন্য সময় বের করুন। এসময় কোনো কিছু না করে নিজেকে নিয়ে ভাবুন।


এরকম ছেলে-মেয়ে, মা-বাবা, সন্তান, স্বাস্থ্য-সৌন্দর্য, নিজস্ব দক্ষতা বিষয়ক আরো অনেক কথাবার্তা রয়েছে।


লেখা আর দীর্ঘ না করে সর্বোপরি এটাই বলবো, লেখক এবং অনুবাদক যে উদ্দেশ্য ও তথ্য নিয়ে মাঠে নেমেছিলেন তা দিয়ে আরো অনেক ভালো এবং সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারতেন। যেখানে আরো লেখার প্রয়োজন ছিলো সেখানে যথাসম্ভব সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন এবং যেখানে সংক্ষেপে আলোচনা করলে হতো সেখানে অতিরিক্ত কথা লিখেছেন।

তবুও একটি ভিন্ন ধরনের বই পড়ার জন্য আমি এটি রিকমেন্ড করব।
Profile Image for Habiba♡.
348 reviews20 followers
October 30, 2020
নিঃসন্দেহে আমরা নবীজি(সাঃ)কে ভালোবাসি,শ্রদ্ধা করি।পৃথিবীতে মানুষ যতটা নিখুঁত হতে পারে,তিনি তাই-ছিলেন।সবর্শ্রেষ্ট মানুষ হওয়ার পর ও তিনি নানা জটিলতা ও সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তা বিচক্ষনতার সাথে সমাধান ও করেছেন।অধিকাংশ সময়ে আমরা নবীজি(সাঃ) এর ৪০ বছর পরবর্তী অর্থাৎ নবুয়ত পরবর্তী ঘটনা সম্পর্কে জেনে থাকি,এবং তা থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করি।মুহাম্মদ(সাঃ)ও শিশু ছিলেন।তিনিও শৈশবকাল পেরিয়ে এসেছেন।সেহেতু,তাঁর শৈশব থেকেও আমরা শিক্ষা নিতে পারি।
এই বইয়ে নবীজি(সাঃ) শৈশব থেকেই বর্ণনা করা আছে।নবীজি(সাঃ) এর পরিবার,বন্ধু-বান্ধব,সব নিয়ে।
নবী (সাঃ) নবুয়ত লাভ করেছেন ৪০ বছরে।কিন্তু এর আগেও তাঁকে সবাই বিশ্বাস করত,ভালোবাসতো।তাঁকে আল-আমিন(বিশ্বাসী)বলে ডাকত।তিনি নিজেকে বিকশিত করেছেন।ভালো দিকটা সবসময় বেছে নিয়েছেন।আমরাও চাইলে এই সঠিক দিকটা অনুসরণ করতে পারি।বইটিতে বলা হয়েছে,এমন না যে নবী হওয়ার পর তিনি একরাতে বদলে গেছেন;বরং বছরের পর বছর ধরেই তাঁর চরিত্র এমন উত্তম।নবী(সাঃ)যা করেছেন তা আমরা করতে পারবো না এমনটা না ভেবে, তাঁর জীবনী থেকে মোটিভেট হয়ে আমরাও তাঁর মতো সঠিক পথে চলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো।এখানে একটা ঘটনায় দেখা যায়, 'সুক উকাজ' এটি তখনকার বাজারের নাম।
এটি খুব বড় পরিসরে হতো।নবী(সাঃ) বানিজ্য করতেন সেখানে।এই আনন্দবাজারের যেমন ভালো দিক ছিলো তেমনি খারাপ দিক ও ছিলো।কিন্তু নবি(সাঃ) এসব খ���রাপ দিক এড়িয়ে চলতেন।তিনি তাঁর বিক্রি করা পণ্যের খারাপ দিক ও ক্রেতাদের বলে দিতেন,ন্যায্যমূল্য নিতেন।সবাই তাই নবী(সাঃ) কে বেশ পছন্দ করতেন'।আশেপাশের পরিবেশ আমাদের প্রভাবিত করে ঠিক,কিন্তু আমাদের পুরোপুরি গড়ে দেয়না। আমাদের সমাজ আমাদের পাশে না দাড়ালে আমাদেরই রুখে দাড়াতে হবে।
তাছাড়া বইটিতে স্মার্ট প্যারেন্টিং,সমাজের সাথে মেশা,ছোটদের স্নেহ করা,শত্রুদের ক্ষমা করা ইত্যাদি বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
মূলত বইটি পড়ে একধরনের মোটিভেশান পাবেন।বিভিন্ন জিনিস সম্পর্কে পরিচিত হবেন।
অন্তত আমার মতে,প্রত্যেক সন্তান এর যেমন 'মা,মা,মা ও বাবা' বইটি পড়া দরকার তেমনি,প্রত্যেক মা-বাবার এই বইটি পড়া দরকার।সন্তানকে নৈতিক গুনে গুনান্বিত করার জন্য।
Profile Image for Abu Rayhan Rathi.
108 reviews
August 27, 2020
কীভাবে আমরা রাসুল (সা.) এর সমগ্র জীবন থেকে শিক্ষা নিতে পারি তারই ব্যাবহারিক দিক লেখক তার এই বইটিতে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।সবমিলিয়ে অসাধারণ একটা বই।
15 reviews5 followers
Read
January 19, 2021
অসাধারণ একটা বই। আমার মতে সবারই পড়া উচিৎ। হোক মুসলিম হোক নাস্তিক হোক এগনস্টিক হোক যা ইচ্ছা৷ বইটি পড়ুন আর জীবন গড়ুন
Profile Image for Khobaib Hamdan.
19 reviews2 followers
December 11, 2021
(পাঠ পর্যালোচনা:বি স্মার্ট উইথ মুহাম্মদ ﷺ|ড.হিশাম)

“THE MAN (MOHAMMEDﷺ) WHO OF ALL MEN HAS EXCERCISED THE GREATEST INFLUENCE UPON THE HUMAN RACE” -Drefar

নবিজি হযরত মুহাম্মদ (স.) নবুওয়ত লাভ করেন চল্লিশ বছর বয়সে। আমরা নবীজির নবুওয়ত প্রাপ্তির পরের সময়টাকেই বেশি পড়ি, চর্চা করি এবং অনুসরণ করি। কিন্তু নবুওয়ত প্রাপ্তির পরের সময়ের মতো নবী হওয়ার আগের সময়গুলোতেও উনার মাঝে ছিল অসাধারণ ব্যাক্তিত্ব, চরিত্র, সৃজনশীলতা ও আদর্শ। আল্লাহ তায়ালা বলেছেন,
“আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য আছে উত্তম উদাহরণ।(৩৩:২১)”
নবুওয়ত প্রাপ্তির পরের সময়ের মতো উনার নবুওয়ত প্রাপ্তির আগের সময়টাও অনুসরণীয়৷ তরুণ মুহাম্মদ (স.)এর তুখোড় চিন্তাশক্তি এবং সৃষ্টিশীলতার পরিচয় দিয়ে কাবাঘর নির্মাণ নিয়ে কুরাইশদের মধ্যকার বিতণ্ডা নিরসনে চমৎকার সমাধান বের করেছিলেন। ২১বছরের তরুণ উপস্থিত হয়েছিলেন বয়োজ্যেষ্ঠ সব নেতাদের মজলিসে সাংগঠনিক চুক্তি করতে। তরুণ ব্যবসায়ী মুহাম্মদ অর্জন করেন সততার খ্যাতি, আস্থা কুড়ান গ্রাহকের। যে সময় আরবের লোকেরা যেখানে ধোঁকাবাজির চ্যালেঞ্জ নিয়ে থাকত বিক্রেতা মুহাম্মদ তখন ক্রেতার সামনে শুধু পণ্যের গুণাগুণ উপস্থাপন করত না পণ্যের দোষগুলোও নির্দ্বিধায় বলে দিতেন। অন্ধকারাচ্ছন্ন একটা সমাজে জন্মগ্রহণ করে কীভাবে তিনি তা হলেন? আমাদের সময়ে কীভাবে উনাকে অনুসরণ করে আমরা উনার মতো স্মার্ট হব? এই বইয়ে প্রশ্নগুলোর কিছুটা আশানুরূপ উত্তর পাওয়া যাবে।

সীরাতগ্রন্থগুলোর মূল আলোচনায় বেশি ফুটিয়ে তোলা হয় রাসূল (স.)এর নবুওয়তি জীবন। রাসূল (স.) ওর শিশুকাল, কৈশোর বয়সের বেড়ে ওঠা ও তারুণ্যের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আলোচনা কম চোখে পড়ে। এবং রাসূল (স.)কে নিয়ে পাঠক মনে অতিরিক্ত সম্ভ্রম জাগানো হয় যার হেতুতে তরুণ পাঠক মন বলে উঠে, উনার সবকটা কাজ উনার বিশেষত্বে উনিই করতে পেরেছেন এসব অন্যদের দ্বারা অসম্ভব। অনুকরণীয় আদর্শ হিসেবে উনাকে গ্রহণ করতে তরুণদের বেগ পেতে হয়। মনে করা হয় আমাদের ও রাসূল (স.)এর জীবন-ঘনিষ্ঠ ব্যাপারগুলো পুরোপুরি ভিন্ন। নিসন্দেহে উনার মৌজযা উনারই বিশেষত্ব তবে গভীর ও নিখাদ শ্রদ্ধার কারণে উনার এবং সাধারণ মানুষের জীবনের মধ্যে একেবারে কোন সম্পর্ক নাই মনে করা বোকামি। অনেকে রাসূলের কাহিনী পড়ে শুধু সমীহ জাগানোর জন্য এর থেকে বাস্তব উদাহরণ খোঁজার চেষ্টা করে না। এই বইটিতে উনার নবী হওয়ার আগের জীবনকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। উনার শিশুকাল, টিনএজের চ্যালেঞ্জ মোকাবেলা এবং তারুণ্যে নেতা হিসেবে সমাজে নিজ অবস্থান তুলে ধরে কীভাবে নিজের ব্যক্তিত্ব গড়ে তোলেন। সাথে দেখানো হয়েছে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবনে কীভাবে আমরা উনাকে অনুসরণ করতে পারবো। এখানে নিজের জীবনের উন্নয়নের ধাপগুলোর বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। চিরাচরিত বইগুলো বর্ণনাভঙ্গিতে মনে হয়, উনার মতো হওয়া দূরের উনাকে নিজের জীবনের চ্যালেঞ্জগুলোতে কল্পনা করাও অসম্ভব। এ ধরণের হীনমন্যতা সরিয়ে বাস্তব পদক্ষেপ দেখাতে এই বইটি চমৎকার সহায়ক। রাসূল (সা.) নিসন্দেহে সবচেয়ে নিখুঁত, নিষ্পাপ ছিলেন তবে তিনি সর্বোপরি মানুষই ছিলেন। মানুষ হিসেবে উনাকেও মনুষ্য সমাজের সংকট ও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে যা সাধারণ মানুষের সাথে অনেকটা মিলে। এসব বিষয়ে সহজাত উপায়েই উনাকে অনুসরণ করা যায়।

যারা জীবনকে সাজাতে চান একটু আলাদা করে।সমাজে নিজে উপস্থিত হতে চান নৈতিকতা, সৃষ্টিশীলতা ও বিচারবুদ্ধিতা নিয়ে। টিনএজ বয়েসের কঠিনতম বাস্তবতাকে যারা ব্যাখ্যা করতে ইচ্ছুক সহজ, সুন্দর ও সুস্থ মস্তিষ্কে এবং চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করতে ইচ্ছুক। বইটি তাদের জন্য চমৎকার নির্বাচন হতে পারে।

বইটিকে সাতটি অধ্যায়ে ভাগ করে আলোচনা করা হয়েছে। রাসূল (স.)এর শিশুকাল, পরিবার, পরিবেশ, কৈশোর ও তারুণ্যসহ চল্লিশের কোঠার মুহাম্মদ এবং পঞ্চাশের কোঠার মুহাম্মদ নিয়ে আলোচনা করা হয়েছে।

▪মুহাম্মদ (স.) এর শিশুকাল:
“মরুস্কুলে রাসূল (স.) সহ্য করার ক্ষমতা আর আত্মনিয়ন্ত্রণের যে শিক্ষা নিয়েছিলেন, মা আমিনা তার ঘরে সেই একই শিক্ষা জারি রেখেছিলেন।
রাসূলুল্লাহ (স.) মরু শিক্ষার বাস্তবতা পরিবারে এসেও পেয়েছিলেন। পারিবারিকভাবেই তাঁর জীবন ছিল সাধাসিধা , অনাড়ম্বর। তাঁর মা শুকনো মাংস খেতেন। দাদা দানের টাকা জোগাড় করে হজ্ব পালনকারীদের পানির ব্যবস্থা করতেন। চাচা যৌথ পরিবারের খরচ জোগাতেন। ব্যবস্থাপনার প্রশিক্ষণ পরিবারেই পেয়েছিলেন।

বাচ্চাকাচ্চারা স্কুলে যা শেখে, ঘরে এবং সাধারণভাবে সমাজে যদি একই শিক্ষা জোরদার করে, তাহলে বাচ্চারা নিজেদের নিরাপদভাবে এবং আত্মবিশ্বাসী হয়।”

লেখক এ অধ্যায়ে ছ'বছর পর্যন্ত রাসূলের শিশুকালের বিভিন্ন ধাপ নিয়ে কথা বলেন। উনার মানসিক বিকাশ, শিক্ষা ও মূল্যবোধ, আত্মশৃঙ্খলা, সামাজিক ও ভাষা দক্ষতা এবং আত্মবিশ্বাস তৈরীর পেছনে উনার পরিবার, পরিজন ও পরিবেশের ভুমিকা তুলে ধরেন। মা আমিনা ও দুধ মাতা হালিমা শিশু মুহাম্মদকে গড়ে তুলতে কী ভুমিকা রেখেছিলেন এবং তার আলোকে আমরা নিজের শিশুদের কীভাবে গড়ে তুলতে পারি এ নিয়ে সুন্দর ব্যাখ্যামূলক আলোচনা করেছেন। শিশুদের আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীল করে গড়ে ওদের অগ্রাধিকার দেয়া সহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা বিদ্যমান।

▪রাসূল (স.) এর পরিবার:
“রাসূল (স.) এতিম ছিলেন। তবে একা ছিলেন না। পরিবারের অন্যান্যরা তার বাবামায়ের অভাব ঘুচিয়েছিলেন। তাদেরকে যারা চিনতেন তারা তাঁর কাছে তাদের গল্প করেছেন। এমনকি যারা সরাসরি তাদের চিনতেন না, তাঁরাও তাদের কথা বলেছেন। তিনি মায়ের কাছ থেকে ত্যাগ শিখেছেন। বাবার কাছ থেকে ন্যায়পরায়ণতা শিখেছেন। দাদার কাছ থেকে হার না-মানা মানসিকতার পাঠ নিয়েছেন। বড়দাদা হাশিমের কাছে দানশীলতা আর বড়দাদার দাদা কুসাইয়ের কাছ থেকে নেতৃত্বের গুণ শিখেছে��।”

লেখক এ অধ্যায়ে শিশুর গড়ে উঠার পেছনে বর্ধিত পরিবারের ভূমিকা এবং রাসূলের দাদা দাদী, চাচা চাচি এবং আত্মীয় স্বজনদের নিয়ে আলোচনা করেন। লেখক আলোচনা করেছেন রাসূলের জীবনে মোড় ঘুরিয়ে দেয়া কিছু বিষয় নিয়ে যেগুলো পরিবারের মাঝে আমাদের গড়ে উঠতে সাহায্য করবে। বর্ধিত পরিবারের প্রয়োজনীয়তা এবং ভূমিকা নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান সমাজের জন্য বর্ধিত পরিবারের বিকল্প ব্যাবস��থা নিয়েও আলোচনা আছে।

▪মুহাম্মদ( স:) এর চারপাশ:
রাসূল (স.) যেখানে জন্মগ্রহণ করেন সেখানের পরিবেশটা কেমন? জাহিলি যুগের জাহিলিয়াতে ভরা পরিবেশ? সেই পরিবেশে কী কী প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা উনাকে করতে হয়েছে? কীভাবে সেই পরিবেশে নিজেকে বিকাশিত করেছিলেন?
“প্রতিটা পরিবেশে এমন কিছু থাকে, যা সেখানকার মানুষের ওপর কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। তবে এখানে মজার বিষয় হচ্ছে , তখনকার পরিবেশে বড় হয়েও কীভাবে রাসূল (স.) নিজেকে আলাদা করেছিলেন।”
আমরা অনেকে সবসময় সমাজের কিছু দোষ দেখিয়ে সমাজ থেকে নিজেকে সরিয়ে নিতে চাই। অথচ রাসূলের সমাজ উনার যতই বিরুদ্ধাচারণ করুক না কেন তিনি নিজেকে এখানেই বিকশিত করেছিলেন। নবী হওয়ার আগেও উনার মাঝে যে মজবুত বিশ্বাস ছিল তা সাথে নিয়ে সমাজে বিদ্যমান সুযোগগুলোকে কাজে লাগিয়েছেন।
“সমাজ যখন আমাদের ওপর চেপে আসবে... তখন নিজেদের ও আশপাশের পরিবেশের ওপর নিয়ন্ত্রণ খাটাতে হবে।”

তৎকালীন “সমাজ নারীদের প্রতি নিষ্ঠুর ছিল।... নারীদের প্রতি সমাজে এত উল্টোস্রোত থাকার পরও কিছু নারী সমাজে নিজেদের আলাদা অবস্থান করে নিতে পেরেছিলেন। পুরুষরা তাদেরকে সমান ভাবত।”
তাদের বিশেষত্ব কী ছিল যে তাদের অবস্থানে তারা সমাজের বিপরীতে গিয়ে উন্নত ছিল! কিছু অনারব তাদের দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক চিন্তা দিয়ে সুক উকাজের বাণিজ্যে সফলতার শীর্ষে ছিল। ভিন্ন দেশের বাজারে কোন বিশেষ দক্ষতার কারণে তারা এই সাফল্য পেয়েছিল লেখক তা নিয়ে আলোচনা করেন।
“মানুষ পণ্য আর কাজকর্মের এক আনন্দবাজার ছিল সুক উকাজ।”
যেখানে নোংরামি চলত পাল্লা দিয়ে সেখানে রাসূল কেমন করে তা এড়িয়ে চলে সফল হয়েছেন তা চমৎকারভাবে আলোচনা করেছেন লেখক।

▪মুহাম্মাদ (স:) এর কৈশোর
কিশোর বয়সে রাসূল (স.) কেমন ছিলেন? কীভাবে মোকাবেলা করেছেন তিনি টিনএজ বয়সের বিভিন্ন চ্যালেঞ্জ। কৈশোর মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনপ্রণালি নিয়ে লেখক বিস্তারিত আলোচনা করেছেন। কীভাবে টিনএজরা আস্থাভাজন হতে পারে এবং কীভাবে টিনএজদের বিবেক গড়ে তুলতে পরিবার ভূমিকা রাখতে পারে এবং তাদেরকে কেমন মূল্যায়ন করবে ও ভালোবাসবে তা নিয়ে আলোচনা করেছেন। রাসূলের কৈশোরের আলোচনায় আসে উনার চাচা ‘আবু তালিব’ চাচী ‘ফাতিমা’র অবদানের কথা। উনারা এই টিনএজকে কেমন ভালোবাসা দিয়েছিলেন এবং মূল্যায়ন করেছিলেন। রাসূল স. চাচীকে নিয়ে বলেছেন,
“চাচার পর চাচীর মতো আমার প্রতি আর কেউ এত দরদি ছিলেন না।”
লেখক একজন কিশোর গড়ে উঠতে নিজে কী করবে এবং গড়ে তুলতে পরিবার কী করতে পারে তা রাসূলের জীবন দিয়ে বিশ্লেষণ করে দেখিয়েছেন।

▪তরুণ মুহম্মদ (স.)
তরুণ মুহাম্মদের ব্যাক্তিত্ব, সৃজনশীলতা, বিচারবুদ্ধিতা, বন্ধুবান্ধব ও বন্ধু নির্বাচন সচেতনতা, বিয়ে ও পরিবার, বিশ্বাস ও মূল্যবোধ, ধর্মচর্চা এবং চিন্তাভাবনা নিয়ে আলোচনা রয়েছে এ অধ্যায়ে। বিশ-ত্রিশের কোঠার মুহাম্মাদকেই দেখানো হয়েছে এখানে। উনার জীবন থেকে অন্যান্য তরুণরা কী শিখতে পারে এবং গ্রহণ করে কীভাবে নিজের জীবনে কাজে লাগাতে পারে তা নিয়েও আলোচনা করেন লেখক৷

“রাসূল স. এর সমাধান ছিল সৃজনশীল ও তাৎক্ষণিক। এমন সমস্যা আগে কখনো হয় নি, কারণ এবারই মক্কাবাসীরা কাবাঘর সংস্কার করছিল।... সৃষ্টিশীল চিন্তার মাধ্যমে জায়গায় দাঁড়িয়েই তিনি সমস্যার সমাধান করতে পেরেছিলেন।”
“কর্মক্ষেত্রে প্রতিযোগিতাশীল বিশ্বে সৃজনশীলতা আর বাক্সের বাইরে চিন্তাভাবনা করতে পারে এমন লোকদের কদর ভীষণ।”

▪চল্লিশের কোঠায় মুহাম্মদ (স.)
পরিবর্তন!
Chip and Dan heath এই যুক্তি তুলে ধরেছেন যে, “বুদ্ধিভিত্তিক পর্যায়ে নাড়া পরলে মানুষ বিশ্বাস ও অভ্যাস যতটুকু বদলায়, তার চেয়েও বেশি বদলায় যখন মানুষ আবেগের পর্যায়ে নাড়া খায়।”
এর মানে যুক্তি একেবারেই বদলাতে পারে না এমন না তবে আবেগের আধিপত্য বেশি থাকে।
এ অধ্যায়ে লেখক রাসূলের চল্লিশের কোঠার জীবন নিয়ে আলোচনা করেন। এবং উনার ডাকে সাড়া দিয়ে বদলে যাওয়া মানুষদের নিয়ে আলোচনা করেন। কীভাবে তারা পরিবর্তিত পরিস্থিতির উপর খাপ খাইয়ে নিয়েছিল। কোরআনের আয়াত শুনে রাতারাতি নিজের চিন্তা, ধর্ম, জীবন নিয়ে কেমনে তারা পরিবর্তন হয়েছিল এবং কেন মুশরিক ও অবিশ্বাসী কিছু লোক পরিবর্তন হতে চায় নি৷ এবং বর্তমান সময়ে পরিবর্তন করে নিজেকে উন্নতির দিকে নিয়ে কিভাবে টিকে থাকতে হবে তা নিয়ে আলোচনা করেন।

▪পঞ্চাশের কোঠায় মুহাম্মদ (স.)
Leadership & the new science বইতে Margaret বলেন,
“চিরাচরিত নেতারা নজর দেন ভূমিকা আর দায়িত্বের উপর। নতুন নেতারা মানবিক সম্পর্ক গড়ে তোলেন, যেটা হয়ে উঠে সাফল্যের আসল শক্তি।”
মদিনা সনদ সমাজের মানুষের মাঝে সুসম্পর্ক স্থাপন এবং বিশাল ঐক্য গড়তে সক্ষম হয়। এ অধ্যায়ে লেখক রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব গুণ নিয়ে আলোচনা করেন। যুদ্ধ, শান্তি, সামাজিকতা, বিচারবুদ্ধি ও রাজনীতি দিয়ে উনার নেতৃত্বগুণকে ভিন্ন ভিন্নভাবে বিশ্লেষণ করেন। বিভিন্ন সংস্কৃতিকে তিনি কীভাবে মূল্যায়ন করেন এবং কীভাবে জিতেছিলেন বিশাল এক জনগোষ্ঠীর হৃদয়। উনার নেতৃত্ব গুণকে উদাহরণ
দিয়ে দেখান বর্তমান সময়ের সাথে। কীভাবে একজন মানুষ নিজের উপর, পরিবারের উপর বা একটি জনগোষ্ঠীর উপর নেতৃত্ব প্রদান করবে।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে নিজেকে স্মার্ট করতে চাওয়াদের জন্য অসাধারণ সহায়ক এ বইটি। এখানে প্রতিটি অধ্যায়ের শেষে ছকাকারে দেখানো হয়েছে আমরা কীভাবে জীবন-ঘনিষ্ঠ বিষয়গুলোতে উনাকে অনুকরণ করতে পারব।

ড. হিশাম আল আওয়াদি তাঁর ‘Muhammad: How He Can Make You Extra-Ordinary’ বই দিয়ে মুহাম্মদ (স.) কে এক নতুব ধারায় উপস্থাপন করেন।
লেখক লিখেছেন, “চিরাচরিত জীবনীগ্রন্থের দৃষ্টিকোণ থেকে এই বইকে দেখাটা ঠিক হবে না। সত্যিকারার্থে এটা ঐ শ্রেণীতে পড়ে না। আবার ঠিক আত্মোন্নয়নমূলক বইও না। আমি এই দুই ধরন মিলিয়ে এক অনন্য মিশেল তৈরি করতে চেষ্টা করেছি।”

এখানে দেখানো হয়েছে নিজের শিশুকে মুহাম্মাদ স. এর মতো বড় করার কৌশল। বাচ্চার গড়ে উঠাতে পরিবারের ভূমিকা। টিনএজ বয়সে নিজেকে নিয়ন্ত্রণ করে তারুণ্যের চ্যালেঞ্জ মোকাবেলা করার চমৎকার চাতুর্যতা সহ বিবাহিত জীবনে মধুময় সময় কাটানোর কৌশল। সর্বোপরি নবীজির মতো স্মার্ট হওয়ার এক অসাধারণ পদ্ধতি। ﷺ


▫বই: বি স্মার্ট উইথ মুহাম্মদ ﷺ
▫লেখক: Dr. Hesham Al-Awadi
▫অনুবাদক: মাসুদ শরীফ
▫প্রকাশক: গার্ডিয়ান পাবলিকেশন্স
▫প্রথম প্রকাশ: নভেম্বর ২০১৭
▫মুদ্রিত মূল্য: ৳২৫০
▪▪▪
খোবাইব হামদান
১৮/০৪/২০২০
চন্দনাইশ, চট্টগ্রাম
Profile Image for Rehnuma.
416 reviews21 followers
Read
July 15, 2023
❛মোস্তফা জানে রহমত পে লাখো ছালাম,
শাময়ে বজমে হেদায়াত পে লাখো সালাম।❜


মুহাম্মাদ (ﷺ) ইসলাম ধর্মের প্রবাদ পুরুষ। নবিজির ﷺ জীবনী থেকে আমরা তাকে এক সম্ভ্রম পুরুষ, শ্রদ্ধার ব্যক্তি হিসেবে দেখি। তবে নবিজিকে ﷺ শ্রদ্ধার পাশাপাশি তাঁকে অনুসরণ করা, তাঁর দেখানো পথে নিজের জীবনকে পরিচালিত করাটা সব থেকে বেশি প্রয়োজন।

আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে বলেছেন-

❛আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে ভালো ভালো উদাহরণ- সূরা আজহাব: ২❜

আমাদের উচিত মহানবী ﷺ-কে আরো কাছ থেকে অনুভব করা। তাঁর সাথে সম্পর্কের বন্ধন আরও গভীরতম স্থানে নিয়ে যাওয়া।

নবিজি ﷺ ও একসময় আমাদের মতো শিশু ছিলেন। শৈশব-কৈশোর পেরিয়ে তিনিও একজন যুবকে ���রিণত হয়েছিলেন। সময়ের পরিক্রমায় তিনিও বৃদ্ধ হয়েছিলেন। নবিজি ﷺ আমাদের মতোই মানুষ।
❛Muhammad: How He Can Make You Extra-Ordinary❜ বইটি লেখক ড. হিশাম আল-আওয়াদি এর এক ভিন্নধর্মী বই। যেখানে লেখক প্রচলিত ধারার নবিজির ﷺ জীবনী থেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। নবিজি ﷺ এর জীবনীতে সাধারণত নবুওয়াত পরবর্তী বিষয়গুলো বেশি স্থান পায়। তবে তাঁর এই মহান হয়ে ওঠার মূল তৈরি হয়েছিল নবুওয়াতপূর্ব ৪০ বছরের জীবনে। নবিজ���র ﷺ জীবনের এই অংশটুকু নিয়ে আমাদের জ্ঞান কিছুটা হলেও কম।
লেখক বইতে নবিজির ﷺ নবুওয়াত প্রাপ্তির পূর্ব সময় নিয়ে আলোচনা করেছেন।
আধুনিকভাবে চলার মানে এই নয় যে আমরা আমাদের ধর্ম অনুসরণ করবো না। ধর্ম অনুসরণ করেই কীভাবে একজন মানুষ স্মার্ট হতে পারে লেখক বইতে নবিজির ﷺ জীবন দর্শনের মাধ্যমে সেই পথ দেখিয়েছেন।
শিশু নবি ﷺ তাঁর শৈশব থেকেই নিজেকে গড়েছেন অন্যভাবে। মদিনার তৎকালীন সমাজ ব্যবস্থা এবং পরিবেশের সাথে তিনি বেড়ে উঠেছেন। অতীতের মরুর সেই জীবন, অল্প বয়সে এতিম হওয়া, কঠিন পরিস্থিতি মোকাবিলা করে শিশু নবি ﷺ তাঁর শৈশব কাটিয়েছেন। ছোট্ট বয়সেই তিনি শৃঙ্খল জীবন পালন করেছেন। ভাষার দক্ষতা অর্জন করেছেন।
তাঁর শৈশবের এসব শিক্ষা আমরা আমাদের শিশুদের দিতে পারি। ধীরে ধীরে নবিজিকে ﷺ অনুসরণ করাতে শেখাতে পারি। যা তাদের ভিত তৈরিতে সাহায্য করবে।
মুহাম্মাদ ﷺ এর চারপাশ কেমন ছিল, সে পরিবেশে তিনি কীভাবে নিজেকে মানিয়ে চলেছেন, আশেপাশের লোকজনের মাঝে প্রভাব বিস্তার করেছেন, সে সব শিক্ষাগ্রহণ একজন মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে।
কিশোর নবি ﷺ কেমন ছিলেন, কীভাবে কৈশোরকাল পার করেছেন, কাজ করেছেন এসকল শিক্ষা বর্তমানের কিশোরদের অনুপ্রাণিত করতে পারে।
জীবনের একেক ধাপে নবি ﷺ জীবনের শিক্ষা একজন মানুষকে ভালো এবং আদর্শ মানুষে পরিণত করতে পারে।

লেখক বইতে নবি ﷺ- এর শৈশব, কৈশোর, তরুণ সময়ে ঘটা বিভিন্ন ঘটনার সাথে আপনার সন্তানকে কীভাবে এর থেকে শিক্ষা দিতে পারেন তার আলোচনা করেছেন।
চল্লিশের কোঠায় মুহাম্মাদ ﷺ এর পরিবর্তন এবং এই পরিবর্তনের সাথে তাঁর মানিয়ে নেয়ার বিষয় তুলে ধরেছেন। নবুওয়াত প্রাপ্তির পর তাঁর আশেপাশের মানুষের পরিবর্তন, হিজরত, ইসলাম প্রচারে নিজেকে নিবেদন করা, যু দ্ধ ইত্যাদি তিনি কীভাবে মোকাবিলা করেছেন এবং সে থেকে আমাদের জীবনের কঠিন সময় কীভাবে মোকাবিলা করবো সে সম্পর্কে শিক্ষা নিতে পারি।

নবির ﷺ জীবনের পুরোটাই একজন মানুষের জন্য শিক্ষণীয়, অনুসরণীয়। তা অনুসরণের মাধ্যমেই স্মার্ট হওয়া যায়।

বইটিকে সীরাহ গ্রন্থ কম আত্মউন্নয়নমূলক বই বেশি বলা যায়। আমার কাছে বইটি পড়তে বেশ ভালো লেগেছে। নবিজির ﷺ জীবন আমাদের জন্য অনুসরণীয় এবং শৈশব থেকেই নিজেকে এভাবে গড়ে নেয়া যায়। আর সেভাবে গড়ে নিতে পারলে জীবনকে সুন্দরভাবে কাটানো যায়। সর্বোপরি নবিজির ﷺ মতো স্মার্ট হওয়ার তরিকা বাতলে দেয়া আছে বইটির প্রতিটি পৃষ্ঠায়।
আমার কাছে বইটি পড়তে ভালো-ই লেগেছে। বইটি আমার কাছে একের ভেতর দুই মনে হয়েছে। নবিজির ﷺ জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা এবং তা থেকে নিজেকে স্মার্ট করার উপায় তথা আত্মউন্নয়ন।
হিশামের লেখা বইটি বাংলায় অনুবাদ (বা রূপান্তর বলা ভালো) করেছেন মাসুদ শরীফ। বইটির নাম তিনি দিয়েছেন ❛বি স্মার্ট উইথ মুহাম্মাদ ﷺ ❜। মূল লেখার সাথে লেখক নিজের মতো করে বর্ণনা করেছেন। সাবলীল এবং সুন্দর অনুবাদ পড়তে খুব ভালো লেগেছে।


প্রচ্ছদ, প্রোডাকশন:

গার্ডিয়ান প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মান খুব ভালো। প্রচ্ছদও ভালো লেগেছে। বইটির জ্যাকেট কভারটা আমার দারুণ লেগেছে।

চলুন তবে, স্মার্ট হই মুহাম্মাদ ﷺ- এর মতো।
Profile Image for Azmir Fakir.
186 reviews18 followers
October 16, 2022
জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য।
বইটির পরতে পরতে রাসূল এর জীবনের এমন সবঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা দিবে দারুণভাবে। অবলীলায় তারা তাঁকে গ্রহণ করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে।
বইটিতে তাঁর নবী হওয়ার আগের জীবন বেশি গুরুত্ব পাবে। আমরা দেখব শিশুকাল থেকে কিভাবে তিনি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলেছেন। টিনএজ বয়সের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করেছেন। তরুণ বয়সেই কিভাবে সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।
সাধারণত বইগুলো রাসুলুল্লাহ (সঃ) এর ৪০ বছরের পরের জীবন কাহিনী বলা হয়। কিন্তু এ ধরনের লেখনীতে তরুণ পাঠকেরা নিজেদের কমই খুঁজে পায়। বইগুলোতে তাঁকে এতটাই নিখুঁত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে, অনুকরণীয় আদর্শ হিসেবে তাঁকে গ্রহণ করতে বেগ পেতে হয়।
অথচ আল্লাহ রাব্বুল আলামীন খুব স্পষ্ট করে বলেন,
‘আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য আছে ভালো ভালো উদাহরণ’
কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, রাসূল এর সাথে মুসলিমদের সম্পর্ক যতটা কাছের হওয়া উচিত ততটা হয়না। তাই এই বইটিতে দেখানো হয়েছে লেখকের শৈশব জীবন, তরুণ বয়সের চ্যালেঞ্জ এসব কিছু। যেন পাঠকেরা সহজ ও সুন্দরভাবে গ্রহন করতে পারে মহানবীর জীবনাচরণ।
বি স্মার্ট উইথ মুহাম্মাদ(শিশু মুহাম্মাদ, কিশোর মুহাম্মাদ এবং নবুয়তের আগের যুবক মুহাম্মাদ সাঃ এর জীবনী)
Profile Image for Imam Abu Hanifa.
115 reviews26 followers
September 4, 2022
বইয়ের নামটা চমকপ্রদ। দেখলেই কিনতে ইচ্ছা হবে। তবে নাম দেখে যেটা আশা করেছিলাম সেটা পাইনি। আমরা সাধারণত আধুনিক সমাজে চলতে গিয়ে রাসুল (সাঃ) এর আদর্শকে ভুলে যাই। সুন্নত পালন করি না। আমার আশা ছিলো এখানে রাসুল (সাঃ) এর আদর্শ এবং সুন্নতের স্মার্ট বিশ্লেষণ হবে। কিভাবে আপনি রাসুল (সাঃ) এর উপদেশ মেনে বর্তমান সমাজে স্মার্ট হতে পারেন।

তবে বইটা সেদিকে আলোচনা করেনি। বইটা আলোচনা করেছে ব্যাক্তি হিসেবে রাসুল (সাঃ) এর জীবনে কি কি ঘটেছে এবং তা থেকে বর্তমান প্রজন্মকে কি শিক্ষা নিতে হবে। এটাও খারাপ না। তবে সবার জীবনে সব সিচুয়েশন এক রকম থাকে না৷ সবাই হয়তো ওনার জীবনের চ্যালেঞ্জগুলোর সাথে নিজেকে তুলনা করতে পারবে না। ফলে বইটা আমাকে কিছুটা হতাশ করেছে।

রাসুল (সাঃ) এর ব্যাক্তি জীবন নিয়ে আলোচনার পাশাপাশি তাঁর উপদেশ কিভাবে একজন মানুষকে স্মার্ট করতে পারে সেটা নিয়েও আলোচনার প্রয়োজন ছিলো।

কিছু কিছু স্থানে মনে হয়েছে ইচ্ছা করে পৃষ্ঠা বাড়ানোর জন্য একই কথার পুনরাবৃত্তি হয়েছে। এই দ্বায়ভাল লেখকের নাকি অনুবাদের সেটা নিশ্চিত না।
Profile Image for Md. Hafizur Rahman.
19 reviews
April 14, 2019
বইটি খুব সুন্দর স্ট্রাকচার্ড ভাবে লেখা হয়েছে। প্রতি চ্যাপ্টারের শেষ একশনেবল স্টেপ ছক আকারে দেয়া হয়েছে। কিন্তু নবী(সঃ) এর জীবন থেকে যে গল্পগুলোর সাথে শিক্ষাগুলো যোগ করা হয়েছে তা মনে দাগ কাটতে পারে নি। মনে হয়েছে তার জীবনের ২-৩টি ঘটনার সাথে জোর করে কিছু নিতি কথার মিল ঘটানর চেষ্টা করা হয়েছে। আবার মনে হয়েছে একই কথা বার বার রিপিট করা হয়েছে। এটা হয়তো অনুবাদকের অনুবাদের ভাষার কারণে।
বইটি জোর করে শেষ করেছি। এক্সপেক্টেশন অনুযায়ী পড়ে আনন্দ পেলাম না।
Profile Image for Nadine Ghows.
7 reviews3 followers
September 17, 2018
Easy reading and highlighting gems from the life of the prophet and how they can be integrated into modernday parenting. However i felt the author could develop certain themes and topics even more vis-a-vis the problems and crisis in modern day parenting that muslims are facing.
2 reviews
November 20, 2018
Disappointing. Would not recommend. Very repetitive. Written for a 5year old. Completely dismisses some companions of the prophet that played a key part in the prophets. The author's knowledge is questionable. I wouldn't trust this author i feel like he made up a few things.
1 review
August 10, 2016
Nice read

Nice book. I really liked the summary of each chapter at the end which relates past behaviors to our contemporary behavior.
Profile Image for Razia.
58 reviews10 followers
May 18, 2017
An easy read that is both enjoyable and practical. The author really puts the personality and attributes of the Prophet SAW into perspective and makes him a real person that CAN be emulated.
Profile Image for Abdul Kahar.
23 reviews
October 28, 2024
আমাদের নবিজির জীবনের ঘটনাগুলো অপেক্ষা উত্তম অনুপ্রেরণা আর আমাদের ব্যক্তিত্ব গঠনে মুহাম্মদ সা. এর ভাবনার ধরণ,চরিত্র,বৈশিষ্ট্য,নেতৃত্ব সহ অনন্য গুণাবলি অর্জন এবং জীবনে বিশেষ কিছু হতে ব্যক্তিগত ও সামাজিক জীবন উন্নতি করতে রাসূলুল্লাহ সা. অপেক্ষা ভালো অনুকরণীয় আদর্শ এ পৃথিবীতে আর কে হতে পারে বলুন?
যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন আমাদের বলেছেন, ‘আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য আছে ভালো ভালো উদাহরণ।’ (৩৩:২১)
কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে রাসুলুল্লাহ সা. আমাদের যতটা কাছের রোল মডেল হয়ে থাকা উচিত,ততটা নেই।

আমাদের এই টিনএজ বয়সে তারুণ্যের সংকট ও নানান রকম বাধাবিপত্তি পার করতে হয়। আচ্ছা কখনও কি ভেবেছেন অামাদের তারুণ্যের এ বয়সে কিশোর মুহাম্মদ সা. কিভাবে কাটিয়েছেন?

জানতে কি ইচ্ছে হয় না, এ বয়সের সংকট ও চ্যালেঞ্জগুলো তিনি কিভাবে মোকাবেলা করে তারুণ্যের রক্ত,শক্তি পরিশীলিত সমাজ গঠনে কাজে লাগিয়েছেন?

রাতে এসে যখন শুনলেন ঘরে খাবার নেই তখন তিনি নফল সিয়ামের নিয়ত করে ফেললেন, আমরা হলে কি করতাম?

শ্রদ্ধেও অভিবাবকবৃন্দ আপনার শিশু সন্তানের সাথে কি কখনও বাবা-মা হারা এতিম পাঁচ বছরের শিশু মুহাম্মদ সা. এর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন?

প্রথম কয়েক বছর মানুষের কাছ থেকে বারবার প্রত্যাখ্যান হওয়ার পরও কীসের বলে নিরলস দিন প্রচার করলেন? কীভাবে অর্জন করলেন এ অটল মনোবল?

বিবাহিতরা আপনারা বিবাহিত জীবন মধুময় করার টোটকা রাসুলুল্লাহ সা. এর দাম্পত্য জীবন থেকে নিয়েছেন কি?

কীভাবে রপ্ত করলেন অসম্ভব সুন্দর ভাষা যা শুনলেই হৃদয়ে ছাপ ফেলে দিত?

পরিবার, সমাজ ও রাষ্ট্রের যারা নেতৃত্ব দিচ্ছেন বা দিতে চান তাঁরা কি রাসুলুল্লাহ সা. নেতৃত্বের গুণাবলি আয়ত্ত করতে পেরেছেন?

একুশ শতকের পরিবর্তনশীল বিশ্বে নিজেকে খাঁপ খাওয়ানোর নিঞ্জা টেকনিক এবং রাসুলুল্লাহ সা. এর সৃজনশীল চিন্তা ভাবনার ধরণ আমরা কি তাঁর জীবন থেকে নিতে পেরেছি?

কেমন ছিলো তাঁর শৈশব,কিশোর,তারুণ্য অার যৌবনের দিনগুলো?

উপরিউক্ত বিষয়গুলো প্রাক্টিকালি জানতে ও উপলব্ধি করতে এবং জীবনে বিশেষ কিছু হতে ব্যক্তিগত ও সামাজিক জীবন উন্নতি করতে রাসুলুল্লাহ সা. এর জীবনি নিয়ে লেখা অধিকাংশ বইয়ের নবুওয়্যাতের পরবর্তী জীবনের তাত্ত্বিক ঘটনার বিবরণ থেকে বেরিয়ে নবুওয়্যাতের পূর্বের জীবন থেকে একুশ শতকের অালোকে হাতে কলমে ব্যবহারিক শিক্ষা পেতে, সর্বোপরি নবিজির মতো জীবনের সর্বক্ষেত্রে স্মার্ট হতে ড. হিশাম আল আওয়াদি এর লেখা স্মার্ট_উইথ_মুহাম্মদ(সাঃ) বইটি না পড়লেই নয়। বিশেষ করে আমাদের জেনারেল লাইনে পড়ুয়া তারুণদের জন্যে বইটি একদম পারফেক্ট করে লেখা, পড়ার অনুরোধ রইল।

বইয়ের নাম : বি স্মার্ট উইথ মুহাম্মাদ ﷺ
মূল লেখক : ড. হিশাম আল আওয়াদি
অনুবাদক : মাসুদ শরীফ
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা
রেটিং :০৮/১০

রিভিউ লেখক: আঃ কাহ্হার (সিয়াম)
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Rafia Rahman.
336 reviews205 followers
November 21, 2024
"ভুল পথে যাওয়ার চেষ্টায় আপনি যেসব বাধা পান সেগুলো আসলে আপনার প্রতি মহান আল্লাহর ভালোবাসার দৃষ্টান্ত।"

কেউ কারো মতো হতে পারে না কিন্তু অনুপ্রেরণা হতে পারে। একযুগে জন্ম নেওয়া মানুষের সাথে আরেক যুগের মানুষের জীবনযাত্রার পার্থক্য থাকে। কিন্তু কেমন হতো যদি মহানবী হযরত মুহাম্মদ সাঃ এই যুগে জন্ম নিতেন? আরবের মরুভূমির এক পরিবারে জন্ম না হয়ে যদি বর্তমানের উন্নত কোনো দেশে জন্ম হতো? পৃথিবীর বিভিন্ন দেশে থেকেও কীভাবে বর্তমান সময়ের মানুষরা মহানবীর মতো স্মার্ট হতে পারে বইয়ে সেটাই লেখা হয়েছে। লেখার ধরন দেখে রিসার্চ ডকুমেন্টারিও মনে হতে পারে। মূলত বইটা বাচ্চার বাবা-মা'দের জন্য যারা মর্ডান যুগের সাথে তাল মিলিয়ে ইসলাম ও মহানবীর জীবনের আলোকে সন্তানকে বড় করতে পারেন। তবে রাসূল সাঃ-য়ের পরিবারবর্গের কথাও আছে যাদের থেকেও আমাদের অনেককিছু শেখার আছে।

নবুয়ত প্রাপ্তির পরের জীবন নিয়েই অধিকাংশ বই লেখা হয়েছে। কিন্তু শৈশব ও কৈশোরে কেমন ছিলেন হযরত মুহাম্মদ সাঃ? মুলত রাসূল হওয়ার আগের জীবনকে কেন্দ্র করেই বইয়ের আসল আলোচনা।

শৈশবে বেদুইন পরিবারে থাকার কারণে দরিদ্রতা ও সংগ্রাম করে বেঁচে থাকতে শিখেছেন। একটু বড় হওয়ার পর যখন নিজের গৃহে ফিরে আসেন তখন থেকেই দেখেছেন কীভাবে পরিবারের সদস্যরা একে অপরকে সাহায্য করে। বাবা মারা যাওয়ার পর মা শিশু মুহাম্মদের জন্য দ্বিতীয় বিয়ে করেননি। মা-বাবার একমাত্র সন্তান হলেও চাচাতো ভাই-বোনদের প্রচুর ভালোবাসা পেয়েছেন। মরুভূমিতে থাকার সময়ই শৃঙ্খলা কি শিখেছেন। ছোট বালক মুহাম্মদ রাখালও ছিলেন। পুরুষদের একচেটিয়া আধিপত্য থাকার পরও খাদিজা (রা) সমাজের প্রচলিত রীতির বিরুদ্ধে ব্যাবসায়ী হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলেন। পরিশ্রম করলে সফলতা আসেই প্রমাণ করেছেন জাবরা আর-রুমি (কামার), ইয়াসার আর রুমি (সুফি কবি), সুহাইব আর রুমি (ব্যবসায়ী)। একজন শিশু বড় হয়ে কেমন হবে সেটা তার বেড়ে ওঠা পরিবেশ অনেকাংশেই নিয়ন্ত্রণ করে। চাচা আবু তালিবের সংসারে বড় হন মুহাম্মদ সাঃ কিন্তু যদি চাচা আবু লাহাবের কাছে বড় হতেন?

দাদার কাছে ২বছর, চাচার কাছে ১৭ বছর ও স্ত্রী খাদিজা (রা) সাথে বিয়ের পর ৫৩ বয়স পর্যন্ত তিনি স্ত্রীর বাড়িতে ছিলেন। রাসূল সাঃ ২৫ বছর বয়সে ৪০ বছরের খাদিজা (রা)- কে বিয়ে করেন। খাদিজা (রা)-র আগে দু'বার বিয়ে হয়েছিল সেখানে তার দুই ছেলে ছিল রাসূল যাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। রাসূলের চাচাতো ভাই আলী (রা)-কে প্রচুর স্নেহ করতেন খাদিজা (রা)। রাসূল ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করতেন, যখনই নির্যাতিত হয়েছেন খাদিজা (রা) পাশে ছিলেন, স্বামীর পরিবারের সদস্যদের যথাযথ সম্মান ও দেখভাল করেছেন। লিডারশিপ ও ম্যানেজমেন্টে দক্ষ ছিলেন রাসূল সাঃ এইজন্য ইসলামের বার্তা দ্রুতই ছড়িয়ে দিতে পেরেছিলেন।

বিভিন্ন ঘটনা, নবীর জীবনী ও গুণাবলি, পরিবারের সদস্যদের আচরণের সাথে বর্তমান পরিস্থিতিতে ব্যক্তির জীবন কেমন হবে সেটার তুলনা করা হয়েছে। ছোট থেকেই বাচ্চাদের দায়িত্ব নেওয়া শেখাতে হবে, শৃঙ্খল জীবন, বিভিন্ন শিক্ষামূলক গুণাবলি ও দক্ষতা অর্জন করতে হবে, সৃজনশীল হতে হবে, সাম��জিক মূল্যবোধ শিক্ষাসহ জীবনে বিভিন্ন বাঁধা কীভাবে অতিক্রম করা যায় যুক্তি দিয়ে চার্টের সাহায্যে দেখানো হয়েছে। অনুবাদ ভালোই হয়েছে তবে কিছু জায়গায় আরও উন্নতির দরকার ছিল।

বই: বি স্মার্ট উইথ মুহাম্মাদ
লেখক: ড. হিশাম আল-আওয়াদি
অনুবাদক: মাসুদ শরীফ
প্রচ্ছদ: সালাহউদ্দিন জাহাঙ্গীর
প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন্স
প্রথম প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭
পৃষ্ঠা সংখ্যা: ১৪৪
মুদ্রিত মূল্য: ২৫০/-
Profile Image for Ainun Najib Alfatih.
14 reviews
April 2, 2019
Buku ini memberikan sebuah perspektif baru dalam melihat sejarah Nabi Muhammad SAW. Penulis menampilkan sebuah gambaran yang jelas tentang kehidupan Nabi dan lingkungannya yang memberikan pengaruh terhadap kepribadiannya. Yang menarik adalah, penggambaran yang ditampilkan disini adalah sebuah penggambaran yang menyadarkan kita bahwa diluar unsur spritual yang mempengaruhi kepribadian Rasulullah, ada aspek lain yang bisa kita adaptasi untuk diteladani dan diterapkan bagi diri kita ataupun bagi anak-anak dan keluarga kita. Secara pribadi, selama ini saya hanya melihat bahwa Rasulullah adalah sosok mulia yang oleh Allah SWT telah mendapatkan jaminan surga dan terbebas dari dosa, jadi akan mudah baginya untuk melakukan sebuah kebaikan, namun dibuku ini kita dibawa untuk memahami bahwa ketika Allah SWT mengatakan bahwa Rasullah adalah sebaik-baik teladan, maka itu berarti sebagai manusia biasa ada banyak hal yang bisa kita teladani dan terapkan dalam kehidupan kita, dalam agama, keluarga ataupun masyarakat.

This book gave me a new perspective of the history of Muhammad (PBUH). The author provides a clear picture about the Prophet's life and His environment that affects His great personality. The interesting thing is the picture given by the author is a picture that made us aware that beyond the spiritual aspect which affects the personality of the Prophet, there were the other aspects or values which we can adopt to emulate and apply to ourselves or to our children and families. Personally, all this time I though that Rasulullah SAW was a noble figure who by Allah SWT had secured heaven and was freed from sin, so it is easy for Him to do good deeds. But in this book we were taken to an understanding that when Allah SWT said that the Prophet was the best example and role model for us, it means that as an ordinary individual there are many daily life examples from Rasulullah that we can emulate and apply in our lives, in religion, family or society.

Love this book.
12 reviews3 followers
May 30, 2020
পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন-'তোমাদের জন্য রাসুল (সা.) এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সূরা আহজাব : ২১)। 
এই রাসুল (সা) এর আদর্শ কিভাবে আমরা জীবনের প্রতিটি স্তরে প্রতিফলিত করতে তা দেখানো হয়েছে ড. হিশাম আল-আওয়াদির লেখা 'বি স্মার্ট উইদ মুহাম্মদ (সা) ' বইটিতে।শিশু মুহাম্মদ (সা) কিরকম ছিলেন ;তার শিশুকাল থেকে একজন শিশু কিভাবে শিক্ষা নিতে পারে,অথবা টিনএজ বয়সে আমরা রাসুল (সা) কে কিভাবে অনুসরণ করতে পারি তার প্রতিটি বিষয় এখানে
সাবলীল ভাষায় বাখ্যা করা হয়েছে।হযরত মুহাম্মদ (সা) বড় হয়েছেন এক প্রতিকূল পরিবেশে,আশেপাশে সবাই ছিলেন বিধর্মী,মূর্তি পূজারী। এদের মধ্যে থেকেও তিনি সমস্ত পাপকাজ থেকে নিজেকে মুক্ত রেখেছেন। মহানবী (সা) কিভাবে বড় হয়েছেন,তার মা কিভাবে তঁাকে স্নেহ করেছেন,দাদা আবদুল মুত্তালিব এর পর চাচা আবু তালিবের কাছে রাসুল(সা) কিভাবে পালিত হয়েছেন,তা বর্তমান সময়ের বাবা-মায়েরা পড়ে শিক্ষা নিতে পারে বইটি থেকে।রাসুল (সা) দুই রাতে খারাপ কাজের করতে যেতে চেয়েছিলেন , দুইবার ই মহান আল্লাহ-তায়ালা তাঁকে হেফাজত করেন।আমরাও জীবনে অনেক খারাপ কাজের প্রতি আকৃষ্ট হয়,তখন মহান রাব্বুল আলামীন আমাদের আকারে ইঙ্গিতে বাধা দিয়ে থাকেন।আমাদের তা বোঝার চেষ্টা করতে হবে।
পড়তে একটু বোরিং লাগবে,তারপরেও বলল খুব ভাল একটি বই
Profile Image for Ibnul Fiaaz Dhrubo.
123 reviews3 followers
May 15, 2023
নিঃসন্দেহে রাসূলুল্লাহ ﷺ ছিলেন সবচেয়ে স্মার্ট। শুধু ইবাদতের ক্ষেত্রে না, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তাঁকে পাই টু পাই অনুসরণ করা যায়। তাঁর আচার-আচরণ, কথাবার্তা, চালচলন থেকে শুরু করে একটা মানুষের জীবনে যা কিছু থাকতে পারে- সর্বক্ষেত্রেই তিনি অনুকরণীয় আদর্শ। চিরাচরিত সিরাত গ্রন্থগুলোতে তাঁর জীবনের ঘটনাগুলো বর্ণিত আছে। কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করে সেটা নিজের জীবনে প্রয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ আমরা সবসময় নিতে সক্ষম হই না৷ এই বইটিতে রাসূল ﷺ-এর জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক যা আমরা নিজেদের জীবনের সাথে কীভাবে মিলিয়ে নিব সেটা দেখিয়ে দেয়া আছে। এদিক দিয়ে লেখক তার চিন্তার অসাধারণ বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা হয়তোবা রাসূল ﷺ-এর আদর্শ অনুসরণ করাকে অনেক কঠিন মনে করতে পারি। কিন্তু একটু ভিন্নভাবে চিন্তা করলেই ব্যাপারটা আমাদের কাছে সহজ হয়ে যায়। এভাবে বইটি রাসূল ﷺ-এর অনুসরণ করার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারে।

তবে বইয়ের ১২৩ পৃষ্ঠায় এসে আমার নজর আটকে গেল৷ কারণ সেখানে লেখা আছে উহুদের যুদ্ধে নাকি কুরাইশরা মুসলিমদেরকে পরাজিত করে৷ এটা ঠিক যে ঐ যুদ্ধে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। কিন্তু তাই বলে এটাকে ঠিক পরাজয় বলা যথাযথ হবে না। আমার মনে হয় এখানে একটু সংশোধন প্রয়োজন।
Displaying 1 - 30 of 72 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.