This text defines and covers different themes of post-processing techniques based on mechanical, chemical/electrochemical, and thermal energy. It will serve as an ideal reference text for senior undergraduate and graduate students in diverse engineering fields including manufacturing, industrial, aerospace, and mechanical. This The primary aim of the book is to give the readers a well-informed layout of the different post-processing techniques that range from employing mechanical energy to chemical, electrochemical, and thermal energy to perform the intended task.
জাফর আলম উর্দু ও হিন্দি কথাসাহিত্যের প্রথিতযশা বাংলা অনুবাদক। তাঁর জন্ম ১৯৪৩ সালে কক্সবাজার জেলায়।
জাফর আলম পেশাগত জীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। তিনি সাপ্তাহিক পূর্বদেশ, দৈনিক সংবাদ ও পাকিস্তান অবজারভার-এ (বর্তমানে বাংলাদেশ অবজারভার) বগুড়া জেলার সংবাদাতা হিসেবে কাজ করেন। ১৯৬৪ সালে দৈনিক পাকিস্তান-এ (বর্তমানে দৈনিক বাংলা) সহ-সম্পাদক হিসেবে, পরবর্তীতে দৈনিক জনপদ-এ সিনিয়র সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা করেছেন। পরে ১৯৭৫ সালে তথ্য অধিদপ্তরে যোগদান করেন। ২০০১ সালে তিনি উপপ্রধান তথ্য অফিসার হিসেবে অবসরগ্রহণ করেন।
অনুবাদক হিসেবে জাফর আলম বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকে ভূষিত হন। ২০২০ সালের ২০ জুন তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।