
প্রতিবছর বইমেলায় একটু একটু করে পরিবর্তন আসে। এর ভালো দিক যেমন আছে, মন্দও কম নয়। "বইমেলা" নিজেই যেহেতু একটা ভালো জিনিস... সেদিক বাদ দিয়ে জানতে চাইব এবারের বইমেলার কোন দিকটি নিয়ে অসন্তুষ্টি আছে? ব্যবস্থাপনা, পরিবেশ, বই... ইত্যাদি যেকোনো কিছুই হতে পারে বিষয়বস্তু।

নিজের একটা লাইব্রেরীর স্বপ্ন ছিল। সেই লাইব্রেরী আর নিজের ঘর-এর মধ্যে কোনও পার্থক্য থাকবেনা, স্বপ্নটা এখনও মোটামুটি তেমনই আছে। শুধু একলা নিজের নেই... স্বপ্নটা এখন প্রিয় গ্রুপের জন্য।

অবশ্যই হার্ড কপি। মাঝে কিছুদিন সফট কপি সুবিধার মনে হয়েছিলো, কিন্তু হার্ড কপিতে যে আবেদনটা আছে, বই ছুঁয়ে পড়তে পারার আলাদা যে সুখ... সেটা সফট কপিতে পাওয়া সম্ভব না বিধায় হার্ড কপি-তে ব্যাক করেছি।