বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
note: This topic has been closed to new comments.
আর্কাইভ ২০১৫ (পুরনো টপিক)
>
January 2015 Monthly Group Reading Nomination (English)
date
newest »




বর্তমানে পড়ছি জেমস রোলিন্সের দ্য সিক্সথ এক্সটিংশান, কিন্তু যেহেতু বইটা সিগমা ফোর্স সিরিজের দশম উপন্যাস, তাই সাজেস্ট করলাম না। সামনে পড়বঃ
ম্যাথিউ রাইলির "দ্য গ্রেট জু অফ চায়না"

জেমস ড্যাশনারের মেজ রানার ট্রিলজির ১ম উপন্যাস "দ্য মেজ রানার"

বেন অ্যারোনোভিচের পিটার গ্র্যান্ট সিরিজের ১ম উপন্যাস "রিভারস অফ লন্ডন/মিডনাইট রায়ট"

গ্রেগ বেকের অ্যালেক্স হান্টার সিরিজের ১ম উপন্যাস "বিনীথ দ্য ডার্ক আইস"

Rizwan wrote: "আমার মনে হয় সবার এমন কোন বই সাজেস্ট করা উচিত যেটা সহজে এভেইলেবল এবং প্রত্যেকে একটা করে সাজেশন দিলেই ভাল হয়। কারণ সবাই যদি ২-৩টা করে সাজেশন দেন তাহলে ইন দি এন্ড অনেকগুলো বই সাজেশনে চলে আসে আর সেখান ..."
এত সাজেশন চলে আসবে ভাবিনি :p রেডিলি এভেইলেবিলিটির কথা আমিও ভেবেছি আসলে (তা নাহলে এক মাসে ঐ একটি বই গ্রুপ রিডিং এর জন্যে কেনা এবং পড়াটা একটু কঠিন আমার নিজের জন্য ও), কিন্তু ইবুক নিয়ে ফেসবুক এ মিস্র প্রতিকিয়া দেখেছি তাই আর মেনশন করিনি। ভালো হলো আপনি বলে ফেললেন, নেক্সট টাইম এটা রুল হিশেবে এড করতে আমার আর সংকোচ রইলোনা। আমি এই সপ্তাহ ৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলাম বাট মনে হচ্ছে আগামী পরশু ই (৫ তারিখ) Poll করে দেয়া যাবে, ভোটের টাইম লিমিট ১০ তারিখ করার ইচ্ছা আছে। সিরিজ আসলে দিতে চাচ্ছিলাম না একসাথে কারণ এ মাসে যদি আমরা সিরিজের ১ম বই পড়ি, আর তার পর নেক্সট মাসগুলোতে অন্য কোন বই ভোটে জিতে যায় তাহলে তো সিরিজটা পড়া ইনকমপ্লিট রয়ে যাবে। তাই চাইছিলাম আমরা শুধু সিরিজ বইগুলোর মধ্যে থেকে ভোট করে একটা কে সিলেক্ট করে ওটার একটি করে বই মাসে মাসে ক্রমানুসারে পড়তে থাকি। আর স্ট্যান্ড এলোন বই ও একটা পাশাপাশি পড়া চলুক।
এবারে বেশ কিছু সিরিজ বই সাজেশন এ চলে এসেছে, ইচ্ছে করলে এদের দিয়েই ভোট এর ব্যবস্থা করা যায়।
এত সাজেশন চলে আসবে ভাবিনি :p রেডিলি এভেইলেবিলিটির কথা আমিও ভেবেছি আসলে (তা নাহলে এক মাসে ঐ একটি বই গ্রুপ রিডিং এর জন্যে কেনা এবং পড়াটা একটু কঠিন আমার নিজের জন্য ও), কিন্তু ইবুক নিয়ে ফেসবুক এ মিস্র প্রতিকিয়া দেখেছি তাই আর মেনশন করিনি। ভালো হলো আপনি বলে ফেললেন, নেক্সট টাইম এটা রুল হিশেবে এড করতে আমার আর সংকোচ রইলোনা। আমি এই সপ্তাহ ৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলাম বাট মনে হচ্ছে আগামী পরশু ই (৫ তারিখ) Poll করে দেয়া যাবে, ভোটের টাইম লিমিট ১০ তারিখ করার ইচ্ছা আছে। সিরিজ আসলে দিতে চাচ্ছিলাম না একসাথে কারণ এ মাসে যদি আমরা সিরিজের ১ম বই পড়ি, আর তার পর নেক্সট মাসগুলোতে অন্য কোন বই ভোটে জিতে যায় তাহলে তো সিরিজটা পড়া ইনকমপ্লিট রয়ে যাবে। তাই চাইছিলাম আমরা শুধু সিরিজ বইগুলোর মধ্যে থেকে ভোট করে একটা কে সিলেক্ট করে ওটার একটি করে বই মাসে মাসে ক্রমানুসারে পড়তে থাকি। আর স্ট্যান্ড এলোন বই ও একটা পাশাপাশি পড়া চলুক।
এবারে বেশ কিছু সিরিজ বই সাজেশন এ চলে এসেছে, ইচ্ছে করলে এদের দিয়েই ভোট এর ব্যবস্থা করা যায়।


ইবুকের ব্যাপারে আমি কোন সমস্যা দেখি না যদি না সেটা আমাদের দেশি কোন বইয়ের হয় (বিশেষত যদি বইটা নতুন বা প্রায় নতুন প্রকাশিত হয়), বিদেশি বইয়ের ক্ষেত্রে সেরকম কোন বাধাধরার কিছু নাই, আমার সাজেশন দেয়া সবগুলো ইংরেজি বইই আমি ইবুকে পড়ব। আর আমরা সবাই মাসে একাধিক বইই পড়ি, সো সিরিজের ১ম বই পড়ে পরের মাসে অন্য কোন সিরিজের ১ম বই বা স্ট্যান্ড এলোন কিছু পড়ার প্রবলেম হবার কথা না... যার কাছে আগের মাসের পড়া ১ম বইটা ভাল লাগবে সে নিজের মত করে সিরিজটা কন্টিনিউ করবে, চাইলে গ্রুপে "Buddy read" সিস্টেম চালু করে আলাদা একটা পোস্ট রাখবে যেখানে তার সাথে অন্য কারা কারা সিরিজটা এক সাথে পড়া কন্টিনিউ করতে চায় তাদের নিজেদের আলাপ-আলোচনা। কিন্তু অফিসিয়ালি পুরো গ্রুপকে সেটা ফলো করতে হবে না, আমরা নিজেদের মত নতুন নতুন সিরিজের ১ম বই বা স্ট্যান্ড এলোন বই পড়ে যাব সবাই একসাথে। একই সিরিজ সবাই মিলে মাসের পর মাস কন্টিনিউ করায় প্রবলেম হচ্ছে একটা সিরিজ কেউ শুরু করলে দেখা যায় টানের উপরে এক মাসেই ৩-৪টা পার্ট পড়া হয়ে গেল (পরের পার্ট পরের মাসে শুরু করার জন্য বসে না থেকে) আবার কারও টানা সিরিজ পড়তেও বিরক্তি লাগতে পারে, হয়তো ১-২ বই পড়েই আর পড়তে আগ্রহী হল না... সেজন্য মাসে মাসে ১টা সিরিজ কন্টিনিউ না করে অফিসিয়াল গ্রুপ রিড হিসেবে আমরা এমন সব বইই পড়লেই ভাল হয় যেগুলো যে কেউ যেকোন মাসে আমাদের সাথে যুক্ত হয়ে পড়া শুরু করতে পারে, আর সাথে বাডি-রিড ব্যাপারটাও চালু থাকবে, যে যার মত পূর্বে শুরু করা সিরিজ চালিয়ে যাবে যারা তার সাথে যোগ দিতে আগ্রহী তাদের সাথে :)
Fariha wrote: "Series er 1st boi select korle mone hoi kono problem hobe na.GR e onek group ei erokom hoi dekhechi.r series er porer boigula nahoi member ra nijerai personally pore nilen."
আপু সিরিজ এভাবে পড়ার বড় সমস্যা হবে ১ম বই পড়ার পর হঠাৎ ৩/৪ মাস পর দেখবেন ঐ সিরিজ এর ৩য় অথবা ৫ম বই সিলেক্ট হয়ে গেল, অনেকেই হয়তো তখন ঐ মাসের গ্রুপ রিডিং করতে চাইবেননা। গ্রুপ এ এসব জিনিস প্রথম থেকে ট্রেক না রাখলে পরে হিসেবে গুলিয়ে যায়, বিলিভ মি, আমি দেখেছি এরকম এক্সপেরিয়েন্স হওয়ার পর বেশ কিছু গ্রুপ সিরিজ বই গুলো আলাদা ভাবে পড়ে এখন। এন্ড এই সিস্টেম অরগ্যানাইজড। সিরিজ বই তো অবশ্যই ভোট এর মধ্যে দিব কিন্তু আলাদা ভাবে, যার ইচ্ছা হবে সে স্ট্যান্ড এলোন সিঙ্গেল বুক পড়বে, আর যার ইচ্ছা হবে সে সিরিজটা পড়বে, আর কেউ চাইলে ২টাই পড়বে।
আপু সিরিজ এভাবে পড়ার বড় সমস্যা হবে ১ম বই পড়ার পর হঠাৎ ৩/৪ মাস পর দেখবেন ঐ সিরিজ এর ৩য় অথবা ৫ম বই সিলেক্ট হয়ে গেল, অনেকেই হয়তো তখন ঐ মাসের গ্রুপ রিডিং করতে চাইবেননা। গ্রুপ এ এসব জিনিস প্রথম থেকে ট্রেক না রাখলে পরে হিসেবে গুলিয়ে যায়, বিলিভ মি, আমি দেখেছি এরকম এক্সপেরিয়েন্স হওয়ার পর বেশ কিছু গ্রুপ সিরিজ বই গুলো আলাদা ভাবে পড়ে এখন। এন্ড এই সিস্টেম অরগ্যানাইজড। সিরিজ বই তো অবশ্যই ভোট এর মধ্যে দিব কিন্তু আলাদা ভাবে, যার ইচ্ছা হবে সে স্ট্যান্ড এলোন সিঙ্গেল বুক পড়বে, আর যার ইচ্ছা হবে সে সিরিজটা পড়বে, আর কেউ চাইলে ২টাই পড়বে।
Rizwan wrote: "Bookish wrote: "এত সাজেশন চলে আসবে ভাবিনি :p রেডিলি এভেইলেবিলিটির কথা আমিও ভেবেছি আসলে (তা নাহলে এক মাসে ঐ একটি বই গ্রুপ রিডিং এর জন্যে কেনা এবং পড়াটা একটু কঠিন আমার নিজের জন্য ও), কিন্তু ইবুক নিয়ে..."
Ok এই আইডিয়াটাও ঠিক আছে। তাহলে কিন্তু সিরিজের শুধু ১ম বই কেই ভোটের জন্য রাখা যাবে, ঠিক? কেউ এর পরের বই গুলো দিতে পারবেননা। যদি সিরিজ কন্টিনিউ করে পড়তে চাই অথবা আগে পড়া কোন সিরিজ গ্রুপ এর সাথে পড়তে চাই তাহলে শুধু বাডি রিডিং সিস্টেম এ পড়তে পারবেন। গ্রুপ এর মাসিক বই শুধু স্ট্যান্ড এলোন এবং সিরিজের ১ম বই থাকবে।
Ok এই আইডিয়াটাও ঠিক আছে। তাহলে কিন্তু সিরিজের শুধু ১ম বই কেই ভোটের জন্য রাখা যাবে, ঠিক? কেউ এর পরের বই গুলো দিতে পারবেননা। যদি সিরিজ কন্টিনিউ করে পড়তে চাই অথবা আগে পড়া কোন সিরিজ গ্রুপ এর সাথে পড়তে চাই তাহলে শুধু বাডি রিডিং সিস্টেম এ পড়তে পারবেন। গ্রুপ এর মাসিক বই শুধু স্ট্যান্ড এলোন এবং সিরিজের ১ম বই থাকবে।

ঠিক। একজ্যাক্টলি এটাই বলতে চেয়েছি :)

Nusrat wrote: "একবার একটা সিরিজ শুরু করলে যেন সেটার প্রতিটা বই পড় পড় মাসগুলোতে পড়ে সিরিজ টা কমপ্লিট করা হয় । নাহলে প্রথম বই পড়ে ফেলে রাখা হয় পরে গিয়ে আর কোন খোঁজ খবর থাকে না। -_-"
অবশ্যই করব কিন্তু আলাদা ভাবে। চিন্তা করবেননা। বাডি রিডিং সিস্টেমটাই হবে সিরিজ কন্টিনিউ করার জন্য। ঝামেলা যে হবে তা জানি, কারণ যদি পরপর অনেক সিরিজ মাসিক গ্রুপ বুক হিসেবে সিলেক্ট হয়ে যায় তখন কোনটা ফেলে কোনটা বাডি রিডিং এ রাখবো ওটা নিয়ে ঝামেলা হবার আশঙ্কা আছে। যাই হোক যখন ঝামেলা হবে তখন ঠিক করতে রুল আবার চেঞ্জ করা যাবে, নো ওরিস ;) তখন আমি বলার সুযোগ পাবো "I told you so"! :p
অবশ্যই করব কিন্তু আলাদা ভাবে। চিন্তা করবেননা। বাডি রিডিং সিস্টেমটাই হবে সিরিজ কন্টিনিউ করার জন্য। ঝামেলা যে হবে তা জানি, কারণ যদি পরপর অনেক সিরিজ মাসিক গ্রুপ বুক হিসেবে সিলেক্ট হয়ে যায় তখন কোনটা ফেলে কোনটা বাডি রিডিং এ রাখবো ওটা নিয়ে ঝামেলা হবার আশঙ্কা আছে। যাই হোক যখন ঝামেলা হবে তখন ঠিক করতে রুল আবার চেঞ্জ করা যাবে, নো ওরিস ;) তখন আমি বলার সুযোগ পাবো "I told you so"! :p

অনেক সাজেশন হয়ে গেছে তাই টপিক ক্লোজ করে দিলাম। সবাই গিয়ে এবার ভোট দিন। :)
January 2015 Monthly Group Read (English)
January 2015 Monthly Group Read (English)
This topic has been frozen by the moderator. No new comments can be posted.
Books mentioned in this topic
Excavation (other topics)The Rook (other topics)
The Girl With All the Gifts: Extended Free Preview (other topics)
Midnight Riot (other topics)
The Maze Runner (other topics)
More...
*** Please mention Stand-alone books or collection of small stories, AND
NO SERIESONLY The 1ST Book of the series (We will have buddy reading system for the rest of the books of a single series. Thanks!)*** You can also add the Translated book (বাংলা অনুবাদ).
Which English Book are you planning to read this January month? Share it with us, maybe the whole lot of us will read it with you! :)
You can recommend more than one book. Mention the book name and the author name (If possible mention the genre too) on the comment box and post it.
Use the "add book/author option" to share the book's GR link so we can know about the book's information. If you do not know how to use this option please see this add book/author post.