বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
বই-আড্ডা
>
Forgot a book title? Ask for help here :)
date
newest »

সাহায্য চেয়ে প্রথম কমেন্ট আমি ই করলাম ;)
Genre: ছোটদের সায়েন্স ফিকশন ধরনের গল্প ছিল। সম্ভবত একটা ছোট গল্পের সংকলনে পড়েছিলাম
প্রকাশনী অথবা published year মনে নেই।
Story summary: গল্পটা ছিল একটি ছোট মেয়ে এবং তার জন্য নতুন কিনে আনা ছোট একটি কুকুরের ছানাকে নিয়ে। ছোট মেয়েটি খেয়াল করে তার কুকুরছানাটি সাধারন কুকুরদের থেকে অনেক বেশি intelligent। যেমন কিনা সে ছোট খাটো যোগফল-বিয়োগ অংক করতে পারে। বাচ্চাদের জন্য লেখা গল্প শুনতে পছন্দ করে এবং তার response এ বোঝা যায় সে গল্পের সব কিছুই একজন মানুষের মতোই বুঝতে পারছে। একদিন মেয়েটি কুকুরছানাটির মাথার লোমের নিচে বড় একটি অপারেশনের কাটা চিহ্ন দেখতে পায়। এরপর ঠিক কি ভাবে কুকুরছানার রহস্য উন্মোচন হোল মনে নেই - শুধু মনে আছে কুকুরছানাটির ব্রেনটি আসলে মানুষের ছোট বাচ্চার ব্রেন দিয়ে অপারেশনের মাধ্যমে replace করা হয়েছে। ১৫/১৬ বছর আগে পড়া এই গল্পটি আমি এখনো ভুলতে পারিনি। হয়তো অনেক ছোট থাকতে পড়েছিলাম এইরকম বিষণ্ণ এবং রোমহর্ষক গল্প সেজন্য। :(
Genre: ছোটদের সায়েন্স ফিকশন ধরনের গল্প ছিল। সম্ভবত একটা ছোট গল্পের সংকলনে পড়েছিলাম
প্রকাশনী অথবা published year মনে নেই।
Story summary: গল্পটা ছিল একটি ছোট মেয়ে এবং তার জন্য নতুন কিনে আনা ছোট একটি কুকুরের ছানাকে নিয়ে। ছোট মেয়েটি খেয়াল করে তার কুকুরছানাটি সাধারন কুকুরদের থেকে অনেক বেশি intelligent। যেমন কিনা সে ছোট খাটো যোগফল-বিয়োগ অংক করতে পারে। বাচ্চাদের জন্য লেখা গল্প শুনতে পছন্দ করে এবং তার response এ বোঝা যায় সে গল্পের সব কিছুই একজন মানুষের মতোই বুঝতে পারছে। একদিন মেয়েটি কুকুরছানাটির মাথার লোমের নিচে বড় একটি অপারেশনের কাটা চিহ্ন দেখতে পায়। এরপর ঠিক কি ভাবে কুকুরছানার রহস্য উন্মোচন হোল মনে নেই - শুধু মনে আছে কুকুরছানাটির ব্রেনটি আসলে মানুষের ছোট বাচ্চার ব্রেন দিয়ে অপারেশনের মাধ্যমে replace করা হয়েছে। ১৫/১৬ বছর আগে পড়া এই গল্পটি আমি এখনো ভুলতে পারিনি। হয়তো অনেক ছোট থাকতে পড়েছিলাম এইরকম বিষণ্ণ এবং রোমহর্ষক গল্প সেজন্য। :(

Genre: ছোটদের সায়েন্স ফিকশন ধরনের গল্প ছিল। সম্ভবত একটা ছোট গল্পের সংকলনে পড়েছিলাম
প্রকাশনী অথবা published year মনে নেই।
Story summary: গল্পটা ছিল একটি ছো..."
মুহম্মদ জাফর ইকবালের লেখা। খুব সম্ভবত "জলজ" সায়েন্স ফিকশন সংকলনের প্রথম গল্প ছিল একটা, আবার "বেজি" প্রথম গল্পও হতে পারে পুরোপুরি শিওর না।
Rizwan wrote: "মুহম্মদ জাফর ইকবালের লেখা। খুব সম্ভবত "জলজ" সায়েন্স ফিকশন সংকলনের প্রথম গল্প ছিল একটা, আবার "বেজি" প্রথম গল্পও হতে পারে পুরোপুরি শিওর না। "
তাই? হুম হতে পারে মুহম্মদ জাফর ইকবালের। ওকে দেখি গুগল মামা হেল্প করতে পারেন কিনা জলজ অথবা বেজি এর ছোট গল্পগুলোর নাম নিয়ে :) Thanks!
তাই? হুম হতে পারে মুহম্মদ জাফর ইকবালের। ওকে দেখি গুগল মামা হেল্প করতে পারেন কিনা জলজ অথবা বেজি এর ছোট গল্পগুলোর নাম নিয়ে :) Thanks!

"জলজ বইটি মূলত একটি গল্প সমগ্র। তবে আশ্চর্যের বিষয়, প্রতিটা গল্পই একে অপরের থেকে আলাদা। প্রত্যেকটি সায়েন্স ফিকশন। জেমনঃ
১. ডক্টর ট্রিপল এ - এই গল্পে দেখানো হয়েছে যে, একজন নিউরো সার্জন কিভাবে মানুষকে হত্যা করে তার মস্তিষ্ক কুকুর জাতীয় প্রাণীর মধ্যে প্রতিস্থাপন করে শুধুমাত্র উন্নত জাতের কুকুর তৈরির জন্য। কিন্তু সে ভুলে যায়, দেহ কুকুরের হলেও মস্তিষ্ক মানুষের, যা পরবর্তীতে তার জন্য কাল হয়ে দাড়ায়। এবং এর বিরুদ্ধে রুখে দাড়ায় ছোট একটি মেয়ে ও তার বাবা।
২. দ্বিতীয় জীবন- গল্পটি ভৌতিক। এবং প্রতিশোধ নিতে এক বাক্তির পুনরায় আবির্ভাব হয় মৃত্যুর পর।
৩. সোলায়মান আহমেদ ও মহাজাগতিক প্রাণী- সোলায়মান আহমেদ নামে একজন দাবি করে, ভিন গ্রহের প্রাণী তাকে ধরে নিয়ে গিয়েছিল। এবং খ্যাতি অর্জনের জন্য সে সারা দেশ থেকে সাংবাদিকদের নিয়ে এসে সংবাদ সম্মেলন করে। কিন্তু যখন বড় বড় মানুষেরাও তার এ মিথ্যা ধরতে পারে না, তার এ মিথ্যা ধরে দেয় ছোট একটি ছেলে।
৪.মহাজাগতিক কিউরেটর- ভিনগ্রহের প্রানিরা পৃথিবীতে আসে পৃথিবীর শ্রেষ্ঠ প্রানিটিকে নিয়ে যেতে। শেষ পর্যায়ে শ্রেষ্ঠ প্রাণী মানুষ, একটি সামান্য পিপ্রার কাছে পরাজিত হয়।
৫. জলজ- ইয়ুল নামের একটি তরুন পৃথিবীতে ফিরে আসে। কিন্তু এসে দেখতে পায়, অনেক আগেই সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু পরক্ষনেই তার ধারনা পাল্টে যায়। সে দেখে, মানুষ অভিযোজিত হয়ে জলজ প্রানিতে পরিণত হয়েছে। এবং সে পৃথিবীতে থেকে যাবার ইচ্ছা পোষণ করে।
তাই একসাথে এতগুল সায়েন্স ফিকশন পড়ার জন্য বইটি অবশ্যই পড়তে হবে।"
Rizwan wrote: "হুম, শিওর হলাম জলজের প্রথম গল্পই। গল্পটার নাম "ডক্টর ট্রিপল এ"। জলজের রিভিউ পেলাম একটা রকমারি পেজে
"জলজ বইটি মূলত একটি গল্প সমগ্র। তবে আশ্চর্যের বিষয়, প্রতিটা গল্পই একে অপরের থেকে আলাদা। প্রত্যেকট..."
হুম এখন মনে পড়ছে পুরো সংকলন টাই পড়া হয়েছিল। ডক্টর ট্রিপল এ টা মনে দাগ কেটেছিল বেশি।
আরেকটা ছোট গল্পের কথা মনে পড়ছে - একটি মেয়ে দিনের যেকোন সময়ে একদম ঠিক সময়টা বলে দিতে পারতো। প্রথম প্রথম সবাই ভাবতো ও আন্দাজ করে ঠিক সময়টা বলে দিতে পারছে। পরে ওর এই ক্ষমতার কথা অনেক প্রচার পায় এবং সম্ভবত দেশের বিজ্ঞানীরা ওর এই ক্ষমতার পরীক্ষা করে ব্যাপারটার সত্যতা নিশ্চিত করেন। পরে ওকে দেশের বাইরে কোন গবেষণা ইন্সটিটিউট এ পাঠানো হয় - কিন্তু ওখানে ওর ক্ষমতা আর কাজ করেনা। ওকে যতবারই সময় জিজ্ঞেস করা হয় ও একি সময় বার বার বলতে থাকে। পরে বইটিতে বলা হয় মেয়েটির বাড়িতে একটি অতি পুরোন দেয়ালঘড়িতে মাকড়সা বাসা বেঁধে বসে থাকাতে ঘড়িটি বন্ধ হয়ে গেছে, এবং মেয়েটি বারবার যেই সময়টি বলছিল ঘড়িতে সেই সময়ে ঘড়ির কাটা আটকে আছে।
"জলজ বইটি মূলত একটি গল্প সমগ্র। তবে আশ্চর্যের বিষয়, প্রতিটা গল্পই একে অপরের থেকে আলাদা। প্রত্যেকট..."
হুম এখন মনে পড়ছে পুরো সংকলন টাই পড়া হয়েছিল। ডক্টর ট্রিপল এ টা মনে দাগ কেটেছিল বেশি।
আরেকটা ছোট গল্পের কথা মনে পড়ছে - একটি মেয়ে দিনের যেকোন সময়ে একদম ঠিক সময়টা বলে দিতে পারতো। প্রথম প্রথম সবাই ভাবতো ও আন্দাজ করে ঠিক সময়টা বলে দিতে পারছে। পরে ওর এই ক্ষমতার কথা অনেক প্রচার পায় এবং সম্ভবত দেশের বিজ্ঞানীরা ওর এই ক্ষমতার পরীক্ষা করে ব্যাপারটার সত্যতা নিশ্চিত করেন। পরে ওকে দেশের বাইরে কোন গবেষণা ইন্সটিটিউট এ পাঠানো হয় - কিন্তু ওখানে ওর ক্ষমতা আর কাজ করেনা। ওকে যতবারই সময় জিজ্ঞেস করা হয় ও একি সময় বার বার বলতে থাকে। পরে বইটিতে বলা হয় মেয়েটির বাড়িতে একটি অতি পুরোন দেয়ালঘড়িতে মাকড়সা বাসা বেঁধে বসে থাকাতে ঘড়িটি বন্ধ হয়ে গেছে, এবং মেয়েটি বারবার যেই সময়টি বলছিল ঘড়িতে সেই সময়ে ঘড়ির কাটা আটকে আছে।
Fariha wrote: "গল্পটার নাম ঘড়ি, যতদূর মনে পরে হুমায়ুন আহমেদের ছোট গল্প এটা।নামটা শিওর কিন্তু লেখক পুরাপুরি শিওর না"
Thanks apu :)
Thanks apu :)
বছর টা সম্ভবত ১৯৯৩/১৯৯৪, আমার আব্বু ৪টি রুপকথার বই বইমেলা থেকে কিনে দিয়েছিলেন। নাম খুব সম্ভবত - এশিয়ার রূপকথা ১, এশিয়ার রূপকথা ২, এশিয়ার রূপকথা ৩, এশিয়ার রূপকথা ৪। এশিয়ার বিভিন্ন দেশের রুপকথা গল্পের সংকলন ছিলো - চীনা, জাপান, বাংলাদেশ, ইত্যাদি। বাংলাদেশের কোন এক অঞ্চলের লাল পাহাড়ের মাটি লাল কেন সেটা নিয়ে একটি রূপকথা ছিলো যেটা মনে বেশ দাগ কেটেছিলো। মাঝে মাঝে মনে হয় যদি বের করতে পারতাম কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিলো সংগ্রহ করার চেষ্টা করতাম।

Auyon wrote: "বাংলাদেশ শিশু একাডেমীর বেশ কিছু বই ছিল রুউপকথার উপরে। যতদূর মনে পড়ে এশিয়ার লোক্কাহিনী বা এই রকম নামে একটা সিরিজও ছিল। খোঁজ করে দেখতে পারেন।"
Thanks!
Thanks!
কমেন্টে যেই বইটি আপনি খুঁজছেন সেই বইটির গল্প নিয়ে যা কিছু মনে করতে পারেন লিখে ফেলুন। সম্ভব হলে প্রধান চরিত্রটির important characteristics, বইটির genre, কোন নামকরা প্রকাশনী থেকে প্রকাশিত হলে সেটার নাম এবং published year উল্লেখ করুন।
আমি এখানে যারা বইয়ের নাম খুজতে কমেন্ট করবেন তাদের কমেন্টের লিংক দিয়ে দিব। যেন সবাই সহজেই help comment গুলো পড়তে পারেন এবং যে কেউ help করতে পারেন। বইয়ের নাম খুজে পাওয়া গেলে সেটার পাশে উল্লেখ করে দিব সাহায্যকারীর কমেন্টের লিংক সহ। সুতরাং যারা সাহায্য চেয়ে কমেন্ট করবেন তারা এই পোস্ট এর update এ খেয়াল রাখবেন এবং আপনার বইটির নাম খুজে পাওয়া গেলে একটা response comment করবেন। বইয়ের নাম খুজে পাওয়ার ১মাস পড়েও যদি বইটির নাম খোঁজা সদস্যের কোন response না আসে সেই book title query এখান থেকে মুছে দেয়া হবে।
নিম্নের সদস্যদের জন্য বইয়ের নাম খোঁজা হচ্ছে -
Searching for Bookish Moon - Found