বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion

This topic is about
চাঁদের পাহাড়
আর্কাইভ ২০১৫ (পুরনো টপিক)
>
Monthly Group Read (বাংলা) February 2015 - চাঁদের পাহাড় by বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
date
newest »

সানডে সাসপেন্স এর চাঁদের পাহাড় অডিওটা শুনছি। অসাধারন লাগছে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং যারা শঙ্কর এবং ডিয়েগো আলভারেজ এর চরিত্রে কণ্ঠ দিয়েছেন, সব মিলিয়ে পুরো গল্পের পরিবেশনা কাহিনীটাকে পাঠকের জন্য জীবন্ত করে তোলে বলে মনে হচ্ছে আমার কাছে। তবে প্রতি চ্যাপ্টার এর শুরুতে সানডে সাসপেন্স অনুষ্ঠানের মিউজিক এবং আগের চ্যাপ্টারটির সারাংশ বলে, যেটা বারবার শুনতে একটু বিরক্ত লাগে। প্রথমে পিডিএফ দিয়ে পড়া শুরু করেছিলাম, কিছুতেই ৩/৪ পৃষ্ঠার বেশি পড়তে পারছিলামনা, কাহিনী খুবই নিরশ কিছু মনে হচ্ছিলো। যদিও আসল গল্পে প্রবেশের তখন ও অনেক দূরে। কিন্তু অডিওবুকটা শুনে বুঝলাম বইটা না পড়লে, আই মিন না শুনলে কি মিস করতাম! গল্পের বেশ কিছু অংশ আমাকে একেবারে পিলে চমকানো ভয় দেখিয়েছে। এবং এর পুরো কৃতিত্ব অডিওবুক টার। কারণ একি অংশ আমি আগে পিডিএফ এ পড়ে দেখিছি, আমার একটুও ভয় লাগেনি। কিন্তু অডিওবুকের ব্যাকগ্রাউন্ড এবং কণ্ঠ অভিনেতারা সেই অংশগুলোর বর্ণনা এমন ভাবে দিয়েছেন যে আমার মধ্যে রোমটে খাড়া করা ভয়ের শিহরণ বয়ে গিয়েছিলো। তবে কথা হলও যে, এহেম এহেম, আমি এমনিতেই একটু ভীতু প্রকৃতির মানুষ তাই অল্পেই ভয় পেয়েছি কিনা বলতে পারবোনা। ৫ ঘণ্টার অডিও তাই শেষ করতে বেশ সময় লাগছে, একবারের বসায় ৩০মিনিটস এর বেশি শুনতে পারছিনা বিভিন্ন কারনে। ৩ ঘণ্টা শোনা হয়ে গেছে, মনে হয় আর ২/৩ দিন সময় করে শুনলেই শেষ হয়ে যাবে। ইচ্ছে আছে সানডে সাসপেন্সের সব যেকয়টি অডিওবুক জোগাড় করতে পারবো সব শোনার চেষ্টা করবো। :)

গ্রুপের সাথে বইটি পড়া হয়নি জীবনের তাগিদে ক্রমাগত ছুটতে থাকার বাধ্যবাধুকতার জন্য। কিন্তু আমার কৈশোরের খুব বড় একটা জায়গা জুড়ে থাকা চাঁদের পাহাড় আজো মনের মনিকোঠায় অত্যুজ্জ্বল হয়ে রয়েছে। সুযোগ পাওয়া মাত্র আরেকবার পড়ে ফেললাম, আর আবারও মুগ্ধ হয়ে গেলাম।
বইটি কেমন লাগলো - নিজের মতামত, অনুভুতি শেয়ার করুন। কাহিনী বলতে গিয়ে Spoiler ইউজ করলে অবশ্যই Spoiler কোড ইউজ করুন, [কিভাবে এটি ইউজ করতে হয় জানতে এই লিংক এ যান - comment formatting tips] নয়তো কমেন্ট এর শুরুতেই ***Spoiler Alert*** লিখুন। অনুরোধ করছি সবার কাছে নিয়মটি মেনে চলতে।
***সবার নিজের নিজের মতামত থাকবে, কারো বইটি ভালো লাগবে, কারো হয়তো ভালো লাগবেনা। সবার অনুভুতি এবং মতামত এর প্রতি শ্রদ্ধা প্রকাশ করুন। গঠনমূলক বিতর্ক চলুক - কিন্তু অহেতুক ঝগড়ার অথবা ব্যক্তিগত আক্রমণের দিকে যেন না চলে যায় সেটা খেয়াল রাখুন। আপনার প্রিয় লেখক অথবা বইকে পছন্দ না করা মানে আপনাকে অপছন্দ করা নয় - এই কথাটা সবাই মাথায় রাখি।
***IMPORTANT: USE OF SPOILER ALERT
সবাইকে ধন্যবাদ। :)
হ্যাপি রিডিং!