অনেক দিন পর আবার এখানে ফিরে এসেছি। নুতন একটা গল্প দিয়েছি, এই গল্পে বানিয়ে বানিয়ে একটা কোচিং সেন্টারের নাম ব্যাবহার করেছি, আশা করছি সত্যি সত্যি এই নামে কোনো কোচিং সেন্টার নেই! যদি থেকে থাকে তাহলে মিলটা একেবারেই কাকতালীয়।
আবার প্রশ্নের দরজাটি খুলে দেয়া হয়েছে। লক্ষ্য করেছি প্রশ্নের সাথে সাথে নানা ধরনের মন্তব্য, চিঠিপত্র, কবিতা, ধন্যবাদ, ভালোবাসা আর অনেক কিছু আসে। সবগুলো আমি মন দিয়ে পড়ি কিন্তু সবগুলোর উত্তর দিতে পারব বলে মনে হয়না। কাজেই এখন থেকে উত্তর দেয়ার বেলায় প্রথমে বেছে নেয়া হবে ছোটদের প্রশ্ন, সেটা নিয়ে কেউ নিশ্চয়ই আপত্তি করবে না!
সবার জন্যে ভালোবাসা।
মুহম্মদ জাফর ইকবাল
২ সেপ্টেম্বর ২০১৬
Published on September 02, 2016 11:05