বৈদিক আর্য ধর্মাবলম্বীদের সঙ্গে ভারতবর্ষে বসবাসকারী বিভিন্ন অনার্য ধর্মাবলম্বীদের প্রথম পরিচয় শুধু ধ্বংস ও সংঘাতের মাধ্যমেই হয়েছিল মনে হয়। কিন্তু ইসলাম ধর্মের উদ্ভব হওয়ার অনেক আগে থেকেই ইরানি, আরব্য, তুর্কি প্রভৃতি মধ্য ও পশ্চিম প্রাচ্যের অধিবাসীদের সঙ্গে ভারতীয়দের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিল এবং ভারতবর্ষে মুসলিমদের সশস্ত্র অভিযানগুলাে শুরু হওয়ার আগেইইসলাম ধর্মাবলম্বী বণিকরা ভারতবর্ষের কোনাে কোনাে স্থানে, বিশেষত কেরলে একটা নিজস্ব সমাজ গড়ে তুলেছিল। যেমন মুসলিম সৈনিকদের অভিযান শুরুর আগ...
Published on October 22, 2020 23:15