স্কুলে পড়ার সময় দেখতাম সরকার বদলালে ইতিহাস বদলাত। বিশেষ করে স্বাধীনতার ইতিহাস। তখন থেকেই ইতিহাসের প্রতি বিতৃষ্ণা নিয়ে বড় হই। এখন বুঝতে পারি ভুল করেছি। সঠিকটা জানার আগ্রহ ছিল না কিশোর বয়সে। গল্প-উপন্যাস পড়া, কম্পিউটার গেমস, খেলাধুলা এসবই ছিল সঙ্গী। বড় হলাম, জানার আগ্রহ বাড়লো। এই জমিনে নিজের অস্তিত্বের স্থান বুঝার চেষ্টা করতে গিয়ে আবার ইতিহাসের দারস্থ হতে হলো। ইতিহাস সরকারপ্রতি বদলালেও একটা জিনিস মোটামুটি স্থির ছিল। আর তা হলো রাজাকার নামের কিছু অন্যায়কারী মানুষকে ইসলামের লেবাসে উপস্থাপন। মধ্যবিত্ত...
Published on October 31, 2020 21:33