মেডিকেলের ক্লান্তিকর পড়াশোনার অবসরে অন্যবই নিয়ে বসে পড়ি। কিছুদিন ধরে বামঘেঁষা সাংবাদিক মাসুদুল হকের বহুল আলোচিত বই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ‘র’ এবং সিআইএ পড়ছিলাম। বইটা ব্যতিক্রমধর্মী। ইতিহাসের প্রচলিত বয়ান থেকে ভিন্ন। ভাবলাম বইয়ের সারকথা জানিয়ে রাখা যাক। লেখক নিজেই বইয়ের এক পর্যায়ে তার বক্তব্য একত্রে গুছিয়ে দিয়েছেন। সেটাই #rA_BookClub এর ব্যানারে শেয়ার করলাম।
পাকিস্তান ও ভারতকে সরাসরি যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েও আইউব উৎখাতে ব্যর্থ হয়ে তৎকালীন মার্কিন প্রশাসন নামে ছয় দফার মাধ্যমে ...
Published on November 03, 2020 22:45