বিজ্ঞানবাদ-এর লক্ষণঃ পশ্চিমা অ্যাকাডেমিকের চোখে

অনেকেই আমার কাছে জানতে চান, কেউ বিজ্ঞানবাদে আক্রান্ত কি-না কীভাবে বুঝবো? কীভাবে বিজ্ঞানের ক্ষতি করা থেকে তাদের রুখবো? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই এর উত্তরটাও জানা থাকা দরকার। এই উত্তরের খোঁজে চলুন যাওয়া যাক পশ্চিমা অ্যাকাডেমিয়ায়।
শুরুতেই বিজ্ঞান ও বিজ্ঞানবাদের বুনিয়াদি তফাৎ বুঝে নিই। বিজ্ঞান হলো বস্তুজগত সম্পর্কে জ্ঞান অর্জনের একটি সীমিত মাধ্যম। যেখানে কিছু পূর্বানুমান (presuppositions) এর উপর দাঁড়িয়ে বস্তুজগত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্যবেক্ষণ করা হয় এবং (সচরাচর) আরোহ যুক্ত...

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2021 21:06
No comments have been added yet.