দৃঢ় হোক দ্বীনের পথে যাত্রা

আলহামদুলিল্লাহ আমরা যখন কোনো এক উসিলায় হিদায়াত পাই এবং অত্যন্ত আনন্দের সাথে নিজেদের নামের পাশে “প্র্যাক্টিসিং” শব্দটা যুক্ত করি এরপর তা আমাদের আচরণে কতটা প্রতিফলিত হয়?

আমাদের এই “দ্বীনে ফেরা” থেকে কি আশেপাশের মানুষগুলো উপকৃত হতে শুরু করে? আমরা কি  আবেগ এবং বুদ্ধিমত্তার ভারসাম্য বজায় রাখতে পারি ? নাকি “দ্বীনের নামে” ক্ষণে ক্ষণে সম্পর্ক নষ্ট করার চর্চা শুরু করি?

আমরা কি জানি ইসলামে নতুন আসার পর  সবার আগে আমাদের ফোকাস হওয়া উচিত  জ্ঞানার্জনের দিকে?  আমরা যদি কুরআনের আয়াত নাযিলের ক্রমধারা খেয়াল করি তবে দেখবো, একটা পুরোপুরি অনৈসলামিক সমাজে প্রথম নির্দেশ ছিলো ”পড়ো, তোমার রবের নামে।”

এরপরের ইমিডিয়েট ফোকাস হওয়া উচিত “ আখলাক্ব।” যদিও এটা নিয়ে মতভেদ আছে যে আগে সূরা ক্বালাম নাকি সূরা মুযযাম্মিল নাযিল হয়েছে, তবে একদম শুরুর দিকে যে সূরা ক্বালাম নাযিল হয়েছে সে ব্যাপারে সন্দেহ নেই। আর এই সূরাতে আল্লাহর দৃষ্টিতে খুবই অপছন্দনীয় কিছু স্বভাবের কথা উল্লেখ করা হয়েছে।

আয়াত নাযিলের এই ক্রম না জানার কারণে আমরা fatal সব ভুল করে ফেলি।আমরা হয়তো ইসলামী জ্ঞান অর্জনের গুরুত্ব ঠিকই বুঝতে পারি কিন্তু জ্ঞানকে ’দ্বীনী’ ও ’দুনিয়াবী ’এই দুই ভাগে অযথা ভাগ করে পরিবারের সাথে নিতান্ত অপ্রয়োজনীয় একটা বিরোধে জড়িয়ে যাই। ইসলামে আসার পর সবার আগে একজন ভালো মেয়ে কিংবা ভালো বোন হবার বদলে আমরা হয়ে যাই আরও দুর্বিনীত একজন, যে হঠাৎ করেই তার পরিবারের কাউকে সহ্য করতে পারছে না কারণ তারা নন প্রাক্টিসিং আর সে প্রাক্টিসিং! কিন্তু আমাদের এই আচরণ যে আদতে কতটা ভুল, শয়তান যে এভাবে পরিবার, আত্মীয় থেকে দূরে সরিয়ে আমাদের  একা করে ফেলতে চায় তা আমরা আদৌ বুঝি না।

 এই কোর্সে আলোচনা করা হয়েছে কীভাবে প্র্যাক্টিসিং মুসলিমাহ হিসেবে সুষ্ঠু ইলম অর্জনের হাতেখড়ি হবে, কীভাবে পরিবারের মানুষগুলোর সাথে ভারসাম্যপূর্ণ আচরণ করা যাবে।

যদিও যারা দ্বীন ইসলামের পথে নতুন, তাদের কথা মাথায় রেখে এই কোর্স ডিজাইন করা হয়েছে

তারপরও এটা সবার জন্য উন্মুক্ত । যদি কেউ মনে করেন এই কোর্স করলে তারা নতুন সহযাত্রীদের সাহায্য করতে পারবেন তাহলে তারাও কোর্সটি করতে পারেন।

দৃঢ়, আত্মবিশ্বাসী পদক্ষেপে দ্বীনের পথে যাত্রায় আপনাকে স্বাগতম!

কোর্সের নাম:  দৃঢ় হোক দ্বীনের পথে যাত্রাকোর্স থেকে আপনারা যা যা শিখবেন:  ইসলামে আসার পর—

১। ইসলামিক, একাডেমিক, আত্মউন্নয়ন মূলক জ্ঞানসহ  সব ধরনের পড়াশোনার মাঝে কীভাবে ভারসাম্য করবেন (Knowledge gain- why, what & how)

২। আবেগ ও বুদ্ধিমত্তার মধ্যে কীভাবে ভারসাম্য করবেন (Emotional intelligence)

৩। পরিবারের সাথে কীভাবে সুসম্পর্ক বজায় রাখবেন (How to deal with family)

৪। মুসলিমাহ হিসেবে উম্মাহর বৃহত্তর কল্যাণে কীভাবে ভূমিকা রাখবেন (How to have a vision in life as a Muslimah)

কোর্স ইন্সট্রাক্টর:

            হামিদা মুবাশ্বেরা

             PhD Student, Department of Economics

             Temple University, USA

              Bachelor in Islamic Studies (IOU)

              Master’s in Finance (IIUM)

              BBA (IBA , DU)

                           এবং

            শারিন সফি অদ্রিতা

        BA, Islamic studies, IOU (running)

        MS, Clinical & Mental Health Counseling, University of Pittsburgh.

       Founder, Muslimah Confidence Workshop

রেকর্ড ক্লাসের জন্য Bkash/Nagad#  01711472379 নম্বরে ২৫০ টাকা send money করে তার স্ক্রীনশট পাঠাতে হবে Mubashera sisters পেইজের ইনবক্সে। রেফারেন্স লিখতে হবে Recorded class
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2022 08:41
No comments have been added yet.


Hamida Mubasshera's Blog

Hamida Mubasshera
Hamida Mubasshera isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Hamida Mubasshera's blog with rss.