আলীকদম: যেখানে বুনো সৌন্দর্য নেয় দম (শেষ পর্ব)

পালং খিয়াংয়ের দুটো স্টেপ একদমই ভিন্ন। মানে দুটোর সৌন্দর্য দুই রকমের। নীচে ধাপে পাথরের পাড় বেয়ে মাঝখান বাদ দিয়ে দুই পাশ দিয়ে অঝোর ধারায় পানি নামছে। সেই পানি এসে পড়ছে বড় বড় পাথরের উপর আর তা ঝিরির পথ ধরছে প্রবাহের উদ্দেশ্যে। আর উপরের ধাপে ঝিরি থেকে সরু একটা পথ ধরে নেমে আসছে ঝর্নার স্রোত। আর তা সৃষ্টি করেছে প্রাকৃতিক এক সুইমিংপুলের। যেটার উপচে পড়া পানি নীচে গিয়ে ডাউন স্ট্রিম ঝর্ণার রূপ দিয়েছে। 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2023 08:38
No comments have been added yet.