গার্সিয়া মার্কেজ বলেন তার কল্পিত মাকোন্দো শহরে পাপের ফল হিসেবে শুয়োরের লেজযুক্ত মানুষের জন্ম হয়; কিংবা একটানা চার বছর এগার মাস দুই দিন ধরে অঝোর ধারায় ঝরে পড়ে বৃষ্টি; অথবা যে জগতে অনিদ্রা রোগ হচ্ছে সবার নিত্যদিনের সঙ্গী।
Published on March 06, 2023 09:16