মহানগর: ক্রাইম থ্রিলার এক সিরিজের নাম

গল্পটা মূলত এক রাতের। যে রাতে শিল্পপতির ছেলে আফনান চৌধুরী পার্টি শেষে ফেরার পথে গাড়ি চাপা দেয় এক সাইকেল আরোহীকে। ঘটনার আকস্মিকতায় আফনান লোকটাকে বাঁচানোর চেষ্টা না করেই পালানোর চেষ্টা করে। যদিও তার সেই পালানোর চেষ্টা ব্যর্থ হয়। ধরা পড়ে আফনান চৌধুরী পুলিশের কাছে। নিয়ে আসা হয় তাকে থানায়। কেসের দায়িত্ব পড়ে ওসি হারুনের কাছে। আফনানের বাবা আলমগীর চৌধুরী ফোন করে ওসি হারুণকে। ওসি হারুণ সুযোগ খুঁজে আফনাঙ্কে এই কেস থেকে মুক্তি দিতে। কিন্তু সমস্যাটা বাঁধে যখন এসি স্যার থানায় চলে আসে। গল্প এগিয়ে চলে।
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 03, 2021 09:12
No comments have been added yet.