প্রেমের নীলমণি ভবন


তুমি আমার স্বপনের রাজকন্যা,

তোমার ঠোঁটের ছোঁয়ায় জীবন হোক ধন্যা।

তোমার হাসিতে জাগে হৃদয়ের আলো,

তোমার ভালোবাসায় হারাই আমি ভালো।


তোমার চুলের ঘ্রাণে মাখা এই বাতাস,

তোমার মিষ্টি কণ্ঠে বাজে প্রেমের আভাস।

তোমার চোখের চাহনিতে খুঁজে পাই আশা,

তোমার স্পর্শে মেলে নতুন ভালবাসা।


তুমি আমার রাতের তারা,

তোমার ছোঁয়ায় কাটে সব যন্ত্রণা সারা।

তোমার সাথে কাটে প্রতিটি সন্ধ্যা,

তোমার প্রতিটি কথা যেন মধুর মতো মন্দ্রা।


তুমি আমার হৃদয় সাগরের নীলা,

তোমার পাশে থাকলে ভুলে যাই সব মন্দিলা।

তুমি আমার জীবনের সম্পূর্ণতা,

তোমায় নিয়ে গড়বো সুখের সপনটা।


তোমার হাতে হাত রেখে চলবো পথ,

তোমার সাথে কাটুক আমার জীবনের রাত।

তোমার প্রেমে ডুবিয়ে রাখবো সারাটা জীবন,

তোমায় নিয়ে গড়বো সুখের নীলমণি ভবন।


 ©নিলয় সৌভিক রায়

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 03, 2024 13:56
No comments have been added yet.