পড়নে নীল শাড়ি, আমার মনেরে দিয়েছে সুরসুরি। তোমার চোখে যেন আকাশের ডাক, আমার হৃদয় হারায় ভালোবাসার ফাঁক।
আমি তোমার নীল, তুমি আমার জয়ী, তোমার হাসিতে বাজে হৃদয়ের বাণী। দূরত্ব যতই থাকুক পথের বাধা, তোমার স্মৃতির স্রোত বহে আমার কাঁধা।
রাতে যখন চাঁদ ওঠে নীল আকাশে, তোমার মুখটা ভাসে আমার নিঃশ্বাসে। মনের আকাশে ঝরে প্রেমের বৃষ্টি, তোমার ছোঁয়ায় ধরা দেয় সেই কল্পনার সৃষ্টি।
দূর হতেই সারাক্ষণ তোমার প্রেম মোরই, তোমার অপেক্ষায় জীবনটা থেমে রয়। তুমি আছো আমার হৃদয়ের মণিকোঠায়, দূরত্বে বাঁধা পড়েনা ভালোবাসার গাঁথায়।
দিনের আলো, রাতের ছায়া, সবই যেন তোমার মায়া। পড়নে নীল শাড়ি, মনটা করে উজাড়, তোমার প্রেমে বাঁধা আমার চিরকালকার।
© NILOY SHOUVIC ROY
Published on January 08, 2025 08:32