বই এবং আড্ডা (boi ebong adda) discussion
হার্ড কপি vs সফট কপি
date
newest »

message 1:
by
ইকবাল
(new)
Jan 22, 2017 10:28AM

reply
|
flag
অবশ্যই হার্ড কপি। মাঝে কিছুদিন সফট কপি সুবিধার মনে হয়েছিলো, কিন্তু হার্ড কপিতে যে আবেদনটা আছে, বই ছুঁয়ে পড়তে পারার আলাদা যে সুখ... সেটা সফট কপিতে পাওয়া সম্ভব না বিধায় হার্ড কপি-তে ব্যাক করেছি।

হার্ড কপিতে কাগজ-কালির ঘ্রাণটা একটা বিশেষ আবেদন তৈরি করে মনের কোনে, নিজস্ব সেল্ফে সাজিয়ে রাখা বইগুলোর দিকে তাকালেও মনটা খুশিতে নেচে ওঠে। কিন্তু যত্র তত্র বয়ে নিয়ে বেড়াবার ঝক্কিটাও নেহাত কম নয়। তাছাড়া লেখকের রয়েলটির সাথে কাগজ/ছাঁপা/বাঁধাই/পরিবহন এসব মিলেয়ে প্রকাশকের বেশ বড় রকমের মূল্য হাকাতে হয় হার্ড কপিতে।
পক্ষান্তরে সফট কপিতে হয়ত হাতে ছুয়ে রাখার কিংবা সেল্ফে সাজিয়ে রাখার মানসিক প্রশান্তিটা পাওয়া যায়না। তবে সর্বদাই সাথেই রাখা যায়। তাই কাজের ফাঁকে, রাস্তায় জ্যামে কিংবা যেকোন সময় অপেক্ষার মুহুর্তগুলোর চমৎকার সঙ্গী হতে পারে সফট কপি। তাছাড়া লেখকের রয়েলটি ছাড়া আর তেমন কোন খরচ নেই বলে প্রকাশকরা খুবই স্বল্প মূল্যে দিতে পারে সফট কপি। তাই সংগ্রহও করা যায় অনেক।