বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
note: This topic has been closed to new comments.
Monthly Read Choices (বাংলা)2017
>
August 2017 Monthly Group Reading Nomination (বাংলা)
date
newest »

কলকাতার কাছেই
গজেন্দ্র কুমার মিত্র এই বইটির জন্যে সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন। তার লেখা
কলকাতার কাছেই, উপকণ্ঠে, পৌষ-ফাগুনের পালা - এই ট্রিলজি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ, আধুনিক বাংলা সাহিত্যের "Landmark" এবং কথাসাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের সর্বোত্তম সাহিত্যসৃষ্টি গন্য করা হয়।"পৌষ-ফাগুনের পালা" বইটির জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। উনবিংশ শতাবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর শুরু -এই রকম সময়ের পটভূমিতে এই ট্রিলজি কাহিনীর সূত্রপাত। কুলীন ব্রাহ্মণের বিধবা পত্নী রাসমণি ও তার তিনি কন্যার জীবন নিয়ে এই উপন্যাস-ত্রয়ীর কাহিনী শুরু। যদিও অধিকাংশ ক্ষেত্রে মধ্যমা শ্যামাকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে, তবু রাসমণির তিন কন্যার ক্রমবর্ধমান পরিবারের বিভিন্ন শাখা-প্রশাখার নরনারী বিভিন্ন ঘটনাসূত্রে কাহিনীতে অসাধারণ বৈচিত্রের সৃষ্টি করেছে এবং শেষ পর্যন্ত কাহিনীর অখন্ডতা লাভ করেছে। সংস্কারে সংস্কৃতিতে উন্নত অথবা নিদারুণ দারিদ্র ক্লিষ্ট মধ্যবিত্ত সমাজের এই সব মানুষের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ-সংকীর্ণতা, আশা-নিরাশা, ছোট বড়, সুখ দুঃখ. বিপদ আপদ সবকিছুর মধ্যদিয়েও তাদের অপরাজেয় জীবনাকোঙ্ক্ষার এবং জীবনযুদ্ধের এক নিটোল অনবদ্য কাহিনী শুনিয়েছেন লেখক।
গজেন্দ্র কুমার মিত্র এই বইটির জন্যে সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন। তার লেখা
কলকাতার কাছেই, উপকণ্ঠে, পৌষ-ফাগুনের পালা - এই ট্রিলজি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ, আধুনিক বাংলা সাহিত্যের "Landmark" এবং কথাসাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের সর্বোত্তম সাহিত্যসৃষ্টি গন্য করা হয়।"পৌষ-ফাগুনের পালা" বইটির জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। উনবিংশ শতাবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর শুরু -এই রকম সময়ের পটভূমিতে এই ট্রিলজি কাহিনীর সূত্রপাত। কুলীন ব্রাহ্মণের বিধবা পত্নী রাসমণি ও তার তিনি কন্যার জীবন নিয়ে এই উপন্যাস-ত্রয়ীর কাহিনী শুরু। যদিও অধিকাংশ ক্ষেত্রে মধ্যমা শ্যামাকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে, তবু রাসমণির তিন কন্যার ক্রমবর্ধমান পরিবারের বিভিন্ন শাখা-প্রশাখার নরনারী বিভিন্ন ঘটনাসূত্রে কাহিনীতে অসাধারণ বৈচিত্রের সৃষ্টি করেছে এবং শেষ পর্যন্ত কাহিনীর অখন্ডতা লাভ করেছে। সংস্কারে সংস্কৃতিতে উন্নত অথবা নিদারুণ দারিদ্র ক্লিষ্ট মধ্যবিত্ত সমাজের এই সব মানুষের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ-সংকীর্ণতা, আশা-নিরাশা, ছোট বড়, সুখ দুঃখ. বিপদ আপদ সবকিছুর মধ্যদিয়েও তাদের অপরাজেয় জীবনাকোঙ্ক্ষার এবং জীবনযুদ্ধের এক নিটোল অনবদ্য কাহিনী শুনিয়েছেন লেখক।

' মার্ডার মিস্ট্রি হয়তো পড়েছেন আগে, কিন্তু পজেশন মিস্ট্রি ?
কোন অশুভ শক্তির ছায়া পড়েছে দেশের অন্যতম প্রভাবশালী পরিবারের একমাত্র মেয়ের ওপর-- সে প্রশ্নের উত্তর খুঁজতে নিয়োগ করা হলো অদ্ভুত এক মানুষকে; অতিপ্রাকৃত ক্ষমতার সাথে যার আছে নিবিড়, তিক্ত অভিজ্ঞতা । কিন্তু তদন্তে ডুব দেবার পরই বুঝতে পারলো চোরাবালি আসলে কতোটা গভীর । একা একা সমস্যার জট খোলা সম্ভব নয়, অন্য এক ধরনের বিশেষজ্ঞের সাহায্যের দরকার । দরকার একজন রিচুয়াল ম্যাজিশিয়ানের ।
ওরা দু-জন মিলেও কি এই মারাত্মক রহস্যের জাল ভেদ করতে পারবে ? প্রতি পদে অপেক্ষা করছে বিপদ--ছায়ার আড়ালে গা ঢাকা দিয়ে আছে অকল্পনীয় ক্ষমতাধর এক আততায়ী ।
আর্কন-খ্যাত তানজীম রহমানের হরর থৃলার অক্টারিন-এর পাতায় লুকিয়ে আছে খুন, জাদু, কিংবদন্তি আর চক্রান্তের আশ্চর্য এক উপন্যাস যা চুম্বকের মতো আপনার মনোযোগকে আকর্ষণ করবে । '

দীর্ঘ চার বৎসর পর আবার রুমি এবং মারুফ একসাথে জড়িয়ে গেল এক অদ্ভূত রহস্য মীমাংসায়, এক সুদীর্ঘ অনুসন্ধানে । যে অনুসন্ধানে মিশে আছে সহস্রবছর ব্যাপী গোপনে উচ্চারিত প্রশ্ন, মূল্যবান শত শত জীবন এবং অবিশ্বাস্য ঐতিহাসিক সব স্মারক ।
এর সুবিস্তৃত পটভূমিতে ওরা খুঁজে ফেরে এমন এক সত্য যা ধামাচাপা দিয়ে দাঁড়িয়ে আছে মিথ্যা আর ছলনায় মোড়া দৈত্যাকার মহীরুহ ।
মিনিমালিস্ট একটি রহস্য উপন্যাস, নানা ঘটনা উপঘটনার সুদীর্ঘ যাত্রা । কিন্তু এ এক উপলক্ষ্যও, বৃহৎ ও মহতী এক বোধের ।
সবকালে সবযুগে মহামানবেরা যে পথে হেঁটেছেন, তাঁদের দর্শনকে নতুন করে ধারনের এক প্রচেষ্টা ।
সে জীবনবোধে আপনাকে স্বাগতম !
This topic has been frozen by the moderator. No new comments can be posted.
Books mentioned in this topic
কোজাগর (other topics)কলকাতার কাছেই (other topics)
নেপথ্যে নিমকহারাম (other topics)
আঁধারের যাত্রী (other topics)
মিনিমালিস্ট (other topics)
More...
*** একটি মাত্র গল্প নিয়ে বই, অথবা ছোট গল্পের সংকলন (৪০০ পৃষ্ঠার বেশি হওয়া যাবেনা) এর নাম দিন, কোন সিরিজ বইয়ের শুধু মাত্র প্রথম বইটির নাম দেয়া যাবে। (আমরা যেকোন সিরিজের পরের বইগুলো নিয়ে আলাদা করে বাডি রিডিং সিস্টেম চালু করেছি)
*** অনুবাদ বই হলে July 2017 Monthly Reading Nomination (English) এ কমেন্ট করুন।
একজন সদস্য শুধুমাত্র একটি বইয়ের নাম দিতে পারবেন। বইয়ের নাম এবং অবশ্যই লেখকের নামটা কমেন্ট বক্স এ লিখে ফেলুন এবং Post করে দিন।
"add book/author" option ব্যবহার করে বইটির Goodreads (GR) লিংক শেয়ার করতে পারেন যেন অন্যরা আপনার পছন্দের বইটি সম্পর্কে তথ্য জানতে পারে। এই option কিভাবে ব্যবহার করবেন সেটা না জানা না থাকলে এই add book/author Post টি দেখুন।
***যেই বইটি nominate করবেন সেটি সবার জন্য available হবে কিনা সেদিকটা খেয়াল করে nominate করুন। নতুন/পুরোন বাংলা বই যা হার্ডকপি ছাড়া অন্য কোন format এ available না সেরকম বই nominate না করতে অনুরোধ করছি। নতুবা গ্রুপ রিডিং এর এই আইডিয়াটি ই সফল হবেনা যদি সদস্যরা বইটি খুজে না পান সহজেই।
>>>July 16, 2017 তারিখ পর্যন্ত নমিনেশন দেয়া যাবে। এরপর এই পোস্ট close করে দেয়া হবে অর্থাৎ এখানে নতুন করে আর কোন কমেন্ট করা যাবেনা। 17 July নমিনেশন পাওয়া বইগুলো নিয়ে Poll হবে যা 31 July পর্যন্ত ভোট দেয়ার জন্য open থাকবে।