বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
বই-আড্ডা
>
Currently Reading
Poison Princess পড়ছি। এই প্রথম post apocalypse theme এর একটি বই পড়ছি। আমার মনে হচ্ছে আমি ভুল বই দিয়ে শুরু করেছি এই থিম এর বই পড়ার জন্য। ১/৩ অংশ পড়ার পরো আমি কনফিউজড। এক ফ্রেন্ড এর রিভিউ এ পড়লাম বই শেষ করেও নাকি ও বুঝতে পারিনি বইটির main purpose or story line কি! এই থিম এতোদিন এড়িয়ে চলেছি কারণ আমার মনে হয়েছে এই থিম এর বই সব ডিপ্রেসিং হবে। Arcana Chronicles series এর অনেক প্রশংসা পড়ে ভাবলাম এই বই দিয়েই শুরু করি post apocalypse নিয়ে গল্পের বই। আজকের মধ্যে শেষ করে ফেলতে চাচ্ছি বইটা। বইটার প্রতি আমার মনোভাব চেঞ্জ হয় কিনা সবাই কাল জানতে পারবেন। :)




গোস্ট স্টোরি আমার কাছেও দারুন লেগেছিল। বইটার ফার্স্টহাফ একেবারে উরাধুরা, তবে সেকেন্ডহাফ থেকে শেষের আগ পর্যন্ত কিছুটা একঘেয়ে ও ঝুলে পড়া টাইপ। সে জন্যই সম্ভবত অন্যদের কাছে বিরক্তিকর লেগেছিল যেহেতু চেঞ্জেস একেবারে রোলারকোস্টার রাইড প্রথম পেজের প্রথম লাইন থেকে শেষ পেজের শেষ লাইন পর্যন্ত! ওভার অল আমার কাছে গোস্ট স্টোরি ড্রেসডেনের পছন্দের বইগুলোর মধ্যে উপর দিকেই থাকবে। বইটাতে খুব দরকারি কিছু ক্যারেক্টার ডেভেলপমেন্ট (স্পেশালি হ্যারি, মলি আর ক্যারিনের ক্ষেত্রে) ও নতুন প্লটপয়েন্ট বিল্ড-আপ হয়েছে।
এই চান্সে আমার কাছে সিরিজটার কোয়ালিটি ব্রেক ডাউন শেয়ার করে ফেলিঃ
১। ১২-চেঞ্জেস (অন্যকিছুর তো প্রশ্নই আসে না) ১০/১০ A++
২। ১৪-কোল্ড ডেইজ ১০/১০ A++
৩। ১৫-স্কিন গেম ১০/১০ A+
৪। ৫-ডেথ মাস্কস ১০/১০ A+
৫। ৭-ডেডবিট ১০/১০ A+
৬। ১১-টার্নকোট ১০/১০ A+
৭। ১০-স্মল ফেভার ১০/১০ A
৮। ১৩-গোস্ট স্টোরি ৯.৫/১০ A
৯। ৬-ব্লাড রাইটস ৯.৫/১০ A
১০। ৩-গ্রেভ পেরিল ৯.৫/১০ A
১১। ৪-সামার নাইট ৯.৫/১০ A
১২। ২-ফুল মুন ৯/১০ A-
১৩। ৮-প্রুভেন গিল্টি ৯/১০ A-
১৪। ৯-হোয়াইট নাইট ৯/১০ A-
১৫। স্টর্ম ফ্রন্ট ৯/১০ A-
গ্রেডিং দেখেই আশা করি বুঝা যাচ্ছে এটা এখন পর্যন্ত আমার পড়া সবচেয়ে ফেভারিট মডার্ণ থ্রিলার সিরিজ, আর হ্যারি পটারের পরে ওভারঅল ২য়-সবচেয়ে প্রিয় সিরিজ (হিরোজ অফ অলিম্পাসের লাস্টের বইটা তেমন পদের না হওয়ায় আর ড্রেসডেনের লাস্টের দুইটা বই সিরিজবেস্ট হওয়ায় হিরোজ সিরিয়ালে ৩-নম্বরে চলে গেছে) :D

Bookish wrote: "Poison Princess পড়ছি। এই প্রথম post apocalypse theme এর একটি বই পড়ছি। আমার মনে হচ্ছে আমি ভুল বই দিয়ে শুরু করেছি এই থিম এর বই পড়ার জন্য। ১/৩ অংশ পড়ার পরো আমি কনফিউজড। এক ফ্রেন্ড এর র..."
বইটার শেষ ১০ পৃষ্ঠা বইটার প্রতি আমার অনুভতি চেঞ্জ করে দিয়েছে। এই শেষ ১০ পৃষ্ঠা তে না আসা পর্যন্ত খুবই কনফিউশন এ ছিলাম, main character দের উপর বিরক্ত হচ্ছিলাম, তারপরও কি যেন ছিল বইটিতে যেটা আমাকে বইটি শেষ পর্যন্ত পড়তে বাধ্য করেছে। ভাগ্যিস পড়েছিলাম! এখন সিরিজটির বাকি ২টি বই পড়ার জন্য আমার মধ্যে ভালোই ইন্টারেস্ট তৈরি হয়েছে। Poison Princess নিয়ে একটা ছোট বই রিভিউ লেখার ইচ্ছে আছে গ্রুপ এ। :)
বইটার শেষ ১০ পৃষ্ঠা বইটার প্রতি আমার অনুভতি চেঞ্জ করে দিয়েছে। এই শেষ ১০ পৃষ্ঠা তে না আসা পর্যন্ত খুবই কনফিউশন এ ছিলাম, main character দের উপর বিরক্ত হচ্ছিলাম, তারপরও কি যেন ছিল বইটিতে যেটা আমাকে বইটি শেষ পর্যন্ত পড়তে বাধ্য করেছে। ভাগ্যিস পড়েছিলাম! এখন সিরিজটির বাকি ২টি বই পড়ার জন্য আমার মধ্যে ভালোই ইন্টারেস্ট তৈরি হয়েছে। Poison Princess নিয়ে একটা ছোট বই রিভিউ লেখার ইচ্ছে আছে গ্রুপ এ। :)
Rizwan wrote: "সিগমা ফোর্সের লেটেস্ট উপন্যাস (১০নম্বর) The 6th Extinction পড়ছি। জেমস রোলিন্স আমার সবচেয়ে প্রিয় লেখকদের একজন এবং সিগমা ফোর্স সিরিজ আমার সবচেয়ে প্রিয় সিরিজের একটা হবার পরেও বলতে হচ্ছ..."
বই আলোচনা (Book Reviews) এ নিউ টপিক ওপেন করে রিভিউটা লিখে দিতে পারেন। ঐ সেকশন এ এখনও কোন বইয়ের রিভিউ দেয়া হয়নি।
বই আলোচনা (Book Reviews) এ নিউ টপিক ওপেন করে রিভিউটা লিখে দিতে পারেন। ঐ সেকশন এ এখনও কোন বইয়ের রিভিউ দেয়া হয়নি।

চালায় যান, এই মজা আর প্যাচ বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত চলবে। এটা সিরিজের সবচেয়ে মোটা বই (আমার হার্ডকপিটা ৬৫৬ পৃষ্ঠার) আর তারপরেও বইটাতে এত কিছু ইনক্লুড হয়েছে যে একমুহুর্তের জন্যও রিল্যাক্স করার ওয়ে ছিল না :D

Waiting for the review--- when can we expect that?
Auyon wrote: "Bookish wrote: "Bookish wrote: "Poison Princess পড়ছি। এই প্রথম post apocalypse theme এর একটি বই পড়ছি। আমার মনে হচ্ছে আমি ভুল বই দিয়ে শুরু করেছি এই থিম এর বই পড়ার জন্য। ১/৩ অংশ পড়ার ..."
১৯৫২ পড়া শুরু করেছি। আজকের মধ্যে পড়া শেষ করে কাল চেষ্টা করবো ২টি বইয়ের রিভিউ একবসায় লিখে ফেলার।
১৯৫২ এর কাহিনী ভালোই মনে হচ্ছে, কিন্তু এডিটিং এর প্রয়োজন ছিল খুব। কিছু কিছু জায়গা পড়তে এত খাপছাড়া লাগছে, কিছু জিনিস খুব ই বিরক্তিকর। যেমন গোলাম মাওলা কে একবার গোলাম মাওলা এবং পরের প্যারাতেই আবার গুলশান-বনানীর এসি :/ নিশু কে বারবার কোর্টরুম সিনে ছোকরা-টাইপ বলা। মুখবন্ধ অংশ নিয়ে আমারো আপনার মতই সেম ফিলিং। বিদেশি লেখকদের বই পড়াতে এই স্টাইল এর সাথে পরিচিত কিন্তু সমস্যা হল ওনারা এটা ব্যবহার করেন কোন মিস্টেরিয়াস ক্যারেক্টার কে রিডার এর কাছে লুকিয়ে রাখতে। আর এমনি কোন চরিত্র introduce করতে কখনো এক প্যারার বেশি নাম উহ্য রেখে সর্বনাম এর ব্যবহার টানা হয়না তাদের বইতে। এটা একটু বিরক্তিকর পর্যায়ে চলে গেছে কারণ উনি সেম স্টাইল সায়েম এবং গোলাম মাওলা ২ টি চরিত্রকেই introduce করতে ব্যবহার করেছেন। পরপর চারটি অধ্যায় শুধু চারটি চরিত্রকে introduce করার জন্য। আমার কাছে এটাও বেখাপ্পা লেগেছে। কোর্টরুম সিনের পর বিরক্তি টা একটু কমে আগ্রহ বেড়েছে গল্পের প্রতি, মনে হচ্ছে আজকে রাতের মধ্যে শেষ করতে পারবো।
১৯৫২ পড়া শুরু করেছি। আজকের মধ্যে পড়া শেষ করে কাল চেষ্টা করবো ২টি বইয়ের রিভিউ একবসায় লিখে ফেলার।
১৯৫২ এর কাহিনী ভালোই মনে হচ্ছে, কিন্তু এডিটিং এর প্রয়োজন ছিল খুব। কিছু কিছু জায়গা পড়তে এত খাপছাড়া লাগছে, কিছু জিনিস খুব ই বিরক্তিকর। যেমন গোলাম মাওলা কে একবার গোলাম মাওলা এবং পরের প্যারাতেই আবার গুলশান-বনানীর এসি :/ নিশু কে বারবার কোর্টরুম সিনে ছোকরা-টাইপ বলা। মুখবন্ধ অংশ নিয়ে আমারো আপনার মতই সেম ফিলিং। বিদেশি লেখকদের বই পড়াতে এই স্টাইল এর সাথে পরিচিত কিন্তু সমস্যা হল ওনারা এটা ব্যবহার করেন কোন মিস্টেরিয়াস ক্যারেক্টার কে রিডার এর কাছে লুকিয়ে রাখতে। আর এমনি কোন চরিত্র introduce করতে কখনো এক প্যারার বেশি নাম উহ্য রেখে সর্বনাম এর ব্যবহার টানা হয়না তাদের বইতে। এটা একটু বিরক্তিকর পর্যায়ে চলে গেছে কারণ উনি সেম স্টাইল সায়েম এবং গোলাম মাওলা ২ টি চরিত্রকেই introduce করতে ব্যবহার করেছেন। পরপর চারটি অধ্যায় শুধু চারটি চরিত্রকে introduce করার জন্য। আমার কাছে এটাও বেখাপ্পা লেগেছে। কোর্টরুম সিনের পর বিরক্তি টা একটু কমে আগ্রহ বেড়েছে গল্পের প্রতি, মনে হচ্ছে আজকে রাতের মধ্যে শেষ করতে পারবো।

যাক, সবচেয়ে বিরক্তিকর অংশগুলোর একটা পার করে ফেলেছেন। এরপর বেশ দ্রুত তালে এগিয়েছে কাহিনি, তবে নিয়মিত বিরতিতে ছন্দপতন ঘটেছেই। বেস্ট অব লাক।

চালায় যান, এই মজা আর প্যাচ বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত চলবে। এটা সিরিজের সবচেয়..."
হ্যাঁ - এক্কেবারে যাকে বলে "পাতায় পাতায় রোমাঞ্চ, শিহরণ আর ভয়" - চেইঞ্জেস এর মতই।
আমি তো লাইব্রেরী থেকে লার্জ প্রিন্টের বই এনেছি - ৮২০ পৃষ্ঠার। শুয়ে পড়তে গেলে একটু পরেই হাত ব্যথা হয়ে যাচ্ছে! সেই প্রথম আলো -পার্থিবের পর এমন অভিজ্ঞতা আর হয়নি।
I Am Number Four পড়ছি। এর মুভিটি যত থ্রিলিং বইটা ততই নিরস। ডায়ালগ ডেলিভারি খুবই পুওর। চরিত্রগুলোর প্রতি পাঠকের কিছু অনুভব করাটা এরকম অসম্ভবই কারণ লেখক এদের নিয়ে শুধু লিখে গেছেন, কিন্তু এরা ঠিক জীবন্ত একটা রুপ পায়নি। তবুও পড়ছি শুধু পড়ে শেষ করে ফেলার জন্য। এই বই নিয়ে ভালো কিছু লেখার না পেলে কোন রিভিউ লিখবো না।
Sinistre wrote: "Nice. I'm reading Cold days too. Well technically I'm listening it."
Nice idea. I'm going to search if there is any audio version of I am number four, & what the listeners think of it.
Nice idea. I'm going to search if there is any audio version of I am number four, & what the listeners think of it.

How is the quality of the reading? Are there any multiple voices been used while reading?


Very good. Why don't you give us a general idea of the this genre and, if possible, review for couple of books?
Fariha wrote: "It's not Summer Without You porchi.It'a young adult realistic fiction.I'm kind of stuck in this genre for a while.Onno kichu try korleo beshidur porte pari na,abar ei genre tei fire ..."
The Summer I Turned Pretty - এটা ছিল আমার TR লিস্ট এ, কিন্তু ত্রিমুখী প্রেম থাকলে আমি ওই বই থেকে দূরে পালাই। তারউপর আর এক ফ্রেন্ড বললো ওর কোন ফ্রেন্ড এই সিরিজ সম্পর্কে নেগেটিভ বলেছে সো ও এন্ড আমি ২ জনেই একে একত্রে ডাম্প করে দিলাম। একবার এক ত্রিমুখী প্রেমের গল্প পড়ে লাইফটাইম শিক্ষা হয়েছে, আমি আর ওই লেভেলের টেনশন, ড্রামা, হার্টএকের মধ্যে দিয়ে যাওয়ার চ্যান্স নিতে চাইনা :/
তবে এটা ঠিক আমার ফ্যান্টাসি এন্ড মিস্টেরি রোমান্সের প্রতি দুর্বলতা আছে, তোমার মতই আমিও আপু অন্য বই যতই পড়িনা কেন ঘুরে ফিরে এর কাছেই ফিরে আসি। এ বছর একটু এক্সট্রা চেষ্টা করবো যেন একটু ব্যাল্যান্স রাখতে পারি বই পড়ার মধ্যে, সব genre এর বই মিলিয়ে ঝিলিয়ে পড়বো এই ইচ্ছা আছে। :)
The Summer I Turned Pretty - এটা ছিল আমার TR লিস্ট এ, কিন্তু ত্রিমুখী প্রেম থাকলে আমি ওই বই থেকে দূরে পালাই। তারউপর আর এক ফ্রেন্ড বললো ওর কোন ফ্রেন্ড এই সিরিজ সম্পর্কে নেগেটিভ বলেছে সো ও এন্ড আমি ২ জনেই একে একত্রে ডাম্প করে দিলাম। একবার এক ত্রিমুখী প্রেমের গল্প পড়ে লাইফটাইম শিক্ষা হয়েছে, আমি আর ওই লেভেলের টেনশন, ড্রামা, হার্টএকের মধ্যে দিয়ে যাওয়ার চ্যান্স নিতে চাইনা :/
তবে এটা ঠিক আমার ফ্যান্টাসি এন্ড মিস্টেরি রোমান্সের প্রতি দুর্বলতা আছে, তোমার মতই আমিও আপু অন্য বই যতই পড়িনা কেন ঘুরে ফিরে এর কাছেই ফিরে আসি। এ বছর একটু এক্সট্রা চেষ্টা করবো যেন একটু ব্যাল্যান্স রাখতে পারি বই পড়ার মধ্যে, সব genre এর বই মিলিয়ে ঝিলিয়ে পড়বো এই ইচ্ছা আছে। :)
Auyon wrote: "Very good. Why don't you give us a general idea of the this genre and, if possible, review for couple of books? "
Good Idea. Fariha আপু আপনি যেহেতু পড়ছেন Summer সিরিজ এটাকে নিয়েই একটা রিভিউ শেয়ার করুন প্লিজ। আমিও একটু ধারনা পাবো আসলেই সিরিজটা কেমন। :)
Good Idea. Fariha আপু আপনি যেহেতু পড়ছেন Summer সিরিজ এটাকে নিয়েই একটা রিভিউ শেয়ার করুন প্লিজ। আমিও একটু ধারনা পাবো আসলেই সিরিজটা কেমন। :)

Nice idea. I'm going to search if there is any audio version of I am number four, & what the listeners think ..."
ন্যারেটর ভাল না হলে ভাল লাগবে না। ড্রেসডেন ফাইলসের ন্যারেটরটা ভাল বুঝতে সমস্যা হয় নি আমার।আসলে এই মুহূর্তে ইবুক পড়ার মতো অবস্থাটা আমার আমার নেই।স্মার্টফোনে পড়তে গেলে চোখের অবস্থা খারাপ হয়ে যায়।হার্ডকপি তো আর পাব না আবার কাহিনীর এমন অবস্থায় রয়েছি যে পরেরটা না পড়ে থাকতেও পারতেছি না অডিওবুক শোনাই শুরু করছি।টার্নকোট থেকে অডিওবুক শুনতেছি

How is the quality of the reading? Are there any multiple voices been used while reading?"
নাহ।কোয়ালিটি অনেক ভাল।ন্যারেটর এর কয়েকটা জিনিস বলার ধরন চরম লাগে।যেমন ড্রেসডেনের বিশেষ ডায়লগগুলা (oh crap, hells bells এগুলা) বলার ধরন।আমি Cold days এর শুরুর দিকেই আছি এখনও। চ্যাপ্টার ৮টা গেছে মনে হয়
Sinistre wrote: "Bookish wrote: "Sinistre wrote: "Nice. I'm reading Cold days too. Well technically I'm listening it."
Nice idea. I'm going to search if there is any audio version of I am number four, & what the ..."
হুম কপাল খারাপ। I am number four পড়া ছাড়া উপায় নেই। এর অডিও বই এর ন্যারেটর এর উপর লিসেনার দের ফিডব্যাক পজিটিভ না। :/
তবে হার্ড/সফট কপি বইয়ের কিছু রিভিউ এ পড়লাম বইয়ের কাহিনীটা এতই ভালো যে তারা লেখকের বোরিং রাইটিং স্টাইল কে সহ্য করেও বইটি পড়া শেষ করতে পেরেছেন। সো দেয়ার ইজ স্টিল হোপ ফর মি। ফিঙ্গারস ক্রসড ^_^
Nice idea. I'm going to search if there is any audio version of I am number four, & what the ..."
হুম কপাল খারাপ। I am number four পড়া ছাড়া উপায় নেই। এর অডিও বই এর ন্যারেটর এর উপর লিসেনার দের ফিডব্যাক পজিটিভ না। :/
তবে হার্ড/সফট কপি বইয়ের কিছু রিভিউ এ পড়লাম বইয়ের কাহিনীটা এতই ভালো যে তারা লেখকের বোরিং রাইটিং স্টাইল কে সহ্য করেও বইটি পড়া শেষ করতে পেরেছেন। সো দেয়ার ইজ স্টিল হোপ ফর মি। ফিঙ্গারস ক্রসড ^_^
Sinistre wrote: "Auyon wrote: "Sinistre wrote: "Nice. I'm reading Cold days too. Well technically I'm listening it."
How is the quality of the reading? Are there any multiple voices been used while reading?"
নাহ।..."
Harry Potter series এর অডিও বুক এর ন্যারেটর অসম্ভব ভালো ছিলেন। বইগুলো এতবার পড়েছি এরপরও শুধুমাত্র এনার গল্প বলার ধরন এত ভালো লেগেছে যে অডিও বুক ডাউনলোড করেছি শুনে শুনে পড়ার জন্য :)
How is the quality of the reading? Are there any multiple voices been used while reading?"
নাহ।..."
Harry Potter series এর অডিও বুক এর ন্যারেটর অসম্ভব ভালো ছিলেন। বইগুলো এতবার পড়েছি এরপরও শুধুমাত্র এনার গল্প বলার ধরন এত ভালো লেগেছে যে অডিও বুক ডাউনলোড করেছি শুনে শুনে পড়ার জন্য :)

How is the quality of the reading? Are there any multiple voices been used whil..."
HP7 এর অডিওবুক আমিও শুনেছি।ওটাও ভাল ছিল
হ্যারি পটার অডিওবুক এর ন্যারেটর ভদ্রলোকের নাম হচ্ছে জিম ডেল। হ্যারি পটার অডিওবুক এর জন্য উনি গ্যামি এওয়ার্ড সহ আরো এওয়ার্ড পেয়েছেন। ওনার অন্যান্য বইয়ের আরো বেশ কিছু অডিওবুক আছে দেখলাম। সেগুলো শোনার আগ্রহ আছে। জিম ডেল অডিওবুক লিখে গুগল করলে ওনার ওয়েবসাইট খুঁজে পাবেন। সেখানেই ওনার করা অডিওবুক এর লিস্ট পেলাম।

This book is not too great.I won't recommend it to anyone.Ejonno etar review nahoi nai dilam.kintu ei genre er aro onek valo valo boi ache.ami nijeo khujchi aro.Shamne valo kochu pprle obsshoi review dibo :)
Fariha wrote: "This book is not too great.I won't recommend it to anyone.Ejonno etar review nahoi nai dilam.kintu ei genre er aro onek valo valo boi ache.ami nijeo khujchi aro.Shamne valo kochu pprle obsshoi review dibo :) "
Looking forward to it :D
Looking forward to it :D
I Am Number Four অবশেষে পড়ে শেষ করলাম। Phew! সিরিজের পরের বইটি এখনই পড়ার ইচ্ছা নেই।
The Other Side of Midnight পড়ছি। এরপরেই The Cuckoo's Calling শুরু করবো।
The Other Side of Midnight পড়ছি। এরপরেই The Cuckoo's Calling শুরু করবো।


প্যাট্রিক লী'র ব্রীচ ট্রিলজির রিভিউ লিখেছিলাম যখন পড়া শেষ হয়েছিলঃ
Patrick Lee – Breach 1: The Breach
http://www.goodreads.com/review/show/...
Patrick Lee – Breach 2: Ghost Country
http://www.goodreads.com/review/show/...
Patrick Lee – Breach 3: Deep Sky
http://www.goodreads.com/review/show/...


রোলিন্স এর পর আরো একটি লেখক পাইলাম যার সব বই ই মনে হচ্ছে পড়তে হবে। :)


”শেষ না করে থামা যায় না”
আসলেই তাই!

আমারও এখনো কন্টেস্ট পড়া হয় নাই। হাতের রানার শেষ করেই রাইলির গ্রেট জু অফ চায়না পড়ব, সামনে না পড়া ট্রোল মাউন্টেন, টেম্পল, কন্টেস্ট, হোভার কার রেসার, সেভেন এনশিয়েন্ট ওয়ান্ডারস-সিক্স স্যাক্রেড স্টোন্স-ফাইভ গ্রেটেস্ট ওয়ারিওরসও অতিশিঘ্রই পড়ে ফেলব। তবে রাইলির দ্য টূর্নামেন্ট সম্ভবত কখনোই পড়া হবে না (অন্তত নিকট ভবিষ্যতে) যেহেতু সেটা পুরোপুরিই হিস্টোরিক্যাল ড্রামা, অ্যাকশন সাসপেন্স বা অ্যাডভেঞ্চারের ছিটেফোঁটাও নাই তাতে।


আমারও এখনো কন্টেস্ট পড়া হয় নাই। হ..."
আপনার কথা থেকে বুঝে গেছি দ্য টূর্নামেন্ট আমারও পড়া হবে না

যদি সম্ভব হয় রাইলির এই একটা অ্যাডাপ্টেশন না পড়ে বা পড়ার পরে অরিজিনাল বইটাও পড়ার ট্রাই কইরেন। বাউন্টি হান্টার্স-১টা ভালই, কিন্তু ২ নম্বরটায় মূল বইয়ের মেইন কাহিনী চেঞ্জ করে একেবারেই অখাদ্য বানায় ফেলসিলো। প্লাস বাউন্টি হান্টার্স বইটার লেখার কোয়ালিটিও আমার মতেও খুবই সাব-পার হয়েছে, একেবারে হাস্যকর কার্টুনিশ করে ফেলেছিল (যেখানে মূল বইটাতেই রাইলির লেখনি বেশ মোটাদাগের, সেখানে সেটার তুলনাতেও কার্টুনিশ ডায়লগ আর সিচুয়েশন করলে কেমন হয় বুঝতেই পারছেন)বাউন্টি হান্টার্সের তুলনায় ডেথ ট্র্যাপের অ্যাডাপ্টেশন কোয়ালিটি অনেক বেটার, আর দ্বীপান্তর তো মূল বই হেল আইল্যান্ডের থেকেই অনেকাংশে বেটার আমার মতে।

"বাউন্টি হান্টার্সের তুলনায় ডেথ ট্র্যাপের অ্যাডাপ্টেশন কোয়ালিটি অনেক বেটার, আর দ্বীপান্তর তো মূল বই হেল আইল্যান্ডের থেকেই অনেকাংশে বেটার আমার মতে" - সম্পূর্ণ একমত।

https://www.goodreads.com/review/show...
আর গ্রুপের রিভিউ সেকশনেও রিভিউটা কপি করে পোস্ট করে দিয়েছি।
Rizwan wrote: "প্যাট্রিক লী'র "রানার" পড়ে শেষ করলাম। অসাধারণ, অসাধারণ, অসাধারণ! ননস্টপ সাসপেন্সফুল থিঙ্কিং ম্যান'স থ্রিলার যাকে বলে। ৫ এ ৫ দেয়ার মত। গুডরিডস পেজে একটা রিভিউ লিখেছি কেউ যদি পড়তে আগ্রহী হনঃ
https://..."
Rizwan ভাই আপনি রিভিউ সেকশন এর "How this section works" টপিক এ আপনার রিভিউটি পোস্ট করে ফেলেছেন ভুল করে। এটা আসলে book review সেকশনের এর রুলস গুলো নিয়ে লেখা টপিক/পোস্ট। বই আলোচনা (Book Reviews) এখানে গিয়ে নিউ টপিক ওপেন করে, টপিক নাম এ "Runner by Patrick Lee" এবং This book is about এ - Runner বই টা সিলেক্ট করে দিলে বইটার রিভিউ খুঁজে পেতে সবার সুবিধা হবে। পরে যখন কেউ একি বইয়ের রিভিউ লিখতে আগ্রহী হবে তিনি আপনার তৈরি টপিক এ কমেন্ট করে নিজের রিভিউ পোস্ট করতে পারবেন। এভাবে একটি বইয়ের সব রিভিউ একসাথে থাকবে এবং খোঁজাও সহজ হবে।
https://..."
Rizwan ভাই আপনি রিভিউ সেকশন এর "How this section works" টপিক এ আপনার রিভিউটি পোস্ট করে ফেলেছেন ভুল করে। এটা আসলে book review সেকশনের এর রুলস গুলো নিয়ে লেখা টপিক/পোস্ট। বই আলোচনা (Book Reviews) এখানে গিয়ে নিউ টপিক ওপেন করে, টপিক নাম এ "Runner by Patrick Lee" এবং This book is about এ - Runner বই টা সিলেক্ট করে দিলে বইটার রিভিউ খুঁজে পেতে সবার সুবিধা হবে। পরে যখন কেউ একি বইয়ের রিভিউ লিখতে আগ্রহী হবে তিনি আপনার তৈরি টপিক এ কমেন্ট করে নিজের রিভিউ পোস্ট করতে পারবেন। এভাবে একটি বইয়ের সব রিভিউ একসাথে থাকবে এবং খোঁজাও সহজ হবে।
Bookish wrote: "I Am Number Four অবশেষে পড়ে শেষ করলাম। Phew! সিরিজের পরের বইটি এখনই পড়ার ইচ্ছা নেই।
The Other Side of Midnight পড়ছি। এরপরেই The Cuckoo's Calling শুরু ক..."
The Other Side of Midnight পড়া শেষ করলাম। সিডনি শেলডনের এর লেখা এটা প্রথম বই পড়লাম। লেখকের উপন্যাস লেখার দক্ষতায় আমি একবারেই মুগ্ধ। এনার আরো বই পড়বো সময় করে। এখন শুরু করবো The Cuckoo's Calling. এমাসের গ্রুপ রিডিং হলেও মনে হয়না আজকের মধ্যে শেষ করতে পারবো। সিডনি শেলডনের বইটা অনেকটা একনাগাড়েই পড়ে গেছি তাই শেষ করতে পেরেছি তাড়াতাড়ি। Cuckoo's calling Robert Galbraith/J.K. Rowling কেমন লিখেছেন তার উপর নির্ভর করছে আসলে কত তাড়াতাড়ি পড়ে শেষ করতে পারবো।
The Other Side of Midnight পড়ছি। এরপরেই The Cuckoo's Calling শুরু ক..."
The Other Side of Midnight পড়া শেষ করলাম। সিডনি শেলডনের এর লেখা এটা প্রথম বই পড়লাম। লেখকের উপন্যাস লেখার দক্ষতায় আমি একবারেই মুগ্ধ। এনার আরো বই পড়বো সময় করে। এখন শুরু করবো The Cuckoo's Calling. এমাসের গ্রুপ রিডিং হলেও মনে হয়না আজকের মধ্যে শেষ করতে পারবো। সিডনি শেলডনের বইটা অনেকটা একনাগাড়েই পড়ে গেছি তাই শেষ করতে পেরেছি তাড়াতাড়ি। Cuckoo's calling Robert Galbraith/J.K. Rowling কেমন লিখেছেন তার উপর নির্ভর করছে আসলে কত তাড়াতাড়ি পড়ে শেষ করতে পারবো।

ওহ, ওকে, ডান। থ্যাঙ্কস।
Books mentioned in this topic
Angelfall (other topics)কপোট্রনিক সুখ দুঃখ (other topics)
Outliers: The Story of Success (other topics)
রাতুলের রাত রাতুলের দিন (other topics)
আমার ছেলেবেলা (other topics)
More...
Authors mentioned in this topic
Muhammed Zafar Iqbal (other topics)Robert Galbraith (other topics)
J.K. Rowling (other topics)
কি বই এখন পড়ছি, অথবা আজকে/কালকে/পরশু/আগামী সপ্তাহে পড়তে যাচ্ছি তা নিয়ে কথা বলা যাবে এখানে। বই পড়া একটা জার্নির মতো মনে হয় আমার কাছে। মাঝে মাঝেই ভাবি একটি বই পড়তে পড়তে তো মনে অনেক ধরনের অনুভতি খেলা করে যায়, সব অনুভতির রেশ কি থেকে যায় বইটি পুরো শেষ করার পর?
যে বইটি এখন পড়ছেন তা নিয়ে যা কিছু বলার আছে বলে ফেলুন কমেন্ট এ। শুধু খেয়াল রাখবেন spoiler লিখে ফেলছেন কিনা, তখন অবশ্যই ***spoiler alert*** ব্যবহার করুন অথবা Formatting Tips পোস্ট এ দেয়া Spoiler code টির ব্যবহার দেখে নিন।