Turna Dass > Status Update

Turna Dass
added a status update
আমার শহরে আজ কত যুগ পর ঝুম বরষা! শোঁ শোঁ বাতাসে জানালার পর্দা বাড়ি
খাচ্ছে,চারপাশ জুড়ে এক ঠাণ্ডা আবহ,আহা!এমন মুহূর্তে সবাই কী করে বলুন তো!কেউ ইলিশ-খিচুড়ির মজলিসে মজে যান,কেউ বৃষ্টিতে ভিজতে ছুটে যান,কেউ বা শুধু উদাস মুখে চেয়ে থাকেন জানালার স্বচ্ছ কাঁচের ওপারে...আর আমি?স্রেফ বই নিয়ে অন্য জগতে ডুব দিই,নাহয় "নভেম্বর রেইনের" মতোন বিষণ্ণ রকে বিলীন হয়ে যাই।
এ সময় টানটান গোয়েন্দা কাহিনী—উফ,,যেন অমৃত!
— Apr 10, 2025 09:40AM
খাচ্ছে,চারপাশ জুড়ে এক ঠাণ্ডা আবহ,আহা!এমন মুহূর্তে সবাই কী করে বলুন তো!কেউ ইলিশ-খিচুড়ির মজলিসে মজে যান,কেউ বৃষ্টিতে ভিজতে ছুটে যান,কেউ বা শুধু উদাস মুখে চেয়ে থাকেন জানালার স্বচ্ছ কাঁচের ওপারে...আর আমি?স্রেফ বই নিয়ে অন্য জগতে ডুব দিই,নাহয় "নভেম্বর রেইনের" মতোন বিষণ্ণ রকে বিলীন হয়ে যাই।
এ সময় টানটান গোয়েন্দা কাহিনী—উফ,,যেন অমৃত!
1 like · Like flag
তবে মাঝরাতে বৃষ্টির তালে তালে বইয়ের পাতায় ডুবে গোয়েন্দাগিরিতে নেমে ভালই লেগেছিল!