’শিকড়ের সন্ধানে’ বইয়ের উপর নির্মিত ভিডিও ‍সিরিজ

’শিকড়ের সন্ধানে’ বইটি পড়ার পর দশম শ্রেণির ছাত্র একজন ছোট ভাই বইটির বিষয়বস্তু অবলম্বনে ভিডিও সিরিজ বানানোর আগ্রহ প্রকাশ করে Mubashera Sisiters page এ মেসেজ দেয়। আমরা ভাইটির করা আগের একটি ভিডিও দেখে তার কাজের মানে সন্তুষ্ট হয়ে তাকে ভিডিও সিরিজ করার অনুমতি দেই।

আলহামদুলিল্লাহ! ভাইটি বেশ ভালো কাজ করেছে। যারা বলে আজকের তরুণ প্রজন্ম শুধু আজেবাজে টিকটক ভিডিও বানিয়ে সময় নষ্ট করে, তাদের জন্য সম্পূর্ণ দাওয়াহর উদ্দেশ্যে তৈরি এই ভিডিও একটি উদাহরণ যে, তরুণ প্রজন্ম এখনও নষ্ট হয়ে যায়নি। যারা ভালো কাজ করছে তাদের জন্য দরকার উৎসাহ আর দুয়া।
আল্লাহ যেন এই ছোট ভাইটির মহৎ প্রচেষ্টা কবুল করে নেন এবং ’শিকড়ের সন্ধানে’ বইটিকে আরও অনেক তরুণ-তরুণীর ভালো কাজের উসিলা বানিয়ে দেন। আমীন।

সম্পূর্ণ বইয়ের ওপর ভিডিও সিরিজটির নির্মাণ এখনো চলমান রয়েছে, নিচের লিঙ্ক থেকে ধারাবাহিকভাবে নির্মিত পর্বগুলো দেখুন।

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2022 07:15
No comments have been added yet.


Hamida Mubasshera's Blog

Hamida Mubasshera
Hamida Mubasshera isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Hamida Mubasshera's blog with rss.