উই আর লেডি পার্টস: পাঁচ মুসলিম নারীর পাংক রক ব্যান্ড গড়ার গল্প

হিজার পরা পাঁচ মুসলিম নারী পারফর্ম করছে এক পাঙ্কের ব্যান্ডে। ব্যাপারটা একটু অস্বাভাবিকই বটে। সচরাচর উপমহাদেশের প্রেক্ষাপটে এমনটা তো অকল্পনীয়। যেখানে নারীদের ঘর থেকে দুই পা ফেলে উঠানে এসে আকাশ দেখা নিষেধ; যেখানে গান শোনাই হারাম, সেখানে পাঙ্ক ব্যান্ডে পারফর্ম করা তো যেন সাক্ষাৎ মৃত্যু দেবতার আমন্ত্রণ বলে মনে হয়। কিন্তু এই ব্যাপারটাকে বাস্তব প্রেক্ষাপটে সিরিজের গল্পে তুলে এনেছেন নিধা মানজুর। কথা বলছিলাম সিটকম সিরিজ উই আর লেডি পার্টস নিয়ে। এটা মূলত ব্রিটিশ সিরিজ।
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2021 09:49
No comments have been added yet.