কিশোর আলোর চলতি সংখ্যাটা হাতে নিয়ে কী যে ভালো লাগল! ছাপা হওয়ার আগে দেখা আর ছাপার পর দেখা কত আলাদা। পুরো সংখ্যাটাই সুন্দর হয়েছে। প্রচ্ছদে রুমীর ছবি, প্রচ্ছদ কাহিনি হলো বীর রুমীর যুদ্ধ অভিযান। ভেতরের পাতাগুলোও খুব সুন্দর লাগল। কিশোর আলোর কর্মীবাহিনিকে ধন্যবাদ।
মুহম্মদ জাফর ইকবাল স্যারের সহযোগিতা পাচ্ছি। স্যার আমাদেরকে টুনটুনি ও ছোটাচ্চুর নতুন পর্ব দিয়েছেন। শেখ আবদুল হাকিমের সায়েন্স ফিকশনটা তো দুর্দান্ত। আইনস্টাইন নিয়ে লেখা আছে, টিটুয়েন্টি নিয়ে আছে। কত কী যে আছে।
দাম মাত্র ৫০ টাকা। মাত্র কেন বললাম। ধরা যাক, ফেব্রুয়ারি সংখ্যায় আমার জিনের বাদশা রহস্য/ বোকা গোয়েন্দা উপন্যাসটা বেরিয়েছিল। এটা বই হিসাবে কিনলে দিতে হবে ১০০ টাকা। আর কিশোর আলো কিনলে আরো কত কি সহ ৫০ টাকা। কাজেই কিশোর আলো কেনা লাভজনক। শুধু টাকার অঙ্কে নয়। একটা শিশু জীবনে সফল হবে তখনই যখন সে কেবল পড়ার বই পড়বে না, বিচিত্র বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। কিশোর আলো শিশু কিশোরদের দিগন্তটাকে বড় করবে। কাজেই বাড়িতে শিশু কিশোর থাকলে কিশোর আলো রাখা যেতে পারে।
Published on March 13, 2014 01:49