সন্তানের অমঙ্গল-আশঙ্কায় যেমন বাবা-মার অন্তর সব সময় কাঁপতে থাকে, বাংলাদেশ দলকে নিয়েও আমার মনটাও তেমন করে। নেপাল ১২০-এর বেশি করল, আমি ভয়েই মরে যাই। টি-টুয়েন্টিতে এটা কোনো রানই না, সেটা মনে থাকে না। মনে হয়, বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি হংকং-য়ের মতো শুরু করে। শুধু যাওয়া আর আসা। যাই হোক, এখন আমি জানি, ক্রিকেট যতই অনিশ্চয়তার খেলা হোক না, এই খেলায় বাংলাদেশকে নেপাল হারাতে পারবে না। উফ। জানের ওপর দিয়ে উঠে যায়। ছোট দলের সঙ্গে খেলা বলেই। বড় দলের সাথে খেলায় কেউ জিতবে কেউ হারবে। কিন্তু ছোট দলের সঙ্গে তো হারা যাবে না। আমার মতো দুর্বল হার্টের মানুষের খেলা দেখাই উচিত না।
যাই হোক, সুন্দর করে নেপালকে হারিয়ে বাংলাদেশ যেন হংকংকে নিয়ে কাজ করে। হংকংয়ের খেলোয়াড়রা বোধ হয় স্পিন ভালো খেলতে পারে না। আমি এক্সপার্ট নই, তাই কোনো পরামর্শ দেব না। শুধু বলব, হংকং প্রাকটিস ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে। কাউকেই ছোট করে দেখা উচিত নয়। বি সিরিয়াস ম্যান। এন্ড মাইলস টু গো, বিফোর ইউ স্লিপ।
Published on March 18, 2014 10:17