আমরা গিয়েছিলাম উড়িষ্যা। ভুবনেশ্বর। কোনার্ক মন্দির। পুরির সমুদ্র। চিল্কা হ্রদ। উপলক্ষ মা বইয়ের উড়িয়া অনুবাদের প্রকাশনা উৎসব। আমাদের সঙ্গে ছিলেন সরোজিনী সাহুদিদি আর ছিলেন জগদীশদা। তার স্বামী। লেখক ও পণ্ডিত। সরোজ বাল ছিলেন প্রকাশক। সুরেশ বলবন্তরে অনুবাদক। আজ সবাই আছি। শুধু জগদীশ দা নাই। অন্য মনস্কভাবে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সম্প্রতি লোকান্তরিত হয়েছেন।
Published on March 11, 2014 09:24